এই মুহূর্তে




দুপুরেই নামল সন্ধ্যা, আকাশ কালো করে বৃষ্টি এল কলকাতায়

নিজস্ব প্রতিনিধি: শুক্রের দুপুরেই নামল আঁধার। আকাশ কালো করে বৃষ্টি নেমেছে কলকাতা ও তৎ সংলগ্ন অঞ্চলে। ঝেঁপে বৃষ্টি এসেছে। আবহাওয়া দফতর বলছে ব্যাপক বাজ পড়ার আশঙ্কা রয়েছে। কলকাতার বিভিন্ন জায়গায় মুষলধারায় বৃষ্টি হচ্ছে। নদিয়া, পূর্ব মেদিনীপুর সহ একাধিক জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। কলকাতা সহ সব জেলাতেই বৃষ্টিপাত হবে। সেই সঙ্গে বাজও পড়বে। আবহাওয়া দফতর থেকে খুব সতর্ক থাকতে বলা হয়েছে। আচমকা এমন বৃষ্টিতে রাস্তাতেই আটকে পড়েছেন বহু মানুষ।

আবহাওয়া দফতরের  পক্ষ থেকে বলা হয়েছিল কলকাতা, হুগলি, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, হাওড়া, উত্তর ২৪ পরগনা, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। সেই সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে প্রতি ঘণ্টায় দমকা বাতাস বইবে।

আবহাওয়া দফতরের পক্ষ থেকে বর্ষা বিদায়ের কথা জানানো হয়েছিল। খুব তাড়াতাড়ি বর্ষা বিদায় না নিলেও আগামী ৩ দিন পর দক্ষিণবঙ্গ থেকে বর্ষা বিদায় নেওয়া শুরু করার সম্ভাবনা রয়েছে। বাংলা থেকে বর্ষা বিদায়ের স্বাভাবিক প্রক্রিয়ার সময় হল ১০-১৫ অক্টোবর। দক্ষিণ বাংলাদেশ ও লাগোয়া উত্তর বঙ্গোপসাগরের উপর  ঘূর্ণাবর্ত থাকার জন্য শুক্রবার থেকে রাজ্যে বর্ষা বিদায় শুরু হওয়ার কোনও সম্ভাবনা নেই। ফলে এবার কয়েকদিন দেরি হবে।

রবিবার থেকে বৃষ্টি কমতে শুরু করলেও, তার আগে ঘূর্ণাবর্তের জেরে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের কিছু জায়গায়। তবে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার থেকে কমবে বৃষ্টির প্রকোপ। উত্তরেও ভারী বৃষ্টি হবে না বলে খবর। কিন্তু আংশিক মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা থাকছে না উত্তরবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের আট জেলার কোন কোন অংশে স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার পর্যন্ত। খুব কম সময়ের জন্য সামান্য বৃষ্টি হবে। শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রাজ্যে ধর্ষণের ঘটনায় উত্তরপ্রদেশ ধাঁচে ‘এনকাউন্টার’ চান শুভেন্দু অধিকারী

সোনামুখীর ‘মা-ই-তো কালী’ পুজোর সঙ্গে জড়িয়ে বর্গী দস্যু ভাস্কর পণ্ডিতের নাম, জানুন ইতিহাস

কালীপুজোর আগে বাগনানে জবাব ফুলের গাছে দোয়া প্রকার আক্রমণ, চিন্তায় ফুল চাষিরা

সন্ন্যাসীর আগমনে পবিত্রতা পায় নির্জন রাঙ্গুনি গ্রাম, পুরুলিয়ার এই কালীপুজোর বয়স ৫৩ বছর

৬০০ বছরের নিয়ম ! শুধু প্রদীপের আলোয় পুজো পান মা, কোথায় জানেন?

বনগাঁ পুরসভার পক্ষ থেকে ৭২ ঘণ্টা সময় দেওয়া হল ডেকরেটর্সদের, কিন্তু কেন…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ