এই মুহূর্তে

বারাসতের দু’জনের দেহে শনাক্ত নিপা ভাইরাস, সতর্ক থাকার পরামর্শ মুখ্যসচিবের

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে দু’জনের নিপা ভাইরাস আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। রাজ্যের মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী জানিয়েছেন আক্রান্ত দুজনের বাড়ি উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসতে (Barasat)। সোমবার সকালে রাজ্য সরকারের তরফে ওই দুই আক্রান্তের ওপর নজরদারি করতে টিম পাঠানো হয়েছে। যে এলাকায় আক্রান্তদের বাড়ি, সেই এলাকায় নজরদারি শুরু হয়েছে। মুখ্যমন্ত্রীর নিজে মনিটরিং করছেন গোটা বিষয়টি। রাজ্যের মুখ্য সচিব আরো বলেন এই ভাইরাস বাদুড় (Bat) থেকেই আসে।

তাই বাদুর যা খায় সেগুলোর বিষয়ে সাধারণ মানুষকে সচেতন থাকতে হবে। মুখ্য সচিব জানিয়েছেন এ বিষয়ে জনচেতনা বাড়াতে বিশেষ হেল্পলাইন (Help Line) খোলা হয়েছে। সংশ্লিষ্ট নম্বরগুলি হল ০৩৩২৩৩০১৮০ ও ৯৮৭৪৭০ ৮৮৫৮। এই বিষয়ে ইতিমধ্যে কন্ট্রাক্ট ট্রেসিং এর কাজ শুরু হয়েছে। ওই দুই আক্রান্ত পূর্ব বর্ধমানে গিয়েছিলেন। দুজন নার্সের এই রোগ ধরা পড়েছে। গোটা পরিস্থিতির ওপর গুরুত্ব দিয়ে নজরদারি চালানো হচ্ছে। বাদুড় যা খায় তার থেকে সাধারণ মানুষকে সাবধান থাকার পরামর্শ মুখ্যসচিব (CS) নন্দিনী চক্রবর্তীর।

সাধারণ মানুষের মধ্যে এই ধরনের ভাইরাস আটকানোর জন্য সচেতনতার প্রয়োজন। তার জন্য রাজ্য সরকার প্রচার পর্ব আরো জোরদার করছে। যাতে সাধারণ মানুষ এই ভাইরাসে আক্রান্ত না হয়।কিভাবে বাদুর থেকে সাবধান থাকতে হবে? কি কি সাবধানতা অবলম্বন করতে হবে ?এই রোগের লক্ষণ কি কি এবং এই ভাইরাসে আক্রান্ত হলে তৎক্ষণাৎ কি কি ব্যবস্থা গ্রহণ করতে হবে সবটাই প্রচারের মধ্যে আনা হচ্ছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বাঁকুড়ায় বিজেপির চক্রান্ত ফাঁস, আটক গাড়ি, উদ্ধার চার হাজার ফর্ম ৭

‘‌বহিরাগত দিয়ে ভোট করিয়ে বাংলা দখলের ছক কষা হয়েছে’‌, নবান্ন থেকে কমিশন–বিজেপিকে তোপ মমতার

SIR সংক্রান্ত একাধিকবার নোটিশ, প্রতিবাদে পাঁশকুড়ায় রাজ্য সড়ক অবরোধ ভোটারদের

‘‌মোদি–শাহের সরকার ভোটাধিকার কেড়ে নিতে চেয়েছে’‌, ‘মৃত’ ১০ জনকে মঞ্চে এনে তোপ অভিষেকের

কলকাতার এন্টালি থেকে গোটা দেশে পাচার ও মাদক তৈরির কিং পিন গ্রেফতার

‘‌কোচবিহার থেকে বিজেপিকে উপড়ে ফেলা সময়ের অপেক্ষা’‌, চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ