এই মুহূর্তে




প্রিমিয়ার লিগে দ্রুততম ১০০ গোল করে রেকর্ডবুকে নাম তুললেন আর্লিং হাল্যান্ড

নিজস্ব প্রতিনিধি: নিজস্ব প্রতিনিধি: মঙ্গলবার ফুলহ্যামের বিপক্ষে ৫-৪ গোলে জয় পেয়েছে পেপ গুয়ার্দিওলার দল। ফুলহামের বিপক্ষে নিজেদের মাঠে ম্যানচেস্টার সিটি ম্যাচ জিতে নিয়েছে। এই জয়ের মধ্যে দিয়েই প্রিমিয়ার লিগের ইতিহাসে দ্রুততম ১০০ গোলের রেকর্ড স্থাপন করেছে তারকা স্ট্রাইকার আর্লিং হাল্যান্ড। মাত্র ১১১ ম্যাচে ১০০ গোল করে অ্যালান শিয়ারারের পুরনো রেকর্ড ভেঙে দিয়েছেন। ১২৪ ম্যাচে ইংলিশ কিংবদন্তি অ্যালান শিয়ারার শততম গোল করতে পেরছিলেন। সেই রেকর্ড ছুঁয়ে নতুন রেকর্ড গড়ল হল্যান্ড।

নরওয়ের এই তারকা স্ট্রাইকার বরুশিয়া ডর্টমুন্ড ছেড়ে ম্যান সিটিতে যোগ দেন ২০২২ সালে। এই সাফল্যের পর EPL-এ সবচেয়ে দ্রুত ১০০ গোল করার রেকর্ড বর্তমানে হাল্যান্ডের দখলে গেল। বিরাট এই সাফল্যের পর কোচ পেপ গুয়ার্দিওলা হাল্যান্ডকে প্রশংসায় ভরিয়েছেন। রেকর্ড গড়ে হাল্যান্ড নিজেও উচ্ছ্বসিত। তিনি বলেছেন, “১০০ ক্লাবে যোগ দেওয়া অবশ্যই গর্বের বিষয়। আমি আগেও বলেছি ম্যান সিটিতে খেলা একজন স্ট্রাইকারের অবশ্যই বহু গোল করা উচিত। তবে আজ আমি হ্যাটট্রিক করতে পারতাম। অনুশীলনের মাধ্যমে নিজেকে আরও পরিণত করতে চাই।”

যদিও শিয়ারার এখনও পর্যন্ত সর্বোচ্চ গোলদাতার রেকর্ড ধরে রেখেছেন। করেছেন ২৬০টি গোল। তবে অনেকেই মনে করছেন ২৫ বছর বয়সী হাল্যান্ড এই গোলের সংখ্যা ছোঁয়ার লক্ষ্যে এগিয়ে যাবেন।  এই মৌসুমে ১৫ গোল করে লিগে শীর্ষে থাকা নরওয়েজিয়ান এই খেলোয়াড় দুটি খেলায় ৯৯ গোল করেছিলেন। নিউক্যাসল ইউনাইটেড এবং লিডস ইউনাইটেডের বিপক্ষে সুযোগ হাতছাড়া হয়েছিল। তবে এবার আর সেই ভুল হয়নি। ম্যানচেস্টার সিটিএখনও সিলভারওয়্যারের পিছনে ছুটছে।  ম্যাচ জিতে ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যান সিটি। এক ম্যাচ কম খেলে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আর্সেনাল।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ফের টসে হার, দ্বিতীয় এক দিনের ম্যাচে ব্যাট করতে নামছে ভারত

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বাদ পড়ার সম্ভাবনা গিলের, ঠিক কোন কারণে?

অ্যাশেজ সিরিজের মাঝে শোকের খবর, প্রয়াত ইংল্যান্ডের প্রাক্তন ব্যাটার রবিন স্মিথ

আয়ারল্যান্ডকে গুঁড়িয়ে দিয়ে টি টোয়েন্টি সিরিজ কব্জা লিটনদের

আইরিশদের বিরুদ্ধে ৫ ক্যাচ নিয়ে বিশ্বরেকর্ড গড়লেন তামিম

অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হল বার্সেলোনা অধিনায়ক রোনাল্ড আরাউজোকে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ