এই মুহূর্তে




৬৫ বছর পর উদ্ধার মানিব্যাগ, ফেরত গেল মালিকের পরিবারের কাছে

নিজস্ব প্রতিনিধি : আপনার যদি মানিব্যাগ হারিয়ে যায়, সেই মানিব্যাগ ফেরত পাওয়া হয়ত আপনার কাছে অলীক স্বপ্নের মতো মনে হবে। কিন্তু সেই অকল্পনীয় জিনিস যদি বাস্তবে রূপায়িত হয়, তাহলে কেমন হবে বলুন তো। এমনই এক ঘটনা ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া প্রদেশের আটলান্টা শহরের সিনেমাহল থেকে হারিয়ে গিয়েছিল একটি মানিব্যাগ। ৬৫ বছর সেই মানিব্যাগ ফিরে পেল সিনেমাহল কর্তৃপক্ষ। তুলে দেওয়া হল মানিব্যাগের আসল মালিকের পরিবারের হাতে।

জানা গিয়েছে, সম্প্রতি আটলান্টার ওই সিনেমাহলে সংস্কারের কাজ চলছিল। সেইসময় সিনেমাহলে দেওয়ালের পিছন থেকে মানিব্যাগটিকে উদ্ধার করা হয়। মানিব্যাগটিকে উদ্ধার করে তুলে দেওয়া হয় সিনেনাহলের মালিক ক্রিস এসকোবারের হাতে। মানিব্যাগটি হাতে পাওয়ার পর সেটিকে প্রকৃত মালিকের হাতে তুলে দিতে উদ্যোগী হন সিনেমাহলের মালিক। খোঁজ করতে গিয়ে মানিব্যাগটির আসন মালিকের পরিচয় ও ঠিকানাও পাওয়া যায়। দেখা যায়, মানিব্যাগের আসল মালিকের নাম ফলি কালব্রেথ। ফলি মাত্র ছয় বছর বয়সে মানিব্যাগটি হারিয়ে ফেলেন। ২০০৫ সালে ৮৭ বছর বয়সে ফলি কালব্রেথের মৃত্যু হয়। মানিব্যাগটিকে ফলির মেয়ে থিয়া কালব্রেথ চেম্বারলেনের হাতে তুলে দেন এসকোবার।

মায়ের মানিব্যাগটি হাতে পাওয়ার পর থিয়া জানান, মানিব্যাগটি হাতে পেয়ে এতটাই হতবাক হয়ে পড়েছিলাম যে ভাষায় প্রকাশ করতে পারিনি। জানা গিয়েছে, মানব্যাগটি থেকে পুরনো কিছু ছবি, লাইব্রেরি কার্ড ও একটি লটারির টিকিটও পাওয়া গিয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শারদীয়ার আগে ডায়মন্ড হারবারবাসীদের হাতে পৌঁছে গেল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপহার

তিন দিন পরেই ষষ্ঠী, বাঁদরদের উপদ্রবে অতিষ্ট পুজো উদ্যোক্তারা বন দফতরের শরণাপন্ন

জেলেনস্কির স্ত্রীর দেখা করার আর্জিতে সাড়া দিলেন না ট্রাম্পের ধর্মপত্নী মেলেনিয়া

স্কুলে মাতাল অবস্থায় প্রধান শিক্ষিকার তাণ্ডব, ভিডিও দেখে অবাক নেটপাড়া

দেবীপক্ষে বুকিং ঠাসা, অসুর হয়ে বাধ সাধছে বৃষ্টি, আশা আশঙ্কার দোলাচলে যাত্রাশিল্পীরা

সন্ততিদের নিয়ে কৈলাস থেকে রওনা হয়েছেন উমা, শুধু মর্ত্যের আনন্দময়ীর ভরসা ভিক্ষাবৃত্তি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ