এই মুহূর্তে




স্বামী জাহিরের সঙ্গে প্রথমবার মসজিদে গিয়ে উচ্ছ্বসিত সোনাক্ষী, তবে কী ধর্ম বদলে ফেললেন?

নিজস্ব প্রতিনিধি: ইসলাম ধর্মাবলম্বী জাহির ইকবালকে বিয়ে করেছেন সোনাক্ষী সিনহা। ২০২৩ সালে বিশেষ আইনী মতে এমং অন্তরঙ্গ অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের বিয়ে হয়। জাহিরের সঙ্গে প্রায় ৭ বছর সম্পর্কে ছিলেন ‘দাবাং’ অভিনেত্রী। তবে হিন্দু হয়ে অভিনেত্রীর মুসলিমকে বিয়ের সিদ্ধান্ত অনেকেই মেনে নিতে পারেনি। তাঁর অনেক ভক্ত সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ জানিয়ে ছিলেন। তবে বিতর্কে কান না দিয়ে জাহিরকে নিয়ে দিব্য সংসার করছেন সোনাক্ষী সিনহা। এখন তো আবার অভিনেত্রীর প্রেগন্যান্সির গুজবও উঠেছে। তবে বর্তমানে বলিউডের অন্যতম প্রিয় দম্পতি তাঁরা। বিয়ের পরেও তারা বন্ধুর মতো আচরণ করেন পরস্পরের সঙ্গে। পাশাপাশি এই দম্পতি সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয়। জহির এবং সোনাক্ষীর ভিডিও ভক্তদের বিনোদন দেয়। আবার, তারা ভক্ত দের হাসির কারণও। তবে বিয়ের পর স্বামীর ধর্মের জন্যে ধর্মান্তরিত হননি অভিনেত্রী।

হিন্দু স্ত্রীর মতো শাখা পলা সিঁদুর পরেন। আর জাহিরের বাড়ির লোকজনও তা মেনে নিয়েছে। যদিও অভিনেত্রী তাঁর স্বামীর ধর্মও পালন করেন। মসজিদে যান, ঈদ উদযাপন করেন। অন্যদিকে জাহিরও সোনাক্ষীর ধর্মকে সম্মান করেন। তবে সোনাক্ষী সম্প্রতি একটি নতুন ভ্লগ শেয়ার করেছেন। যেখানে জহির তার ধর্মান্তরের উপর একটি মজার প্রতিক্রিয়া দিয়েছেন। বর্তমানে জাহির এবং সোনাক্ষী আবুধাবিতে রয়েছেন। সেখান থেকেই একটি ভ্লগ শেয়ার করে সোনাক্ষী জানিয়েছেন, “আজ আমরা আবুধাবিতে আছি। এই ভ্রমণটি একটু বিশেষ এবং উত্তেজনাপূর্ণ হতে চলেছে। আবুধাবি ট্যুরিজম আমাদের এই জায়গার সৌন্দর্য দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছে। আমাদের জন্য খুব ভাল ব্যবস্থা করেছে। তবে আবুধাবিতে এসে আমি খুবই উত্তেজিত। এটি আমার প্রথমবারের মতো মসজিদ পরিদর্শন। আমি মন্দির এবং গির্জা পরিদর্শন করেছি, কিন্তু আমি কখনও মসজিদে যাইনি।”

আর সোনাক্ষীর এই কথা শুনে জহির মজার প্রতিক্রিয়ায় বলেন, “আমি স্পষ্ট করে বলতে চাই, আমি তাকে ধর্মান্তরিত করার জন্য সেখানে নিয়ে যাচ্ছি না। আপনারা যেন এটা ভাববেন না। আমরা কেবল একটি সুন্দর জায়গা দেখতে যাচ্ছি। ঠিক যেমন আমরা মন্দির বা গির্জা পরিদর্শন করি, আমরা মসজিদ দেখতে যাচ্ছি।” জহিরের মন্তব্যের প্রতিক্রিয়ায় সোনাক্ষী বলেন, “বিশেষ বিবাহ আইন দীর্ঘজীবী হোক।” সোনাক্ষীর ভ্লগে জহিরের প্রতিক্রিয়া প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই লোকেরা তার প্রশংসায় ভাসতে শুরু করে। ভক্তরা জহিরকে “গ্রিন ফ্ল্যাগ” এবং “সেরা স্বামী” এর মতো ট্যাগ দিচ্ছেন। আবারও, সোনাক্ষী এবং জহির তাদের ভালোবাসার প্রেমে মানুষকে মুগ্ধ করেছেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

স্ত্রীকে পেটানোর মামলায় ২০০ টাকার মুচলেকায় জামিন পেলেন হিরো আলম

শাহরুখের মুকুটে নয়া পালক, দুবাইয়ে বসছে কিং খানের মূর্তি, তৈরি হচ্ছে টাওয়ার

বউকে পেটানোর দায়ে গ্রেফতার বাংলাদেশের চর্চিত নায়ক হিরো আলম

চতুর্থ বিবাহবার্ষিকীতেই সংসারে নতুন সদস্যের আগমন, বাবা-মা হলেন রাজকুমার-পত্রলেখা

জামাইবাবুকে বিয়ে, প্রথম সাক্ষাতেই ধর্মেন্দ্রর প্রেমে পড়েন, রহস্যে মোড়া কামিনী কৌশলের জীবনী

‘স্বপ্নের মতো লাগছে’, RJD-কে হারিয়ে আলিনগর থেকে জয়ের পথে বিজেপি প্রার্থী মৈথিলী ঠাকুর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ