27ºc, Mist
Monday, 27th March, 2023 9:26 am
নিজস্ব প্রতিনিধি, ঢাকা: রাষ্ট্রপতি নির্বাচনের ঢাকে বাদ্যি বেজে গেল। বুধবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে আগামী রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্ঘন্ট ঘোষণা করা হয়েছে। ১৯ ফেব্রুয়ারি হবে ভোট। ওই দিন দুপুর দুটো থেকে বিকেল চারটে পর্যন্ত ভোট নেওয়া হবে। ভোটগ্রহণের পরেই গণনা শুরু হবে।
আগামী ২০ এপ্রিল বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদের মেয়াদ শেষ হচ্ছে। টানা দুবার দেশের সাংবিধানিক প্রধান থাকার কারণে তিনি আর ভোটে লড়তে পারবেন না। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার ৯০ থেকে ৬০ দিন আগে নতুন রাষ্ট্রপতি বেছে নেওয়ার প্রক্রিয়া শেষ করতে হবে। বুধবার দেশের প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল জানান, ১২ ফেব্রুয়ারি বিকেল চারটে পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। মনোনয়নপত্র স্ক্রুটিনি করা হবে ১৩ ফেব্রুয়ারি। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১৪ ফেব্রুয়ারি। সংসদ ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৯ ফেব্রুয়ারি দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
যেহেতু সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন তাই দেশের ২২ তম সাংবিধানিক প্রধান যে শাসকদল আওয়ামী লীগের কেউ হবেন তা নিয়ে কোনও সংশয় নেই। বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদের উত্তরসূরি কে হবেন তা নিয়ে শুরু হয়েছে চর্চা। পরবর্তী রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী। তাছাড়া আওয়ামী লীগের প্রবীণ নেতা আমির হোসেন আমু, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের নামও শোনা যাচ্ছে। যদিও রাষ্ট্রপতি পদে প্রার্থী চূড়ান্ত করবেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।