এই মুহূর্তে

৯ রানে নিলেন ৫ উইকেট, বিপিএলে রেকর্ড গড়লেন শরীফুল

নিজস্ব প্রতিনিধি: নানা জটিলতার অবসার ঘটিয়ে অবশেষে শুরু হয় বিপিএলের ঢাকা পর্বের খেলা। সেই খেলাতেই চট্টগ্রাম রয়্যালসের পেসার শরীফুল ইসলাম বিধ্বংসী বোলিং করেছেন। শরীফুলের বোলিংয়ের দাপটে ১২৬ রানে অলআউট হয়ে গিয়েছে নোয়াখালী এক্সপ্রেস। সবথেকে বেশি নজর কেড়েছে শরীফুলের  ৯ রান দিয়ে   ৫ উইকেট নেওয়ার ঘটনা। 

শুক্রবার (১৬ জানুয়ারি) একদিন বিরতি নিয়ে বিপিএল মাঠে নামে চট্টগ্রাম রয়্যালস। এদিন দিনে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন চট্টগ্রামের অধিনায়ক শেখ মাহেদি হাসান। ব্যাটিংয় করতে নেমেই ঝড় তোলে নোয়াখালী। মাত্র ৩ ওভারের উদ্বোধনী জুটি ৩৪ রান করে। কিন্তু হায়দার আলীর দলের এই রানের ধারা বেশিক্ষণ বজায় থাকেনি। ৩৪ রানে ওপেনার জুটি ভাঙার পর ৪৯ রানে দুই উইকেট হারায় নোয়াখালী। ১৪ রান করে মাহেদির বলে আউট হন সৌম্য। হাসান ইশাখিল ২৫ রান করে শরিফুলের প্রথম শিকার হন। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ৩ ওভার ৫ বলে মাত্র ৯ রান দিয়ে ৫ উইকেট শিকার করেন শরীফুল। দলের ৭৮ রানে মাহেদির বলে আউট হন নোয়াখালীর অধিনায়ক হায়দার আলী। তখন তৃতীয় উইকেটের পতন হয়। এরপর আরও ৩ উইকেট হারিয়ে ৯১ রানে পতন হয় মোট ৬ উইকেটের। ২৩ রান করে জাকের আলীকে আউট করেন আমের জামাল। ১ রান করে রান আউট হয় মুনিম শাহরিয়ার। ১১ রান করে ফেরেন হাবিবুর রহমান সোহান।

আরও পড়ুন: লিস্ট এ ক্রিকেটে দ্রুততম ১০০০ রানের রেকর্ড করা আমান মোখাদেকে চেনেন?

শরীফুলের করা এই রেকর্ডটি আগে দখলে ছিল আবু হায়দার রনির। ২০১৪ সালে ফরচুন বরিশালের বিপক্ষে রংপুরের হয়ে ১২ রান দিয়ে ৫ উইকেট নিয়েছিলেন। অন্যদিকে এই রেকর্ড ছিল বিপিএলের ইতিহাসে সেরা বোলিং তারকা তাসকিন আহমেদের দখলে। গত বছর দুর্বার রাজশাহীর হয়ে ১৯ রানে ৭ উইকেট নিয়েছিলেন তিনি। এদিন নোয়াখালীর হয়ে কোনো ব্যাটার বড় রান করতে পারেননি। দলের হয়ে সর্বোচ্চ ২৫ রান করেছেন হাসান ইসাখিল। তাছাড়াও ২৩ রান করেছেন জাকের আলী অনিক। চট্টগ্রামের স্পিনার মেহেদী হাসান ১২ রানে ৩ উইকেট নিয়েছেন । 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে দলে ফিরলেন শ্রেয়স আইয়ার

ভারতের মাটিতে খেলতে বাংলাদেশকে রাজি করাতে শনিবার ঢাকায় আইসিসির প্রতিনিধি

এক বছর আগেই ফুটবল ছেড়ে দিতে চেয়েছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই ফুটবলার, কেন?

ইতিহাস গড়লেন ডেভিড ওয়ার্নার, ভাঙলেন বিরাট কোহলির সেঞ্চুরির রেকর্ড

মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন জঙ্গিদের গুলি থেকে রক্ষা পাওয়া এই ক্রিকেটার

মেয়েদের প্রিমিয়ার লিগে ঝড় তোলা লাস্যময়ী সঞ্চালিকা ইয়াশা সাগর কে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ