এই মুহূর্তে




জুবিন মৃত্যু তদন্তে নয়া মোড়, এবার গ্রেফতার সঙ্গীতশিল্পীর দুই ব্যক্তিগত নিরাপত্তারক্ষী

নিজস্ব প্রতিনিধি: জনপ্রিয় সঙ্গীতশিল্পী জুবিনের মৃত্যু তদন্তে নয়া মোড়। বুধবার সিআইডির বিশেষ তদন্ত দল (এসআইটি) গ্রেফতার করেছিলেন তাঁর তুতো ভাই সন্দীপন গর্গকে। তিনি অসম পুলিশ সার্ভিসের একজন উচ্চপদস্থ আধিকারিক। এবার গ্রেফতার হলেন সঙ্গীতশিল্পীর দুই ব্যক্তিগত সিকিওরিটি অফিসার। শুক্রবার গ্রেফতার করা হয় তাঁদের। নর্থ ইস্ট ফেস্টিভ্যালে অংশ নিতে সিঙ্গাপুর গিয়েছিলেন জুবিন গর্গ। সেখানেই মৃত্যু হয় তাঁর।

গ্রেফতার হওয়া দুই সিকিওরিটি অফিসারের নাম নন্দেশ্বর বোরা এবং পরেশ বৈশ্য। বেশ কয়েকদিন জিজ্ঞাসাবাদের পর তাঁদের হেফাজতে নেওয়া হয়েছে। দুজনেরই ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্টে বড় ধরনের, ব্যাখ্যাতীত আর্থিক লেনদেনের তথ্য প্রকাশ পেয়েছে। তদন্তকারীরা নন্দেশ্বর বোরা এবং পরেশ বৈশ্যের অ্যাকাউন্টে ১.১ কোটি টাকারও বেশি লেনদেনের তথ্য পেয়েছেন। বোরার অ্যাকাউন্টে ৭০ লক্ষ টাকা এবং বৈশ্যর অ্যাকাউন্টে প্রায় ৪০-৪৫ লক্ষ টাকার লেনদেন দেখানো হয়েছে। পুলিশ বলছে, উভয় পরিমাণই তাদের জ্ঞাত আয়ের উৎসের চেয়ে অনেক বেশি।

সূত্রের খবর, জুবিন নিজের অর্থ সঞ্চয় এবং বিতরণের জন্য পিএসওদের ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করেছিলেন। সেই অর্থের বেশিরভাগই তিনি দাতব্য কাজে দান করেছিলেন বলে জানা গিয়েছে। তদন্তাধীন আর্থিক লেনদেনগুলি গত চার থেকে পাঁচ বছর ধরে সংঘটিত হয়েছে বলে মনে করা হচ্ছে, যা জুবিনের ব্যক্তিগত নিরাপত্তা কর্মীদের তাঁর আর্থিক লেনদেনের সঙ্গে কতটা ঘনিষ্ঠভাবে জড়িত ছিল তা নিয়ে প্রশ্ন তুলেছে।

জুবিনের স্ত্রী গরিমা সাইকিয়া গর্গ বৃহস্পতিবার বলেছেন যে সঙ্গীতশিল্পী তাঁর সিকিওরিটি অফিসারদের কিছু টাকা দিয়েছিলেন সমাজসেবামূলক কাজের জন্য। তবে গরিমা এও জানিয়েছিলেন, জুবিনের আর্থিক লেনদেন সম্পর্কে তিনি প্রায় কিছুই জানেন না। বোরা এবং বৈশ্য দুজনেই বেশ কয়েক বছর ধরে জুবিনের সঙ্গে ছিলেন। আসলে আজ থেকে প্রায় ১০ বছর আগে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী উলফার কাছ থেকে খুনের হুমকি পেয়েছিলেন জুবিন। তারপর থেকেই অসম পুলিশ নন্দেশ্বর বোরা এবং পরেশ বৈশ্যকে জুবিনের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী হিসাবে যুক্ত করে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘মসজিদে জুতো পরে হাঁটছেন?’ নেটপাড়ায় সমালোচনার ঝড় উঠতেই কী করলেন সোনাক্ষী?

৮৩-তে অমিতাভ বচ্চন, জন্মদিনে বিগ বি-র আইকনিক লুকে ‘জলসা’র বাইরে ভক্তদের ভিড়

বন্ধ করা হল অখিলেশ যাদবের ফেসবুক অ্যাকাউন্ট, সমাজবাদী পার্টির নিশানায় বিজেপি

বিজয়ের পর ‘হবু কনে’ রশ্মিকাও বাগদানের খবর লুকোতে পারলেন না, কীভাবে টের পেলেন ভক্তরা?

জাল সমন ও ডিজিটাল গ্রেফতারির মাধ্যমে ১০০ কোটির প্রতারণা, গুজরাতে গ্রেফতার ৪

ফিরছেন তবে কফিনবন্দী হয়ে, অনন্তনাগে জঙ্গিদমনে গিয়ে মৃত বাংলার ২ জওয়ান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ