এই মুহূর্তে




পোলাওয়ের সঙ্গে পাতে রাখুন রুই আনারস, জেনে নিন ইউনিক এই রান্নার পদ্ধতি

নিজস্ব প্রতিনিধি: রুই মাছের ঝাল, ঝোল, দই দিয়ে নানা রেসিপির কথা সকলেই জানেন। এই রান্নাগুলি মোটামুটি সব বাড়িতেই হয়। যদি বাড়িতে অতিথি আসে তাহলে একটু অন্যস্বাদে মাছের কি রান্না করে খাওয়াবেন ভেবে উঠতে পারছেন না। তাহলে বানিয়ে ফেলুন রুই আনারস। দুপুরে ভাত বা পোলাওয়ের সঙ্গে গরম গরম পরিবেশন করলে অতিথির মন হয়ে যাবে একেবারে খুশি। কীভাবে করবেন এই রান্না জেনে নিন।

উপকরণ:  রুই মাছ: ৮-১০ টুকরা, রসুনবাটা: ১ চা-চামচ, পেঁয়াজ: সেদ্ধ করে বাটা আধা কাপ, কাঁচা লঙ্কা: ৫-৬টি,  লঙ্কা গুঁড়ো: দেড় চা-চামচ, চিনি: ১ চা-চামচ, হলুদ গুঁড়ো: ১ চা-চামচ, নারকেলের দুধ: ২ কাপ, সয়াবিন তেল: আধা কাপ, আনারস: গ্রেট করা ১ কাপ, পেঁয়াজ বেরেস্তা: আধা কাপ, আনারস: রিং করে কাটা ৫-৬ টুকরা, আদাবাটা: ২ চা-চামচ

পদ্ধতি: প্রথমে মাছের টুকরাগুলিতে সামান্য লবণ ও লেবুর রস দিয়ে ধুয়ে জল ঝরাতে দিন। এরপর মাছগুলোতে সামান্য লবণ ও হলুদ মাখিয়ে দিন। কড়াইতে তেল গরম করে মাছের পিসগুলি হালকা ভেজে নিন। এরপর পেঁয়াজ সেদ্ধ করে মিক্সতে পেস্ট করে নিন। এরপর কড়াইতে তেল গরম করে পেঁয়াজ বাটা ও গুঁড়া মসলা ভালোভাবে কষিয়ে নিন। মশলার গন্ধ চলে গেলে আনারস ও অল্প নারকেলের দুধ দিয়ে আরও একবার কষাতে হবে। হালকা ঝোল ঝোল মত থাকলে ও রান্নাটি ফুটে উঠলে মাছগুলো একে একে দিয়ে দিন। তারপর অল্প চিনি, বেরেস্তা, কাঁচা লঙ্কা ও আনারসের রিং টুকরাগুলো দিয়ে ঢেকে রেখেদিন কিছুক্ষন। মাছে যখন তেল ছেড়ে দিয়ে নামিয়ে রাখুন আর গরম-গরম ভাত বা পোলাও দিয়ে পরিবেশন করুণ রুই আনারস ।

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

উৎসবের মরশুমে বানিয়ে নিন জল ছাড়া স্পাইসি চিকেন

এক চুটকিতে বদলে দেবে রান্নার স্বাদ, ঘরেই বানিয়ে ফেলুন সিক্রেট মশলা

গরম ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করুন রসুন পোড়ায় দই মুরগি, জানুন রেসিপি

সন্ধ্যার আড্ডা জমাতে বানিয়ে ফেলুন পমফ্রেট তন্দুরি, জেনে নিন রেসিপি

কোজাগরী লক্ষ্মীপুজোয় দেবীর ভোগে রাখুন নারকেল পোলাও-ডাবের পায়েস, জেনে নিন রেসিপি

বিজয়ায় অতিথি আপ্যায়নে ডায়াবেটিস রোগীদের জন্য ঘরেই বানিয়ে ফেলুন এই সন্দেশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ