এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

১০০ দিনের কাজের প্রকল্পের নাম হোক অভিষেকের নামে, প্রস্তাব বিজেপি বিধায়কের

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: বাংলা(Bengal) থেকে নির্বাচিত বিজেপির(BJP) একের পর এক বিধায়ক ও সাংসদ ক্রমশই দলের মুখ পুড়িয়ে চলেছেন। কার্যত দল যে বাংলার মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি ও ভাঁওতা দিয়ে চলেছে সেটাও তাঁরা জানিয়ে দিচ্ছেন। এবার সেই সব সাংসদ ও বিধায়কদের তালিকায় যোগ হয়ে গেল আরও একটি নাম। বাঁকুড়া জেলার(Bankura District) ওন্দা বিধানসভা কেন্দ্রের(Onda Assembly Seat) বিজেপি বিধায়ক(BJP MLA) অমরনাথ শাখা(Amarnath Sakha) এবার দাবি তুলেছেন, ১০০ দিনের কাজের প্রকল্পের(100 Days Work Project) নাম রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের(TMC) সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) নামে করে দেওয়া হোক। আর সেই ঘটনা সামনে আসতেই কার্যত মুখ পুড়ছে পদ্মশিবিরের। অনেকেই মনে করছেন অমরনাথ কার্যত বুঝিয়ে দিলেন, তিনি তৃণমূলের দিকে তাঁর পা বাড়িয়েই দিয়েছেন। যে কোনও দিন তিনি ফুল বদল সেরে ফেলবেন।

কী বলেছেন অমরনাথ? কেন্দ্রের ক্ষমতাশীন নরেন্দ্র মোদির সরকার ১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে। সেই সূত্রেই সেই টাকা চাইতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিল্লিতে গিয়ে ধরনা দিয়েছিলেন কয়েক হাজার জবকার্ড হোল্ডার। সেই সব জবকার্ড হোল্ডারদের সম্প্রতি নিজের সাংসদ পদের মাইনে থেকে টাকা পাঠান অভিষেক। সেই প্রসঙ্গেই অমরনাথ স্বীকার করে নিয়েছেন, যে তাঁর বিধানসভা কেন্দ্র থেকে যে সব জবকার্ড হোল্ডাররা দিল্লিতে তৃণমূলের আন্দোলনে গিয়ে যোগ দিয়েছিল তাঁরা সবাই টাকা পেয়েছেন অভিষেকের কাছ থেকে। সেই সূত্রেই তিনি দাবি করেছেন ১০০ দিনের কাজের প্রকল্পের নাম অভিষেকের নামেই করে দেওয়া হোক। কার্যত নিজের দল ও কেন্দ্রের সরকারকে খোঁচা মেরে তিনি জানিয়েছেন, ‘এটা আনন্দের বিষয়। আমি তো জানতে পারলাম আমার বিধানসভা এলাকার কয়েকজন টাকা পেয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কেন্দ্রীয় সরকার টাকা না দিলে উনি দেবেন। আগামী দিনে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবেদন করব, টাকা যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন, তখন প্রকল্পের নামও ওঁর নামে করা হোক।’

এখন প্রশ্ন হচ্ছে, অমরনাথ কেন হঠাৎ করে অভিষেকের নাম করে প্রকল্প করতে বললেন কেন আর কেনই বা অভিষেকের টাকা পাঠানোর কথাই বা স্বীকার করতে গেলেন? আসলে এর পিছনে কাজ করছে লোকসভা ভোটের অঙ্ক। কলকাতার বুকে শাহি সভা ফ্লপ হওয়ার পরে পদ্মশিবিরের নেতারা বেশ বুঝতে পারছেন ১০০ দিনের কাজের টাকা আটকে রাখাটা কার্যত ব্যমেরাং হয়ে গিয়েছে বিজেপির কাছে। গ্রামবাংলার মানুষজন তো বটেই, শহরের মানুষও মুখ ঘুরিয়ে নিয়েছে বিজেপির থেকে। সেই ধাক্কা নেমে আসতে চলেছে ২৪’র লোকসভা ভোটে। তাই এখন থেকেই তাঁরা কাঁদুনি গেয়ে রাখছেন যাতে সেই হারের দায় তাঁদের ঘাড়ে না চাপিয়ে দেওয়া হয়। কেননা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, ২৪’র যুদ্ধে যে সব সাংসদরা হারবেন তাঁদের হারের দায় সেই সব লোকসভা কেন্দ্রের মধ্যে থাকা বিধানসভা কেন্দ্রগুলির বিজেপি বিধায়কদের নিতে হবে। অমরনাথ এখন থেকেই নিজেকে সেই দায়ভার থেকে মুক্ত করে দিলেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পরবর্তী দু’দফার ভোটে কেন্দ্রীয় বাহিনী বাড়ছে, জানালেন মুখ্য নির্বাচনী আধিকারিক

১৯ মে নাগাদ আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে প্রবেশ করছে বর্ষা: আবহাওয়া দফতর

অনুব্রত মণ্ডলকে জেলে ভরে ভোট আটকানো যাবে না, প্রমাণ করল জনতা: শতাব্দী রায়

লেশমাত্র টেনশন নেই, ভোটের দিন দেদার নিজস্বী তুলে সময় কাটালেন মহুয়া

নদিয়ায় ইভিএম বিভ্রাট, সব ভোট নাকি পড়ছে বিজেপিতে, তুমুল উত্তেজনা দিনভর

স্মৃতিচারণ থেকে কটাক্ষ, উনিশের সংঘর্ষ থেকে বন্দুকের কারখানা, নোয়াপাড়ায় ছুঁয়ে গেলেন মমতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর