এই মুহূর্তে

টলিপাড়ায় বিয়ের মরসুমে কি আলাদা পথে নবনীতা? জানালেন নিজের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিনিধি: বেশ কিছুদিন ধরেই অভিনয় জগতে ঝলমলে দুনিয়া থেকে খানিকটা আড়ালে অভিনেত্রী নবনীতা দাস। ছোট পর্দায় তাকে নিয়মিত দেখা না গেলেও সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি। কখনো বিচের ধারে ছুটি কাটানোর মুহূর্ত, কখনো পাহাড়ের কোলে নিরিবিলি সময় কাটাতে দেখা গিয়েছে তাঁকে। গত কয়েক মাসে নিজের নানা ভ্রমণ অভিজ্ঞতার ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন নবনীতা। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, অভিনয় থেকে দূরে গিয়ে কী নিয়ে এখন ব্যস্ত তিনি ?

এদিকে টলিপাড়ায় এখন বিয়ের মরসুম। একের পর এক তারকার জীবনে নতুন অধ্যায়ের খবর সামনে আসছে। সেই আবহে নবনীতার ব্যক্তিগত জীবন নিয়েও কৌতূহল তৈরি হয়েছে। তবে বিয়ের প্রসঙ্গ উঠতেই অকপট অভিনেত্রী। অভিনেত্রী জানান, আপাতত বিয়ে নিয়ে কোনো পরিকল্পনা নেই তাঁর। জীবনে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি নিজেকে যাচাই করতে চান। হঠাৎ করে এগিয়ে গিয়ে আবার পুরোনো জায়গায় ফিরে আসার অভিজ্ঞতা তাঁর হয়েছে। তাই বিয়ের মত গুরুত্বপূর্ণ বিষয় নিয় এখনই কোনো মন্তব্য করেতে নারাজ তিনি।

আরও পড়ুন: কেকে লেখা ‘সারায়ার প্রিয় মানুষ’, গান গেয়ে সিদ্ধার্থের ৪১ তম জন্মদিন উদযাপন কিয়ারার

তবে অভিনয় থেকে দূরে থাকার সিদ্ধান্ত একেবারেই যে অনিচ্ছাকৃত তা নয়। নবনীতা জানিয়েছেন, ইচ্ছাকৃত ভাবেই কিছু সময়ের জন্য অভিনয় থেকে বিরতি নিয়েছেন। কাজ বেছে নিতে চান, নিজের মতো করে এগোতে চান তিনি। পাশাপাশি বেঙ্গালুরুতে বন্ধুদের সঙ্গে একটি ব্যবসায়িক উদ্যোগেও যুক্ত রয়েছেন অভিনেত্রী। সেই কাজের সূত্রেই তাঁকে নিয়মিত যাতায়াত করতে হচ্ছে শহরের বাইরে।

সব মিলিয়ে এখন নিজেকে নানা দিক থেকে গুছিয়ে নেওয়ার সময় চলছে অভিনেত্রীর। তবে অভিনয়কে একেবারে বিদায় জানাবেন না তিনি। ভালো চরিত্র, মানসম্মত কাজের প্রস্তাব এলে তিনি ফের পর্দায় ফিরতে চান বলে জানিয়েছেন। আপাতত নিজের মতো করে জীবন উপভোগ করে তাঁর প্রধান লক্ষ্য।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘পুরোটাই গুজব!’ ম্রুণাল-ধনুশের বিয়ের খবরে জল ঢাললেন তারকা যুগলের টিম

কেকে লেখা ‘সারায়ার প্রিয় মানুষ’, গান গেয়ে সিদ্ধার্থের ৪১ তম জন্মদিন উদযাপন কিয়ারার

‘চলো একসঙ্গে সময় কাটাই’, নেটপ্রভাবীকে কুপ্রস্তাব, ফের বিতর্কে ‘বিগবস’-খ্যাত আজাজ খান

রোমান্টিক মুডে ‘ও রোমিও’, প্রথম গানেই দর্শকদের মন জয়

‘SIR নিয়ে হয়রানি দুঃখজনক’, নোটিস পেয়ে গর্জে উঠলেন মিঠাই

মুম্বইয়ের রাস্তায় ৫০ লাখের ‘টেসলা সাইবারট্রাক’ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন সঞ্জয় দত্ত, কিনলেন নাকি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ