এই মুহূর্তে

মুম্বইয়ের রাস্তায় ৫০ লাখের ‘টেসলা সাইবারট্রাক’ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন সঞ্জয় দত্ত, কিনলেন নাকি?

নিজস্ব প্রতিনিধি: কেরিয়ারে নাম করছেন আর সম্পত্তি বাড়াচ্ছেন বলিউড তারকারা। কেউ জমি-বাড়ি কিনছেন, কেউ রিসোর্ট কিনছেন আবার কেউ গাড়ি কিনছেন। তবে হ্যাঁ, তারকাদের গাড়ির খবর সবসময় শিরোনামে থাকে। বলিউডের অনেক তারকার গ্যারেজে এমন এমন গাড়ির কালেকশন রয়েছে, যা দেশে হয়তো হাতেগোনা কয়েকজনেরই আছে। এবার নিজের গ্যারেজে আরও এক বিলাসবহুল গাড়ি যোগ করলেন প্রবীণ অভিনেতা সঞ্জয় দত্ত। সম্প্রতি নিজেকে ৫০ লাখের টেসলা গাড়ি উপহার দিয়েছেন সঞ্জয় দত্ত। সম্প্রতি মুম্বইয়ে অভিনেতাকে ইলেকট্রিক পিকআপ ট্রাকটি নিয়ে ঘুরে বেড়াতেও দেখা গিয়েছে।

 

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে বেশ কয়েকটি ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, সঞ্জয় এই অসাধারণ চেহারার গাড়িটি নিজে চালিয়ে শুটিং সেটে আসছেন। যা ভারতের রাস্তায় টেসলা সাইবারট্রাক নিয়ে ঘোরার দৃশ্যগুলির মধ্যে একটি। যদিও এখনও সাইবারট্রাকটি ভারতে বিক্রির জন্য চালু করেনি টেসলা, তবুও অল্প সংখ্যক গাড়ি ব্যক্তিগত আমদানির মাধ্যমে দেশে এসেছে। যার মধ্যে একটি কিনেছেন সঞ্জয় দত্ত। তাই তাঁর এই ধরণের উপস্থিতি বিরল। টেসলা সাইবারট্রাক অপ্রচলিত এবং বিরল নকশার জন্য পরিচিত, যা স্টেইনলেস স্টিলের বহির্ভাগ দিয়ে তৈরি। এটি সম্পূর্ণ বৈদ্যুতিক পিকআপ ট্রাক। এতে স্টিয়ার-বাই-ওয়্যার প্রযুক্তি, চালচলন উন্নত করার জন্য রিয়ার-হুইল স্টিয়ারিং, বৃহৎ টাচস্ক্রিন ডিসপ্লে এবং উচ্চ-ক্ষমতার পাওয়ার আউটলেটের মতো উন্নত বৈশিষ্ট্য রয়েছে।

 

 

View this post on Instagram

 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

বেশ কয়েকটি ওয়েবসাইটের মতে, গাড়িটি শক্তিশালী মাইলেজ দেবে। যার মধ্যে রয়েছে দ্রুত ত্বরণ এবং চিত্তাকর্ষক টোয়িং ক্ষমতা রয়েছে। সাইবারট্রাকটি অস্বাভাবিক ড্রাইভিং অভিজ্ঞতা দেবে। তাই এটিকে টেসলার সবচেয়ে আলোচিত যানবাহনগুলির মধ্যে একটি করে তুলেছে। আন্তর্জাতিকভাবে, টেসলার এই সাইবারট্রাকের দাম মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় ৮০,০০০ ডলার। যার উচ্চতর ভেরিয়েন্টের দাম বেশি। ভারতে, এর দাম প্রায় ৫০.৭০ লক্ষ টাকা (এক্স-শোরুম) নির্ধারণ করা হয়েছে। এদিকে সঞ্জয় দত্তকে শেষবার প্রভাস অভিনীত ‘দ্য রাজা সাব’ ছবিতে দেখা গিয়েছে। ছবিতে মালবিকা মোহনন, ঋদ্ধি কুমার, নিধি আগরওয়াল, বোমান ইরানি, জারিনা ওহাব এবং অন্যান্যরা অভিনয় করেছিলেন। সঞ্জয় এখন তাঁর ‘ধুরন্ধর’-এর সাফল্য উপভোগ করছেন, যেখানে রণবীর সিংহ মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

টলিপাড়ায় বিয়ের মরসুমে কি আলাদা পথে নবনীতা? জানালেন নিজের সিদ্ধান্ত

‘পুরোটাই গুজব!’ ম্রুণাল-ধনুশের বিয়ের খবরে জল ঢাললেন তারকা যুগলের টিম

কেকে লেখা ‘সারায়ার প্রিয় মানুষ’, গান গেয়ে সিদ্ধার্থের ৪১ তম জন্মদিন উদযাপন কিয়ারার

‘চলো একসঙ্গে সময় কাটাই’, নেটপ্রভাবীকে কুপ্রস্তাব, ফের বিতর্কে ‘বিগবস’-খ্যাত আজাজ খান

রোমান্টিক মুডে ‘ও রোমিও’, প্রথম গানেই দর্শকদের মন জয়

৭০ হাজার টাকা হোন্ডা সিটি কিনে লাখ টাকার জরিমানা, মাথায় হাত পড়ুয়ার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ