এই মুহূর্তে




ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার উৎসর্গ করলেন মারিয়া কোরিনা

আন্তর্জাতিক ডেস্ক:  একাধিক দেশের যুদ্ধ থামিয়েছেন এই কথা বলে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার দাবি জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু শুক্রবার নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয় ভেনিজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদোকে। নোবেলজয়ী মারিয়া তাঁর নোবেল শান্তি পুরস্কার উৎসর্গ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ।

মাচাদো শুক্রবার তার নোবেল শান্তি পুরস্কার জয়ের প্রতি প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন তিনি এই পুরস্কার ভেনেজুয়েলার “দুঃখী” জনগণ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উৎসর্গ করেছেন। মাচাদো X-তে একটি পোস্টে লিখেছেন, “সমস্ত ভেনেজুয়েলার সংগ্রামের এই স্বীকৃতি (নোবেল পুরস্কার) আমাদের কাজ, স্বাধীনতা জয়ের জন্য একটি উৎসাহ।” তিনি তাঁর আন্তর্জাতিক বন্ধুদের কাছ থেকে অব্যাহতভাবে পাওয়া সমর্থনের বিষয়েও আশা প্রকাশ করেছেন। বলেছেন, “আমরা বিজয়ের দ্বারপ্রান্তে রয়েছি এবং আজ, আগের চেয়েও বেশি, আমরা স্বাধীনতা ও গণতন্ত্র অর্জনের জন্য আমাদের প্রধান মিত্র হিসেবে রাষ্ট্রপতি ট্রাম্প, মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ, ল্যাটিন আমেরিকার জনগণ এবং বিশ্বের গণতান্ত্রিক দেশগুলির উপর নির্ভর করি।” এর পরেও মাচাদো এই পুরষ্কারটি তাঁর সহ-নাগরিকদের উদ্দেশ্যে উৎসর্গ করেছেন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। বলেছেন, “আমি এই পুরষ্কার ভেনেজুয়েলার দুর্দশাগ্রস্ত জনগণ এবং আমাদের লক্ষ্যে তার দৃঢ় সমর্থনের জন্য রাষ্ট্রপতি ট্রাম্পকে উৎসর্গ করছি!”

প্রসঙ্গত, ২০২৪ সালে রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোর জয়ী রাষ্ট্রপতি নির্বাচনে মাচাদোকে প্রতিদ্বন্দ্বিতা করতে বাধা দেওয়া হয়, তবে আন্তর্জাতিকভাবে এই নির্বাচনকে অবাধ বা সুষ্ঠু নয় বলে ব্যাপকভাবে প্রত্যাখ্যান করা হয়েছিল। সেই নির্বাচনের পর থেকে তিনি মূলত আত্মগোপনে ছিলেন। নোবেল কমিটি পুরষ্কার ঘোষণার সময় মাচাদোকে “শান্তির সাহসী এবং নিবেদিতপ্রাণ সমর্থক” হিসেবে বর্ণনা করেছিল, যিনি “ক্রমবর্ধমান অন্ধকারের মধ্যে গণতন্ত্রের শিখা জ্বালিয়ে রাখেন” যা ভেনেজুয়েলায় কর্তৃত্ববাদী শাসন প্রতিরোধ এবং গণতান্ত্রিক সংস্কার প্রচারে তার প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ। অন্যদিকে ট্রাম্প নোবেন না পাওয়ার পরেই হোয়াইট হাউস প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, নোবেল কমিটি “প্রমাণ করেছে যে তারা শান্তির চেয়ে রাজনীতিকে বেশি গুরুত্ব দেয়।”

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দীর্ঘ দু’বছর পর প্রথম মৃত্যুভয় ও বোমা-ড্রোনের শব্দ ছাড়া কাটল গাজাবাসীর প্রথম রাত

রক্তাক্ত পাকিস্তান, পুলিশের গুলিতে নিহত ১১

চিনের উপরে অতিরিক্ত ১০০% শুল্ক চাপালেন ট্রাম্প, দিলেন ব্যাখ্যাও

‘আফগান মাটি কোনও দেশের বিরুদ্ধে ব্যবহার করা হবে না’, ভারতকে আশ্বাস মুত্তাকির

ট্রাম্পের হাতের পুতুল মুনির-শাহবাজ! প্রতিবাদে বিক্ষোভ পাকিস্তানে, সহিংস ইসলামাবাদে মৃত ২

স্বপ্নভঙ্গ ট্রাম্পের, শান্তিতে নোবেল পেলেন কে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ