এই মুহূর্তে




মানিকচকে জমি বিবাদকে কেন্দ্র করে মামার হাতে খুন ভাগ্নে , এলাকায় চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি,মানিকচক: মালদা জেলার মানিকচকের মথুরাপুর সুভাষ কলোনী এলাকায় জমি বিবাদকে কেন্দ্র করে মামার হাতে খুন ভাগ্নে। মৃত যুবকের নাম হিরেন কুণ্ডু(২৪)। ঘটনা সম্পর্কে জানা গেছে শুক্রবার সকাল ১০ টা নাগাদ রাজা মণ্ডলের বাড়ির সামনে ইট ফেলাকে কেন্দ্র করে তার সৎ দাদা জীবন মণ্ডলের সাথে বচসা বাঁধে। বচসা একসময় পৌঁছায় হাতাহাতিতে। সেই সময় জীবন মন্ডলকে হাঁসুয়া দিয়ে মারতে উদ্ধত হয় রাজা। সেই সময় জীবন মণ্ডলকে(Jiban Mandal) বাঁচাতে তার ভাগ্নে হিরেন কুণ্ডু গেলে হাঁসুয়ার কোপ বসে তার মাথায়।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে মানিকচক ও পরে মালদহ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মৃত্যু হয় ভাগ্নের । অন্যদিকে, এই ঘটনায় অভিযুক্ত রাজা মণ্ডলকে মানিকচক হাসপাতাল(Manickchak Hospital) থেকে আটক করে মানিকচক থানার পুলিশ। ভাগ্নেকে খুন করার অপরাধে গ্রেফতার হতে হয় মামাকে। এই ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।রাজা মণ্ডলের মা দাবি করেন, তার ছেলেকে জীবন এবং আরো পাঁচজন মিলে মারধর করছিল।

সে বাঁচতে গিয়ে হাঁসুয়া নিয়ে আক্রমণ করলে হিরেন কুন্ডুর(Hiren Kundu) মাথায় আঘাত লাগে। এতে তার মৃত্যু হয়। ঘটনার পর তার ছেলেকে গ্রেফতার করে থানায় নিয়ে গেছে পুলিশ। বাড়ি করা নিয়ে এবং ইট ফেলাকে কেন্দ্র করে সংঘর্ষ ঘটনায় খুন হতে হল একজনকে।বচসা থেকে হাতাহাতি এবং তারপর সংঘর্ষ। সেই সংঘর্ষের ঘটনায় প্রাণ গেল এক নিরাপরাধ যুবকের।শুক্রবার সাত সকালে এক তরতাজা যুবকের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ওই গ্রামে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সোনামুখীর ‘মা-ই-তো কালী’ পুজোর সঙ্গে জড়িয়ে বর্গী দস্যু ভাস্কর পণ্ডিতের নাম, জানুন ইতিহাস

কালীপুজোর আগে বাগনানে জবাব ফুলের গাছে দোয়া প্রকার আক্রমণ, চিন্তায় ফুল চাষিরা

সন্ন্যাসীর আগমনে পবিত্রতা পায় নির্জন রাঙ্গুনি গ্রাম, পুরুলিয়ার এই কালীপুজোর বয়স ৫৩ বছর

৬০০ বছরের নিয়ম ! শুধু প্রদীপের আলোয় পুজো পান মা, কোথায় জানেন?

বনগাঁ পুরসভার পক্ষ থেকে ৭২ ঘণ্টা সময় দেওয়া হল ডেকরেটর্সদের, কিন্তু কেন…

‘কর্মরত শিক্ষকদেরও টেট পাশ হতে হবে’, নির্দেশ পুনর্বিবেচনার আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ