এই মুহূর্তে




অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের সিরিজে ভারতের এ দলে নাম নেই রোহিত-কোহলির, কিন্তু কেন?

নিজস্ব প্রতিনিধি: আইপিএল শেষ হওয়ার পর থেকে রোহিত এবং কোহলি মাঠে অনুপস্থিত। এবার এক দিনের সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রোহিত শর্মা এবং বিরাট কোহলির খেলা নিয়ে ফের অনিশ্চয়তা। বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছে অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে ভারত এ-র দল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই তালিকাতেই নেই রোহিত এবং কোহলির নাম। এমনকি এই দুই ক্রিকেটার এক দিনের সিরিজে খেলবেন কিনা তা নিয়েও জানানো হয়নি বোর্ডের পক্ষ থেকে।

সম্প্রতি ১০ কেজি ওজন ঝরিয়েছেন রোহিত শর্মা। কিন্তু তার পরেও পেলেন না দলে জায়গা। ঘোষণা অনুযায়ী শ্রেয়স আয়ার হচ্ছে ভারত এ দলের অধিনায়ক। শ্রেয়স অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজের দলে থাকার দৌড়েও নিজের নাম লিখিয়ে ফেলেছেন। অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে সিরিজ়‌ের জন্য ঘোষণা করা হয়েছে দু’টি দল। বোর্ড প্রথম ম্যাচের জন্য একটি দল এবং দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচের জন্য সেই দলে কিছু বদল আনা হয়েছে বলেই জানিয়েছে। সেই দলে রয়েছেন অভিষেক শর্মা, অর্শদীপ সিংরা, যারা বর্তমানে দুবাইয়ে রয়েছেন এশিয়া কাপের জন্য।

এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, ২৮ সেপ্টেম্বর এশিয়া কাপের ফাইনালের পর ৩০ সেপ্টেম্বর ভারত এ বনাম অস্ট্রেলিয়া এ দলের প্রথম ম্যাচ হবে। অভিষেক শর্মা যেহেতু এশিয়া কাপে খেলছেন তাই দুই দিনের মধ্যে খেলতে যাওয়া অসম্ভব তাঁর তাঁদের রাখা হয়েছে পরের দুটি ম্যাচে। ৩ এবং ৫ অক্টোবর হবে দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচ। সেই সময়েই কিছুটা বিরতি নিয়ে ময়দানে নামবেন অভিষেক, অর্শদীপ। পাশাপাশি ইরানি কাপে খেলতে চলা অবশিষ্ট ভারত দলও ঘোষণা করা হয়েছে। যেখানে জত পাটীদার দলকে নেতৃত্ব দেবেন। ১ অক্টোবর থেকে ম্যাচ হবে নাগপুরে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সুপার কাপে একই গ্রুপে মোহনবাগান-ইস্টবেঙ্গল, ডার্বি কবে?

ক্যারিবিয়ান সিরিজের জন্য ভারতের টেস্ট দল ঘোষিত, নেই বাংলায় অভিমুন্য

এশিয়া কাপে ভারত-পাক সঙ্ঘাত চরমে, ২ পাকিস্তানি ক্রিকেটারের বিরুদ্ধে ICC-তে নালিশ বিসিসিআইয়ের

 টি টোয়েন্টিতে বিশ্বের এক নম্বর বোলারের সিংহাসন ধরে রাখলেন ভারতীয় স্পিনার

টিম ইন্ডিয়া এবং পাকিস্তানি খেলোয়াড়রা একসঙ্গে খেলবে, সৌজন্যে রবিচন্দ্রন অশ্বিন

বাংলাদেশ বধের জন্য প্রস্তুত ভারত, দলকে আরও শক্তিশালী করতে সূর্যদের সম্ভাব্য একাদশে কারা?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ