এই মুহূর্তে

পশ্চিম মেদিনীপুরে ১৫-০ টার্গেট বেঁধে দিলেন অভিষেক

নিজস্ব প্রতিনিধি, গড়বেতা :  ভোটের আগে জেলা সফরের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থেকে ১৫-০ টার্গেট বেঁধে দিলেন তিনি। শুক্রবার সেখানে জনসভায় তিনি বলেন, গতবারের মতো পশ্চিম মেদিনীপুরে আর ১৩-২ নয়, ১৫-০ করতে হবে। এক সময় সিপিএম বাংলার মানুষকে ভীত সন্ত্রস্ত করেছে। জল বন্ধ করে দেওয়া থেকে শুরু করে ঘরে আগুন লাগিয়ে দেওয়ার মত ঘটনা ঘটেছে।

অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন, সিবিআই থেকে বাঁচতে অমিত শাহের পদলেহন করে বিজেপিতে গিয়েছে। নিচে সিপিএমের হার্মাদ, ওপরে বিজেপির গদ্দার। পশ্চিম মেদিনীপুরের এটাই বিরোধী মডেল। শুধু জার্সিটা বদলেছে। কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে কটাক্ষ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাড়ির টাকা, জলের টাকা, রাস্তার টাকা আটকে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন। তিনি আরো বলেছেন SIR প্রক্রিয়ায় সময়সীমা ১৫ই জানুয়ারি থেকে বাড়িয়ে ১৯ জানুয়ারি করা হয়েছে। এসআইআর প্রক্রিয়ায় ফের সময় সময় বাড়ানো নিয়ে কমিশনকে নিশানা করেছেন তিনি।

খসড়া তালিকায় মৃত ব্যক্তিদের মঞ্চে তুলে কটাক্ষ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন জ্ঞানেশ কুমারের ছানি অপারেশন করাতে হবে। যোগ্য জবাব মেদিনীপুরের মানুষকে দিতে হবে। যেভাবে মানুষের ওপর অন্যায় অত্যাচার বঞ্চনা হচ্ছে তার উত্তর ভোটের মাধ্যমেই দিতে হবে। বিজেপি কোনও জায়গায় আসন পাওয়া মানেই সিপিএমের হার্মাদদের অক্সিজেন দেওয়া হবে। শেষ মুহূর্তে ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে। বাংলার জন্য নিয়ম এক রকম, গুজরাটের জন্য নিয়ম অন্য। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন ভোটাধিকার কেউ কেড়ে নিতে পারবে না। SIR আতঙ্কে এখনও পর্যন্ত ৮৩ জনের মানুষের মৃত্যু হয়েছে। অনৈতিকভাবে বিএলওদের ওপর চাপ দেওয়া হচ্ছে ।

তৃণমূলের জনকল্যানকর প্রকল্প আটকে দেওয়ার চেষ্টা করেছে বিজেপি। অন্যায়ভাবে ফন্দি করে কিছু আটকানো যাবে না। এই মাটি ব্রিটিশদের তাড়িয়েছিল। মোদি-শাহ কিছুই নয়। ব্রিটিশদের ভিত নাড়িয়ে দিয়েছিল। তাঁর কথায় এদিন উঠে এসেছে রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুরের কথা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বাড়ির বাইরে রাখা চাবি ব্যবহার করে জমি কেনার টাকা নিয়ে চম্পট চোরের

নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিদ্রোহ, এবার গণ ইস্তফা দিনহাটার বিএলওদের

‘‌সৈকত পরিষ্কার আমাদের অঙ্গীকার’‌, গঙ্গাসাগর ঝাঁটা হাতে সাফাই করলেন ৬ মন্ত্রী

জোর ধাক্কা হুমায়ুনের, জানুয়ারিতে ব্রিগেডে সভার অনুমতি দিল না সেনা

SIR সংক্রান্ত নথি নিতে অমর্ত্যর বাড়িতে হাজির কমিশনের প্রতিনিধিরা

‘উত্তরবঙ্গকে দক্ষিণবঙ্গের সঙ্গে জুড়বে ভলভো বাস’, নতুন বছরে নয়া পরিষেবা চালু মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ