এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

সীমান্তবর্তী শহর বসিরহাটে নির্বাচনের আগে জোর তল্লাশি পুলিশের

নিজস্ব প্রতিনিধি ,হাসনাবাদ: উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার একদিকে রয়েছে সীমান্ত, অন্যদিকে রয়েছে সুন্দরবন। মাঝখান দিয়ে বয়ে গেছে বহু নদী। আগামী পয়লা জুন বসিরহাট লোকসভা কেন্দ্রের নির্বাচন। ঠিক তার আগে যেকোনো প্রকার অপ্রীতিকার ঘটনা যাতে ঘটাতে না পারে তার জন্য পুলিশ প্রশাসনের তরফ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।হাসনাবাদ থানার ওসি(OC Hasnabad) শংকর রজকের নেতৃত্বে বরুনহাটের কাটাখালি ব্রিজে ঘন্টাখানেক ধরে নাকা চেকিং চলে।

একদিকে যেমন চলছে নাকা চেকিং(Naka Checking) ,অন্যদিকে চলছে জোর তল্লাশি। হাসনাবাদ টু লেবুখালী রোড দিয়ে যেসব পরিবহন যাওয়া-আসা করছে যেইসব গাড়ির ভেতরে চলছে তল্লাশি। এমনকি যাত্রী নিরাপত্তা সুনিশ্চিত করতে পথ চলতি যাত্রীদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সব মিলিয়ে লোকসভা ভোটের প্রাক্কালে আঁটোসাঁটো নিরাপত্তা বলয় তৈরি করেছে প্রশাসন। জানা গেছে আগামী ৪ জুন পর্যন্ত হাসনাবাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের এই নাকা চেকিং চলবে। এদিকে,হাসনাবাদের কালীবাড়ি সংলগ্ন এলাকায় বিজেপি নেতা নিমাই দাসের ভাই দিলীপ দাসের বাড়িতে যে বিস্ফোরণ হয়েছিল সেই বিস্ফোরণের ঘটনাস্থলে রবিবার যান বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর রেখা পাত্র ৷

অন্যদিকে,বসিরহাটের হাসনাবাদের(Hasnabad) শিমুলিয়া কালীবাড়ি এলাকায় বিজেপি কর্মী দিলীপ দাসের বাড়িতে শনিবার সকাল ১১টা নাগাদ রান্নাঘরের পাশ থেকে একটি বোমা বিস্ফোরণের শব্দ শুনতে পায় এলাকাবাসী। কীভাবে এই বোমা বিস্ফোরণ হলো? কে বা কারা এই বোমা রেখে গেল তা নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে হাসনাবাদ থানার পুলিশ। হাসনাবাদ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুরো বিষয়টা তদন্ত শুরু করেছে। সূত্রের খবর, কোন হতাহতের খবর নেই। কিন্তু প্রশ্ন উঠছে এই বিজেপি কর্মীর বাড়িতে কোথা থেকে বোমা এলো। এর পিছনে অন্য কোন কারণ আছে কিনা সেটাও খতিয়ে দিচ্ছে প্রশাসনের আধিকারিকরা। ঘটনাস্থলে সিআইডির আধিকারিক, বোম্ব স্কোয়াড ও ফরেনসিক বিশেষজ্ঞরাও গিয়ে পৌঁছান। তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলার শ্রমিক সংগঠনের নেতা কৌশিক দত্ত বলেন, “বসিরহাটে বিজেপি জিততে পারবে না। সেটা বুঝতে পেরে হাসনাবাদ সহ সারা বসিরহাটে একটা ভয়ের বাতাবরণ তৈরি করতে এই বোমা বিস্ফোরণ ঘটিয়েছে।” অন‍্যদিকে, শুক্রবারের পর ফের শনিবার সন্দেশখালিতে সিবিআইয়ের টিম যায়। সন্দেশখালির মল্লিকপাড়ায় আবু তালেবের বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শুক্রবার তালেবের বাড়ি থেকেই বিপুল বিস্ফোরক উদ্ধার হয়। ঠিক কী কারণে এই হানা, তা এখনও স্পষ্ট নয়। তবে একজন মহিলা অফিসার-সহ সিবিআই(CBI) আধিকারিকরা গ্রামে হাজির হন। সঙ্গে কেন্দ্রীয় বাহিনী। গ্রামে ঢুকেই আবু তালেবের বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। বাড়ির মেইন গেট তালা বন্ধ এদিন। যা খবর, বাড়ির ভিতরে কেউই নেই।

শনিবার সন্দেশখালির একাধিক জায়গায় সিবিআইয়ের তিনটি টিম হানা দেয়। হাটগাছি গ্রাম পঞ্চায়েতের শিমুলহাটি গ্রামে এদিন হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি টিম। জমি জবরদখলের অভিযোগের তদন্তে সিবিআই। তিনটি দলে ভাগ হয়ে গ্রামে গ্রামে পৌঁছে যান সিবিআইয়ের আধিকারিকরা। দফায় দফায় অভিযোগকারীদের বয়ান রেকর্ড করে সিবিআই। পাশাপাশি সন্দেশখালি (Sandeshkhali)ন‍্যাজাট এলাকার মসজিদ বাড়ি এলাকার কাছে বেতনী নদীতে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখে এলাকাবাসীরা‌। শনিবার সকাল ১১টা নাগাদ মসজিদ বাড়ি এলাকায় বেতনী নদীতে এক ব্যক্তির পরনে নীল শার্ট ও নস‍্যি রঙের প‍্যান্ট পরা অবস্থায় ভাসতে দেখেন এলাকাবাসীরা। এরপর খবর দেওয়া হয় থানায়। পুলিশ গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। কোথা থেকে এই ব্যক্তির মৃতদেহ ভেসে আসলো তা খতিয়ে দেখছেন তারা। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালের(Bashirhat Hospital) পুলিশ মর্গে পাঠানো হয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

লালাকে শর্তসাপেক্ষে জামিন দিল বিশেষ সিবিআই আদালত

অধিকারীদের জেলায় মমতার হানাদারি ১৬ মে, হলদিয়া-এগরায় সভা, কাঁথিতে রোড-শো

আসানসোলের বিশেষ সিবিআই আদালতে আত্মসমর্পণ লালার

পরবর্তী দু’দফার ভোটে কেন্দ্রীয় বাহিনী বাড়ছে, জানালেন মুখ্য নির্বাচনী আধিকারিক

১৯ মে নাগাদ আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে প্রবেশ করছে বর্ষা: আবহাওয়া দফতর

অনুব্রত মণ্ডলকে জেলে ভরে ভোট আটকানো যাবে না, প্রমাণ করল জনতা: শতাব্দী রায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর