এই মুহূর্তে




আজারবাইজানের বিরুদ্ধে ফ্রান্সের জয়, টানা ১০ ম্যাচে গোল এমবাপ্পের

নিজস্ব প্রতিনিধি: কিলিয়ান এমবাপ্পে ফুটবল দুনিয়ায় অন্যতম সেরা নাম। তাঁর গোল স্কোরিং অব্যাহত। টানা ১০টি ম্যাচে গোল করে রিয়াল মাদ্রিদের ছন্দ জাতীয় দলেও ধরে রাখলেন তিনি। বিশ্বকাপ বাছাইয়ে আজারবাইজানের বিপক্ষে ফ্রান্সের ৩-০ গোলের জয়ে এমবাপ্পের কাছ থেকে আসে প্রথম গোল।

পার্ক দি প্রিন্সেসে প্রথমার্ধের অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে এমবাপ্পে তার স্বভাবসুলভ দারুণ একক প্রচেষ্টায় গোল করেন। রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড মাঝমাঠ থেকে বল নিয়ে একাই ড্রিবল করে আজারবাইজানের ছয়জন ডিফেন্ডারকে কাটিয়ে নিচু শটে বল জালে পাঠান। এই ফরোয়ার্ড অলিভার জিঁরু যিনি ফ্রান্সের হয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় রয়েছেন তাঁর আরও একটি কাছে পৌঁছে গেলেন। এমবাপ্পের গোল বর্তমানে ৯৩ ম্যাচে ৫৩টি। ১৩৭ ম্যাচে ৫৭ গোল নিয়ে সবার ওপরে রয়েছেন জিঁরু। তাকে ছুঁতে এমবাপ্পের লাগবে আর ৪ গোল। ম্যাচ শেষে এমবাপ্পে বলেন, ‘ফ্রান্সের জার্সি পরে গোল করা সবসময় বিশেষ কিছু। আমি শুধু জিততে ও দলকে এগিয়ে নিতে চাই।’

অন্যদিকে দ্বিতীয়ার্ধে আদ্রিয়ান রাবিও এমবাপ্পকে ক্রসে হেড করে ব্যবধান দ্বিগুণ করেন (৬৯ মিনিটে)। শেষদিকে ফ্রান্সের জয় নিশ্চিত করেন নামা ফ্লোরিয়ান থাভাঁ। তিনি ৮৪ মিনিটে দারুণ এক শটে গোল করে । এই জয়ের পর ফ্রান্স গ্রুপ ডি-র শীর্ষে তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে অপরাজিত রয়েছে। দ্বিতীয়ে রয়েছে ইউক্রেন যাদের ৩ ম্যাচে রয়েছে ৪ পয়েন্ট। তারা গ্রুপের অন্য ম্যাচে আইসল্যান্ডকে ৫-৩ গোলে হারিয়েছে। আগামী সোমবার রাতে ফ্রান্স যদি আইসল্যান্ডের বিরুদ্ধে জেতে এবং ইউক্রেন আজারবাইজানকে হারাতে ব্যর্থ হয়, তাহলে দিদিয়ের দেশমের দল নিশ্চিত করবে ২০২৬ বিশ্বকাপে জায়গা ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সেঞ্চুরি হাঁকিয়ে ইতিহাসে ঠাঁই শুভমনের! WTC-তে ভাঙলেন রোহিত শর্মার রেকর্ড, ছুঁলেন কোহলিকে

শুভমন যেন ‘অশ্বমেধ ঘোড়া’! অধিনায়ক হিসেবে ঘরের মাঠে প্রথম টেস্ট সেঞ্চুরি হাঁকালেন গিল

এশিয়া কাপের ট্রফি বিতর্ক! নকভিকে গদি ছাড়া করতে কোমর বেঁধে ঝাঁপাচ্ছে BCCI

জিওভানির গোলে ভেনেজুয়েলাকে পরাজিত করে জয়ের সরণীতে আর্জেন্টিনা

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শতরান যশস্বীর, গড়লেন নয়া মাইলফলক

প্রকাশ্যে IPL ২০২৬ নিলামের দিনক্ষণ, এই তারিখের মধ্যে দল গোছাতে হবে ফ্র্যাঞ্চাইজিদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ