এই মুহূর্তে




লখনউ ঘুরতে গিয়ে ভুলেও সেখানকার চা খাবেন না, কেন জেনে নিন…

নিজস্ব প্রতিনিধি: আপনি কি এই ছুটিতে রাজার শহর লখনউ যাওয়ার কথা ভাবছেন, তাহলে কিন্তু খবরদার! আগেভাগেই কিছু সতর্কতা অবলম্বন করুন। ওখানে চটপট কোথাও খেতে যাবেন না! কারণ সম্প্রতি ফুড সেফটি অ্যান্ড মেডিসিন বিভাগ লখনউতে কয়েকটি শহরের হোটেল, রেস্তোরাঁ, বেকারি, চায়ের স্টল, জেনারেল স্টোরে একটি বড় অভিযান চালিয়েছে। গোপন সূত্রে খবর ছিল যে, লখনউয়ের কয়েকটি জায়গায় ফুড স্টল গুলিতে বেআইনি কাজকর্ম চলছে। ঠিক তাই!

সম্প্রতি একটি বড় অভিযান চালিয়ে ফুড সেফটি অ্যান্ড মেডিসিন বিভাগ লখনউয়ের একটি চায়ের দোকান থেকে চা পাতায় লোহার গুঁড়া পেয়েছে। শুধু তাই নয়, একটি ফাস্ট ফুড সেন্টারে চাটনিতে রঙ ব্যবহার করা হচ্ছিল। সেটাও অভিযানে খুঁজে পাওয়া গিয়েছে। একই সঙ্গে একটি রেডিমেড সসও পাওয়া গিয়েছে, যা কিনা স্বাস্থ্যের পক্ষে খুবই খারাপ। এমনকী উত্তরপ্রদেশের উদয়গঞ্জে একটি মিষ্টির দোকানে, বুন্দির লাড্ডুতে অশুদ্ধ রং মেশানো হয়েছে, যাতে করে লাড্ডুর রং গ্রাহকদের কাছে আকর্ষণীয় হয়। এই অভিযানের পর এফএসডিএ টিম এই সমস্ত দোকানদারদের সতর্ক করেছে এবং সচেতন করেছে। তথ্য অনুযায়ী, এক সপ্তাহের মধ্যে এফএসডিএনএ টিম বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১২৫টিরও বেশি এই ধরনের নমুনা সংগ্রহ করেছে, যার মধ্যে প্রায় ৩০টি নমুনা ব্যর্থ প্রমাণিত হয়েছে।

এ বিষয়ে ফুড সেফটি অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের সহকারী কমিশনার বিপি সিং আরও বলেছেন, এমন বেআইনি কর্মকান্ডের মধ্যেও একটি লস্যির দোকানে যে দুধ ব্যবহার করা হয়েছে তা বিশুদ্ধ পাওয়া গিয়েছে। একটি রেস্তোরাঁর দোকানে তৈরি সবজি ও ডাল পাওয়া গিয়েছে খাঁটি। একই সময়ে, একটি জেনারেল স্টোর থেকে হলুদ, বেসন, ধনে, লাল মরিচ এবং গরম মসলাও নষ্ট পাওয়া গেছে। উদয়গঞ্জের একটি পুরির দোকানে দই, চাটনি ও সবজি মান বিরোধী পাওয়া গেছে। হোটেলে রাখা সসও ঠিক ছিল না। এমনকি বেকারির দোকান থেকে কেক ও জুসের মানও সমান ছিল না। হোটেল ও মার্কেটে বিক্রি হওয়া পনিরের মান খারাপ পাওয়া গেছে। এছাড়াও সেন্ট মার্কস স্কুল, ক্যান্টে FSW এর মাধ্যমে ৩৫০ জন শিক্ষার্থীকে খাদ্য নিরাপত্তা এবং ভেজাল সম্পর্কে সচেতন করা হয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

অমৃতসর-পূর্ণিয়াগামী জনসেবা এক্সপ্রেসে দাউ দাউ করে আগুন, আতঙ্কিত যাত্রীরা

গাভাইয়ের উত্তরসূরি হিসাবে দেশের ৫৩তম প্রধান বিচারপতি হচ্ছেন সূর্যকান্ত শর্মা, কে তিনি?

জম্মু-কাশ্মীরে রাজ্যসভা নির্বাচনে বাজিমাত ন্যাশনাল কনফারেন্সের, ফারুখের দল জিতল ৩ আসনে

কবে প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের প্রথম সেমেস্টারের ফল, জানিয়ে দিল সংসদ

১৩ বছরের ছাত্রীকে কুমারীত্বের পরীক্ষা দেওয়ার নির্দেশ মাদ্রাসা কর্তৃপক্ষের, মধ্যযুগীয় ঘটনা কোথাকার?

অভিষেকের প্রচেষ্টায় কেরল থেকে ফিরল পরিযায়ী শ্রমিকের দেহ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ