এই মুহূর্তে




ফেলে রাখা জমিতে গজিয়ে উঠেছে দোকান-বাড়ি, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন পূর্ণদাস বাউল

নিজস্ব প্রতিনিধি, ইলামবাজার: তিন ছেলের নামে কেনা জমিতে রাতারাতি গজিয়ে উঠেছে দোকানঘর, বাড়ি। বীরভূমের ইলামবাজারে ফিরে চক্ষু চড়কগাছ পূর্ণদাস বাউলের। তাঁর অভিযোগ, জমানো টাকা দিয়ে কেন জমি জবর-দখল হয়ে গিয়েছে। এই মর্মে ইলামবাজার থানায় লিখিত অভিযোগ জানান তিনি। স্থানীয় প্রশাসন জমি পুনরুদ্ধার করে দিতে না পারলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হবেন বলে জানান পূর্ণদাস বাউল।

বর্ষীয়ান বাউলশিল্পী পূর্ণদাস বাউল জানান, কয়েক বছর আগে তিন ছেলের নামে কামারপাড়ায় চাষযোগ্য ৪ বিঘা জমি কিনে ছিলেন। কিন্তু গতমাসে তিনি এসে দেখেন, তাঁর সেই জমির উপরে দোকান হয়ে গিয়েছে। এমনকী ঘর-বাড়িও হয়ে গিয়েছে। জমি ফেরতের দাবি জানিয়ে তখনই তিনি স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেন। ইলামবাজার থানাতেও লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ পেয়ে পর্যবেক্ষণে যান ইলামবাজার থানার পুলিশ আধিকারিক সহ ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিকেরা। পুলিশ ও প্রশাসনিক আধিকারিকেরা ঘটনাস্থল খতিয়ে দেখার পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও অভিযুক্ত সহ পূর্ণদাস বাউল ও তাঁর ছেলের সঙ্গেও কথাবার্তা বলেন। গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন তাঁরা।

গোটা ঘটনায় মর্মাহত ৪৪ বছর বয়সী পূর্ণদাস বাউল। তিনি বলেন, ‘বহু কষ্টে উপার্জিত টাকায় এই জমি কিনেছিলাম তিন ছেলের নামে। আজ সেই জমি জবর-দখল হয়ে জমি মাফিয়াদের হাতে চলে যাচ্ছে। বাউলদের মানুষ জমি দান করে আশ্রম তৈরির জন্য। অথচ এখানে বাউলদের জমি দখল হয়ে যাচ্ছে।’ জমি পুনরুদ্ধার করতে তিনি লড়াই চালিয়ে যাবেন বলেও স্পষ্ট করেছেন। স্থানীয় প্রশাসন ব্যর্থ হলে সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে যাবেন জমি ফেরত পাওয়ার দাবি নিয়ে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ফেলে দেওয়া ওষুধ দিয়ে তৈরি হয়েছে দুর্গা প্রতিমা, নজর কাড়ছে সকলের

নবমীর দুপুর থেকে কলকাতায় বৃষ্টি শুরু, রাতে ধেয়ে আসছে দুর্যোগ

দুর্গন্ধে ঢেকেছে গোটা এলাকা, অষ্টমীর রাতে ভাড়া বাড়ি থেকে উদ্ধার যুগলের পচাগলা দেহ

সত্যি না মিথ্যা, মহানবমীতেই অ্যাকাউন্টে আসবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা?

GST দুর্নীতির পর্দা ফাঁস, কলকাতা ও হাওড়া থেকে ১৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

নিজের লেখা গানের মধ্যে দিয়ে মহানবমীর শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ