এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

৪ মাসে বাংলায় জিএসটি আদায় ১২ হাজার ৩০০ কোটি

নিজস্ব প্রতিনিধি: বাংলার(Bengal) শাসক দল তৃণমূল কংগ্রেস(TMC) মাঝেমধ্যেই অভিযোগ তোলে যে মোদি সরকারের(Modi Government) একটা বড় ভুল কোনও সময় না দিয়ে কোনও পরিকাঠামো গড়ে না তুলেই দেশে জিএসটি(GST) লাগু করে দেওয়া। এতে রাজ্য সরকারগুলি ক্ষতিগ্রস্থ হচ্ছে, আমজনতা ক্ষতিগ্রস্থ হচ্ছেন, ব্যবসায়ীরা দুর্ভোগ ও ক্ষতির মুখে পড়ছেন। তৃণমূলের এই অভিযোগ স্বীকার করে দেশের অনান্য বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির পাশাপাশি দেশের অর্থনীতিবিদদের একাংশও। শিল্পপতিদের একাংশও এই অভিমত পোষণ করেন। জিএসটি নিয়ে যে সমস্যা রয়েছে সেটা মেনেও নেন বিজেপির নেতামন্ত্রীরা। কিন্তু তাঁরা এটা মানতে চান না এই পরিষেবা লাগু করে কোনও ভুল করা হয়েছে। এই দাবি ও পাল্টা দাবির মাঝেই উঠে এল চমকে দেওয়ার মতো তথ্য। যে তৃণমূল জিএসটি নিয়ে সব থেকে বেশি সোচ্চার সেই তৃণমূলের মূল বিচরণভূমি বাংলা থেকে বিগত ৪ মাসে আদায় হয়েছে ১২ হাজার ৩০০ কোটি টাকা, যা নিঃসন্দেহে এক রেকর্ড ও মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকারের এক বড় সাফল্য।   

জানা গিয়েছে, বাংলায় গত অর্থবর্ষে প্রথম ৪ মাসের জন্য জিএসটি আদায় হয়েছিল ৯ হাজার ৪০০ কোটি টাকা। কিন্তু এই বছর তা প্রায় ৩০ শতাংশ বেড়ে হয়েছে ১২ হাজার ৩০০ কোটি টাকা। অর্থাৎ চলতি অর্থবর্ষের প্রথম ৪ মাসে বাংলা থেকে জিএসটি আদায়ের পরিমাণ ওই ১২ হাজার ৩০০ কোটি টাকা। জিএসটি বাবদ আগে কখনও এতটা আয় হয়নি বাংলার বুক থেকে। গত অর্থবর্ষে সার্বিকভাবে যে আয় হয়েছিল, তাতে বৃদ্ধির হার ছিল ২৩ শতাংশ। সেটাই ছিল সর্বকালীন রেকর্ড। চলতি বছরে সেই হারও ছাপিয়ে গিয়েছে। দেশে এখন ৩ ধরনের জিএসটি আদায় হয়। স্টেট, সেন্ট্রাল ও ইন্টিগ্রেটেড জিএসটি। এর মধ্যে রাজ্য পায় স্টেট জিএসটির পুরো ভাগ এবং ইন্টিগ্রেটেড জিএসটিতে রাজ্যের নিজস্ব ভাগ। আন্তঃরাজ্য পণ্য বিক্রিতে যে জিএসটি আদায় হয়, সেটাই ইন্টিগ্রেটেড জিএসটি। বাংলায় জিএসটি বাবদ যে ১২ হাজার ৩০০ কোটি টাকা আয় হয়েছে, তা স্টেট ও ইন্টিগ্রেটেড জিএসটিতে রাজ্যের পাওনা অঙ্কের যোগফল। সেন্ট্রাল বা এ রাজ্য থেকে আদায় হওয়া অন্য রাজ্যের প্রাপ্য ইন্টিগ্রেটেড জিএসটির অঙ্ক এর সঙ্গে যুক্ত নয়।  

রাজ্যের অর্থদফতরের আধিকারিকদের দাবি, রাজ্যে মোট যে জিএসটি আদায় হয়, তার অঙ্ক অনেক বেশি। কিন্তু কেন্দ্র এবং অন্যান্য রাজ্য তাদের প্রাপ্য অংশ কেটে নেওয়ার পর যা পড়ে থাকে এবং তার সঙ্গে অন্য রাজ্যের ইন্টিগ্রেটেড জিএসটি থেকে প্রাপ্য আয় যোগ করে এই খাতে রাজ্যের মোট আয় নির্ধারিত হয়। মোট আদায়ের তুলনায় যা অনেকটাই কম হওয়া সত্ত্বেও এর নিরিখেই রেকর্ড সাফল্য রাজ্যের। বাংলার আর্থিক বিশেষজ্ঞরা কার্যত একমত হয়ে জানিয়েছেন, জিএসটি আদায়ের ক্ষেত্রে বাংলার এই সাফল্যের সবচেয়ে বড় কারণ হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নানা আর্থসামাজিক প্রকল্পের যথাযথ রূপায়ণ যা সাধারন মানুষের ক্রয়ক্ষমতা বাড়িয়েছে এই কোভিডকালেও এবং এই সরকারের আমলে রাজ্যে অর্থনৈতিক কর্মকাণ্ডের বৃদ্ধি। যত বেশি লেনদেন হবে, তত বেশি জিএসটি আদায় হবে। রাজ্যের মানুষের আয় বৃদ্ধির কারণেই খরচ বেড়েছে। আয় বেড়েছে বলেই তাঁদের ক্রয়ক্ষমতাও বেড়েছে। আর তাঁরা যা কিনছেন তার ওপর জিএসটি আদায় হচ্ছে। সেই জিএসটির অংশই এখন বাংলার কোষাগার ভরিয়ে তুলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কোভিডের সময় থেকেই জোর দিয়েছে চাহিদানির্ভর অর্থনীতিতে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প হোক বা অন্যান্য সামাজিক সুরক্ষা প্রকল্প—মানুষের হাতে নগদ টাকার জোগান বেড়েছে। রাজ্যে ব্যবসা-বাণিজ্যের বহরও বেড়েছে। রাজ্যের অর্থদফতর যেভাবে জিএসটি আদায়ের লক্ষ্যে সক্রিয় হয়েছে, সুফল মিলেছে তাতেও।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দুর্গাপুর এনআইটি ‘র দ্বিতীয় বর্ষের ছাত্রের আত্মহত্যা, গাফিলতির দায় মেনে পদত্যাগ ডিরেক্টরের

সীমান্তবর্তী শহর বসিরহাটে নির্বাচনের আগে জোর তল্লাশি পুলিশের

সন্দেশখালিতে সিবিআই রাতের অন্ধকারে বিদেশি পিস্তল লুকিয়ে রেখে এসেছে: অখিল গিরি

বিরোধীরা বদ্ধ পাগল হয়ে গেছে দাবি প্রসূনের, তাপ প্রবাহে সুস্থ থাকার টোটকা রথীনের

তীব্র দাবদাহ থেকে পশু পাখিদের বাঁচাতে শান্তিপুরে স্বেচ্ছাসেবী সংগঠনের বিশেষ উদ্যোগ

তাপপ্রবাহে স্বস্তি পেতে ভাগীরথীতে বন্ধুদের সঙ্গে জলে নেমে তলিয়ে গেল মাধ্যমিক পরীক্ষার্থী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর