এই মুহূর্তে

অবরোধ উঠল বেলডাঙায়, স্বাভাবিক হয়েছে যান চলাচল, ৫ ঘণ্টা পর জাতীয় সড়ক সচল

নিজস্ব প্রতিনিধি: পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঝাড়খণ্ডে মৃত ফেরিওয়ালার দেহ নিয়ে মুর্শিদাবাদে জাতীয় সড়ক অবরোধ করে গ্রামবাসীরা। বেলডাঙার এক ফেরিওয়ালাকে ঝাড়খণ্ডে মারধর করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ তুলেছে পরিবারের সদস্যরা। এরপরই সেখানে রাস্তা অবরোধ করা হয় এবং রেল অবরোধ করা হয়। তবে অবশেষে পুলিশের সঙ্গে আলোচনার পর সচল হল মুর্শিদাবাদের রেলপথ এবং সড়কপথে যোগাযোগ। কলকাতায় আসার একটি এবং লালগোলা যাওয়ার দুটো ট্রেন মুর্শিদাবাদের বিভিন্ন স্টেশন থেকে ছেড়েছে। স্বাভাবিক হচ্ছে জাতীয় সড়কে যান চলাচল। প্রায় সাড়ে ৫ ঘণ্টা আটকে ছিলেন মানুষজন। পরিযায়ী শ্রমিকের মৃত্যুর জেরে বিক্ষোভে।

এদিকে বৃহস্পতিবার বিহারে ঘর থেকে ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, বাংলার শ্রমিক হওয়ার কারণেই মেরে ঝুলিয়ে দিয়েছে আলাউদ্দিনকে। আর আজ, শুক্রবার সকাল থেকে রেললাইন এবং ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান সাধারণ মানুষ। টানা কয়েক ঘণ্টা অবরোধের জেরে উত্তর এবং দক্ষিণবঙ্গের সমস্ত যোগাযোগ ব্যবস্থা থমকে যায়। তার জেরে নাকাল হতে হয় হন হাজার হাজার যাত্রীকে। এরপর সেখানে যান বহরমপুরের প্রাক্তন সাংসদ তথা কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী। তিনি মৃতের বাড়িতে গিয়েও পরিবারের সঙ্গে কথা বলেছেন।

অন্যদিকে এই ঘটনা নিয়ে রাজ্য–রাজনীতি এখন উত্তাল। কারণ বাংলার পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে এখন তুমুল শোরগোল পড়ে গিয়েছে। কোনও সহানুভূতি দেখায়নি বিরোধী দল বিজেপি। এই পরিস্থিতিতে উত্তেজিত জনতা ভাঙচুর চালায় বেলডাঙার রাস্তায় থাকা ট্রাফিক কিয়স্কে। ভাঙা হয় পুলিশের গাড়ি। ছোড়া ইটের ঘায়ে অন্তত ১২ জন জখম হয়েছেন। এরপর বিক্ষোভকারীদের সঙ্গে দফায় দফায় কথা বলেন মুর্শিদাবাদ পুলিশ জেলার সুপার সানি রাজ এবং জেলাশাসক নীতিন সিংহানিয়া। তারপর বেশ কিছুক্ষণের আলোচনার পরে বিক্ষোভ প্রত্যাহার করেন বিক্ষোভকারীরা।

এছাড়া এই পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে শিয়ালদহ–লালগোলা শাখার মহেশপুরে রেললাইনে বাঁশ ফেলে বসে পড়েন কয়েক শো মানুষ। আপ ও ডাউন লাইনে থমকে যায় হাজারিকা এক্সপ্রেস–সহ একের পর এক লোকাল ট্রেন। ১২ নম্বর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ চলছিল। সেখানেও বাস এবং লরি আটকে পড়েছিল। কিন্তু পুলিশের হস্তক্ষেপে অবশেষে জাতীয় সড়কে যানবাহন চলাচল করতে থাকে। তবে বিষয়টি সহজ ছিল না। কারণ পুলিশের সঙ্গেও ধস্তাধস্তি হয়। শেষমেশ অবরোধ তুলে নেওয়া হয়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বাড়ির বাইরে রাখা চাবি ব্যবহার করে জমি কেনার টাকা নিয়ে চম্পট চোরের

নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিদ্রোহ, এবার গণ ইস্তফা দিনহাটার বিএলওদের

‘‌সৈকত পরিষ্কার আমাদের অঙ্গীকার’‌, গঙ্গাসাগর ঝাঁটা হাতে সাফাই করলেন ৬ মন্ত্রী

জোর ধাক্কা হুমায়ুনের, জানুয়ারিতে ব্রিগেডে সভার অনুমতি দিল না সেনা

SIR সংক্রান্ত নথি নিতে অমর্ত্যর বাড়িতে হাজির কমিশনের প্রতিনিধিরা

‘উত্তরবঙ্গকে দক্ষিণবঙ্গের সঙ্গে জুড়বে ভলভো বাস’, নতুন বছরে নয়া পরিষেবা চালু মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ