এই মুহূর্তে




শহরে ৩ দিনের সফরে পা রেখেই সল্টলেকে কোর কমিটির সঙ্গে বৈঠকে অমিত শাহ

নিজস্ব প্রতিনিধি: সোমবার সন্ধ্যায় তিন দিনের বঙ্গ সফরে কলকাতায় পা রাখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গৌহাটি থেকে কলকাতা বিমানবন্দরে পৌঁছে নিজের গাড়িতে তুলে নেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্যকে। সেখান থেকে সল্টলেকে জিডি ব্লকে ২৭ নম্বর বিজেপির দলীয় কার্যালয়ে পৌছান অমিত শাহ(Amit Sha)। সেখানে পৌঁছেই তিনি কোর কমিটির সঙ্গে বৈঠকে বসেন। সেই বৈঠকে উপস্থিত ছিলেন সুনীল বনশাল, ভূপেন্দ্র যাদব, শুভেন্দু অধিকারী, শমিক ভট্টাচার্য সুকান্ত মজুমদার, নিশীথ প্রামাণিক, বিপ্লব দেব প্রমূখ। আগামী বছর বিধানসভা নির্বাচন রাজ্যে। তার রণকৌশল ঠিক করতে এবং বর্তমানে এস আই আর প্রক্রিয়া যে চলছে তার পরিপেক্ষিতে দলের আগামী রাজনৈতিক দিশা কি হবে তা নিয়ে বিস্তারিত এই বৈঠকে আলোচনা হওয়ার কথা। দফায় দফায় সল্টলেকে বিজেপির কার্যালয়ে এই বৈঠক চলবে রাত নটা কুড়ি মিনিট পর্যন্ত। এরপর সেখান থেকে বেরিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাত সাড়ে ন’টার সময় পৌঁছবেন ইকো পার্ক নিউটাউন সংলগ্ন একটি বেসরকারি পাঁচ তারা হোটেলে। সেখানে তিনি রাত্রি বাস করবেন।

মঙ্গলবার সকাল ১১ টা বেজে ৫০ মিনিট নাগাদ ওই হোটেল থেকে বের হয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যাবেন অপর একটি হোটেলে। সেখানে দলের মণ্ডল সভাপতি সহ সকলের সঙ্গে তিনি দফায় দফায় বৈঠক করবেন দিনভর। এদিন তিনি ওই হোটেলে কলকাতার সাংবাদিকদের মুখোমুখি হতে পারেন।বিকেল সাড়ে চারটে নাগাদ ওই হোটেল থেকে বের হয়ে তিনি যাবেন উত্তর কলকাতার মানিকতলায় (Manicktala)অভেদা নন্দ রোডে। সেখানে সন্ধ্যা সাড়ে ছটা পর্যন্ত তিনি আরএসএসের প্রবন্ধকদের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করবেন। এরপর সেখান থেকে তিনি ফিরে আসবেন ফের নিউটাউনের পাঁচ তারা হোটেলে। মঙ্গলবার সেখানে রাত্রি বাস করার পর বুধবার সকালে তিনি বের হবেন ওই হোটেল থেকে সকাল ১০ টা বেজে পঞ্চান্ন মিনিট নাগাদ। সেখান থেকে বেরিয়ে তার যাওয়ার কথা কলকাতার ইস্কন মন্দিরে(Isckon Temple) এবং উত্তর কলকাতার ঠনঠনিয়া কালীমন্দিরে। এরপর বুধবারই তার কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়াম (Science City Auditoriam)একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কর্মসূচি আছে।

ওই অনুষ্ঠানের শেষে বুধবার বিকেল তিনটে বেজে কুড়ি মিনিট নাগাদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনদিনের সফর সেরে বঙ্গীয় বিজেপি ব্রিগেডকে আগামী বিধানসভা নির্বাচনের জন্য উপযুক্ত বার্তা দিয়ে। রওনা দেবেন কলকাতা বিমানবন্দরের উদ্দেশ্যে। সেখান থেকে তিনি সেনাবাহিনীর বিশেষ বিমানে রওনা দেবেন বর্ষশেষের সন্ধ্যায় দিল্লির পথে। বর্ষ শেষের আগে তিন দিনের এই বঙ্গ সফরে এসে বঙ্গ বিজেপি ব্রিগেডকে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা ঠিক করে দিতে বিভিন্ন টিপস দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই তিন দিনের বঙ্গ সফরকে বিশেষ আমল দিচ্ছে না রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, সামনে নির্বাচন ডেলি প্যাসেঞ্জারি শুরু হবে। এটা জানা কথা। বিগত বিধানসভা নির্বাচনেও একই ঘটনা ঘটেছে। কিন্তু ভোট বাক্সে তার প্রতিফলন ঘটেনি। কিন্তু বঙ্গ বিজেপির দাবি এবার বিধানসভা নির্বাচনে এক চুল জায়গা ছাড়তে নারাজ গেরুয়া শিবির। বঙ্গ সফরে এসে সেটাই বুঝিয়ে দিতে চাইছেন বিজেপির চাণক্য অমিত শাহ।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

দক্ষিণবঙ্গে হাড়কাঁপানো ঠাণ্ডা, বছর শেষে আর কতটা নামবে তাপমাত্রা?

কলকাতায় মেঘলা আকাশ , হালকা কুয়াশা আর কনকনে ঠান্ডা আপাতত ৪৮ ঘণ্টা ব্যাটিং করবে

বর্ষবরণের রাতে ঘরে ফেরার চিন্তা দূর করতে অতিরিক্ত মেট্রো চলবে শহরে

অন্তঃস্বত্তা মহিলা ও ৮৫ ঊর্ধ্ব সহ অসুস্থদের ডাকা যাবে না শুনানিতে , নির্দেশ কমিশনের

ময়দান স্টেশনে আপ লাইনে মেট্রোর সামনে ঝাঁপ, ব্যাহত পরিষেবা

গায়ে জ্বর নিয়েই ‘দুর্গা অঙ্গন’ শিলান্যাস অনুষ্ঠানে গেয়ে মুখ্যমন্ত্রীর প্রশংসা কুড়োলেন ইমন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ