এই মুহূর্তে




দুর্গাপুরে বেসরকারি মেডিক্যাল কলেজে ভিন রাজ্যের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে ফের গণধর্ষণের অভিযোগ। এবার দুর্গাপুর। দুর্গাপুরে একটি বেসরকারি মেডিক্যাল কলেজ ও  হাসপাতালের এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। ওই ডাক্তারি ছাত্রী দ্বিতীয় বর্ষের পড়ুয়া।  জানা গিয়েছে, শুক্রবার রাত প্রায় নটা নাগাদ ওই ছাত্রী তাঁর সহপাঠী ছাত্রর সঙ্গে কলেজ ক্যাম্পাসের বাইরে গিয়েছিলেন। সেই সময়ই তাঁর উপর চড়াও হয় পাঁচ যুবক। পাঁচ জন মিলে প্রথমে দুজনকে ঘিরে ধরে, তারপর ছাত্রীকে জোর করে রাস্তা থেকে তুলে নিয়ে পার্শ্ববর্তী জঙ্গলে যায়। অভিযোগ, সেখানেই গণধর্ষণের শিকার হন ওই ছাত্রী।

গ্ণধর্ষণের পরে ওই সহপাঠীই তাঁকে উদ্ধার করে কলেজে নিয়ে যান। সেই হাসপাতালেই ভর্তি করানো হয়। জানা গিয়েছে, নির্যাতিতা ওডিশার বাসিন্দা। পড়াশোনার জন্যই দুর্গাপুরে আসা। তরুণীর অন্য এক সহপাঠী ছাত্রী নির্যাতিতার বাড়িতে ফোন করে পরিবারের সদস্যদের সব বিষয় জানান। খবর পেয়ে তাঁরা রাতেই দুর্গাপুরে চলে আসেন। নির্যাতিতার পরিবারের সদস্যদের দাবি, যে ছাত্রের সঙ্গে ওই তরুণী কলেজ ক্যাম্পাসের বাইরে গিয়েছিলেন, তাঁর ভূমিকাও অত্যন্ত সন্দেহজনক। তাঁদের দাবি, ঘটনার সময়ে বাঁধা দেওয়ার চেষ্টা না করে তিনি পালিয়ে গিয়েছিলেন। 

এই ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়েছে প্রবল চাঞ্চল্য। বেসরকারি মেডিক্যাল কলেজ, নিরাপত্তা বলয় সুরক্ষিত। তারপরেও কীভাবে ওই ছাত্রীকে তুলে নিয়ে যাওয়া হল  তা নিয়ে ছড়াচ্ছে জল্পনা। অভিযোগ দায়ের হয়েছে নিউ টাউনশিপ পুলিশের কাছে। ধর্ষিত তরুণীর সহপাঠীকেও জেরা করা হচ্ছে। সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। এই নিয়ে তীব্র শোরগোল ছড়িয়েছে এলাকায়।

রাজ্যে ধর্ষণের ঘটনা দিনে দিনে বেড়ে চলেছে। আরজিকর নিয়ে পশ্চিমবঙ্গ দেখেছিল বিদ্রোহ, আন্দোলনের আগুন কীভাবে জ্বলে ওঠে। আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে গত ৯ অগস্ট রাতে সেখানকারই এক মহিলা পড়ুয়া চিকিৎসক ধর্ষণ ও খুনের শিকার হন। তারপর থেকে প্রতিবাদের আগুন জ্বলে ওঠে রাজ্যে। একটি হাসপাতালের পড়ুয়া চিকিৎসক যদি সুরক্ষিত না হন তাহলে রাস্তাঘাটে মেয়েদের সুরক্ষা কোথায়, তা নিয়ে উঠতে থাকে প্রশ্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নারী সুরক্ষার কথা মাথায় রেখে অপরাজিতা বিল আনেন। কিন্তু এত কিছু পরেও ধর্ষণের ঘটনা কমেনি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সোনামুখীর ‘মা-ই-তো কালী’ পুজোর সঙ্গে জড়িয়ে বর্গী দস্যু ভাস্কর পণ্ডিতের নাম, জানুন ইতিহাস

কালীপুজোর আগে বাগনানে জবাব ফুলের গাছে দোয়া প্রকার আক্রমণ, চিন্তায় ফুল চাষিরা

সন্ন্যাসীর আগমনে পবিত্রতা পায় নির্জন রাঙ্গুনি গ্রাম, পুরুলিয়ার এই কালীপুজোর বয়স ৫৩ বছর

৬০০ বছরের নিয়ম ! শুধু প্রদীপের আলোয় পুজো পান মা, কোথায় জানেন?

বনগাঁ পুরসভার পক্ষ থেকে ৭২ ঘণ্টা সময় দেওয়া হল ডেকরেটর্সদের, কিন্তু কেন…

‘কর্মরত শিক্ষকদেরও টেট পাশ হতে হবে’, নির্দেশ পুনর্বিবেচনার আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ