এই মুহূর্তে




শেক্সপিয়র সরণিতে বৃদ্ধা খুনে গ্রেফতার প্রাক্তন গাড়িচালক

নিজস্ব প্রতিনিধি: স্নেহের প্রতিদান! শেক্সপিয়র সরণিতে বৃদ্ধা খুনের ঘটনায় পুলিশ গ্রেফতার করল প্রাক্তন গাড়িচালককে। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই খুনের রহস্য উন্মোচন করল শেক্সপিয়র সরণি থানার পুলিশ। মঙ্গলবার সকালেই শেক্সপিয়র সরণিতে অভিজাত গঙ্গা-যমুনা আবাসনে নিজের ঘরেই উদ্ধার হয়েছিল ৯০ বছরের বৃদ্ধা রেণুকা চৌধুরীর নিথর দেহ। মুখের ডানদিকের একপাশ দিয়ে বের হচ্ছে রক্ত। কয়েক ফোঁটা রক্ত পড়েছে বালিশেও। তাঁর ছেলে অভয়ের দাবি ছিল মাকে খুন করা হয়েছে। রেণুকা চৌধুরীর শরীর থেকে খোয়া গিয়েছে সোনার বালা, আংটি, হার, কানের দুল-সহ যাবতীয় গয়না। ঘর থেকে উধাও দু’টি মোবাইল ও আলমারির চাবি। ফলে পুলিশের সন্দেহ ছিল লুঠপাটের উদ্দেশ্যেই খুন হতে পারে।

ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টেও খুনের ব্যাপারে নিশ্চিত হয় তদন্তকারীরা। এরপরই তদন্তে জোর দেয় পুলিশ। ওই বহুতল ও তার আশপাশের সিসিটিভির ফুটেজ দেখে ওই বাড়ির প্রাক্তন গাড়িচালক দুধকুমারকে সন্দেহ হয় পুলিশের। এরপরই মঙ্গলবার রাতে তাঁকে গ্রেফতার করে পুলিশ। মোবাইলের সূত্র ধরেই ডানকুনিতে তাঁর সন্ধান মেলে। তাঁর কাছ থেকে পাওয়া গিয়েছে খোয়া যাওয়া দুটি মোবাইল ও কিছু গয়না। বুধবার সকালে ধৃতকে ওই ফ্ল্যাটে নিয়ে আসে পুলিশ। খুনের ঘটনার পুনর্নিমান করা হয়। এরপর ধৃত দুধকুমারকে আদালতে হাজির করিয়ে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করবে পুলিশ। জানা যাচ্ছে, ৩০ হাজার টাকা দেনা মেটাতেই খুনের ছক করেছিল প্রাক্তন গাড়িচালক দুধকুমার। যদিও তাঁকে যথেষ্ট স্নেহ করতেন মৃতা বৃদ্ধা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কবে প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের প্রথম সেমেস্টারের ফল, জানিয়ে দিল সংসদ

বিজেপিকে ‘বাংলা বিরোধী জমিদার’ বলে তোপ শশী পাঁজার

হাইকোর্টে জোর ধাক্কা খেয়ে বিপাকে অর্জুন সিং, তদন্তের মুখে বিজেপি নেতা

পার্ক স্ট্রিটের হোটেল রুমে বক্স খাটের ভিতরে যুবকের দেহ, হাড়হিম করা কাণ্ড

SSC: ইন্টারভিউ প্রক্রিয়ায় বড় বদল, দ্রুত শিক্ষক নিয়োগ করতে তৎপর রাজ্য

পায়ের কাছে ফাটল বোম, প্রতিবাদ করতেই মহিলাকে রাস্তায় ফেলে মারধর, শ্লীলতাহানি, ত্রস্ত গড়িয়ার দম্পতি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ