এই মুহূর্তে

‘দিল্লির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করুন’, ইউনূসের ডাকা বৈঠকে দাবি বিএনপি-জামায়াতের

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: হিন্দু নির্যাতন নিয়ে সরব হওয়ায় এবার দিল্লির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে মোল্লা মুহাম্মদ ইউনূসের কাছে দাবি জানাল বিএনপি-জামায়াত ইসলামীর মতো হিন্দু ও ভারত বিদ্বেষী দলগুলির শীর্ষ নেতারা। আজ বুধবার (৪ ডিসেম্বর) ফরেন সার্ভিস আকাদেমিতে দিল্লিকে সবক শেখানোর রাস্তা খুঁজতে ভারত ও হিন্দু বিদ্বেষী দলগুলোর শীর্ষ নেতাদের নিয়ে বৈঠকে বসেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান মোল্লা মুহাম্মদ ‌ইউনূস। ওই বৈঠকেই দিল্লির সঙ্গে কূটনৈতিক ছিন্নের দাবি জানায় বিএনপি-জামায়াত ইসলামী-আমার বাংলাদেশের মতো কট্টর মৌলবাদী দলগুলি। বৈঠক শেষে ইউনূসের আইন উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, ‘ভারতের অপপ্রচারের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ। বেশ কয়েকটি প্রস্তাব এসেছে। দিল্লিকে পরিস্কার জানিয়ে দিতে চাই আগের বাংলাদেশ আর এখনকার বাংলাদেশের মধ্যে আকাশ-পাতাল তফা‍ৎ। বাংলাদেশকে দুর্বল, শক্তিহীন ভাবার কারণ নেই।’

বাংলাদেশে শেখ হাসিনা সরকারের গদি ওল্টানোর পরেই হিন্দুদের ওপরে শুরু হয়েছে বেলাগাম সন্ত্রাস। হিন্দুদের বাড়ি-ঘরে অবাধ লুঠের পাশাপাশি চলছে মন্দিরে হামলা-ভাঙচুর। বিপন্ন হিন্দুদের হয়ে লড়াই করতে গিয়ে রাষ্ট্রদ্রোহের মামলা মাথায় নিয়ে জেলে যেতে হয়েছে ইসকন সন্ন্যাসী তথা চট্টগ্রামের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে। এমনকি তাঁর হয়ে যাতে কোনও আইনজীবী মামলা লড়তে না পারেন, তার জন্য ৭০ জন হিন্দু আইনজীবীর নামে মিথ্যা মামলা দায়ের হয়েছে। এপারে হিন্দুদের উপরে নির্যাতনের প্রতিবাদে ওপারের পশ্চিমবাংলা-ত্রিপুরায় প্রতিবাদে গর্জে উঠেছেন সাধারণ মানুষ। গত সোমবার (২ ডিসেম্বর) আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন কার্যালয়ে বিক্ষোভের নামে হামলা চালায় হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠন। আর ওই ঘটনায় দিল্লির বিরুদ্ধে আস্তিন গুটিয়ে নেমে পড়ে মোল্লা ইউনূসের সরকার। আগরতলা সহকারী দূতাবাস থেকে ভারতীয়দের জন্য ভিসা বন্ধ করে দেওয়া হয়।

কীভাবে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার বদলা নিতে ভারতকে সবক শেখানো যায়, সেই রাস্তা খুঁজতে এদিন ভারত ও হিন্দু বিদ্বেষী দলগুলির সঙ্গে বৈঠকে বসেন মোল্লা ইউনূস। বিকেল সঅড়ে চারটে থেকে সাড়ে ছয়টা পর্যন্ত চলে বৈঠক। বৈঠকে বিএনপির তরফে খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল অংশ নেয়। জামায়াত ইসলামীর তরফে উপস্থিত ছিলেন আমির শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়াররা। বাংলাদেশ ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনুস আহমাদ, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দীন পাটোয়ারী ও সদস্যসচিব আখতার হোসেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি শাহ আলম, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, জাতীয় পার্টির (জাফর) মোস্তফা জামাল হায়দার, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) উপদেষ্টা খালেকুজ্জামান, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও এবি  পার্টির যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান ফুয়াদ বৈঠকে অংশ নেন।এছাড়া ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মামুনুল হক, খেলাফত মজলিসের আবদুল বাসিত আজাদ ও জাহাঙ্গীর হোসেন, জমিয়তে ওলামায়ে ইসলামের আবদুর রব ইউসুফী ও মঞ্জুরুল ইসলাম আফেন্দি, এনপিপির ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মুফতি ফখরুল ইসলাম, এনডিএমের প্রধান তথা কুখ্যাত অস্ত্র ব্যবসায়ী ববি হাজ্জাজ।

বৈঠকের শুরুতে বাংলাদেশ নিয়ে অপপ্রচারের জন্য ভারতের বিরুদ্ধে বিষোদ্বাগার করেন মোল্লা ইউনূস। তার পরে জানতে চান, এই মূহুর্তে তিনটি বিষয়ে কী করণীয়। আগরতলায় সহকারী হাইকমিশন অফিস ভাঙচুর ও পতাকা অবমাননা নিয়ে লী পদক্ষেপ নেওয়া উচিত। ওই সময়েই বিএনপি, জামায়াত ইসলামী, আমরা বাংলাদেশ, গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদের নেতারা স্পষ্ট বলেন, ‘দিল্লির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করুন। মোদি সরকারকে বুঝিয়ে দিন, সাপের ল্যাজে পা দিলে ফল ভাল হয় না।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ঢাকায় প্লট বরাদ্দ নিয়ে এবার হাসিনার বিরুদ্ধে দুর্নীতির মামলা রুজু ইউনূস সরকারের

নিন্দুকদের মুখে ছাই ঢেলে হানিমুনে চুটিয়ে রোমান্স তাহসান-রোজার, ছবি ভাইরাল

বাংলাদেশে ফের সেনার বিশেষ ক্ষমতা বাড়ল ৬০ দিন, মিলল গুলি চালানোর অধিকার

দিল্লিকে লাল চোখ ঢাকার, সীমান্তে বেড়া নির্মাণ নিয়ে ভারতীয় রাষ্ট্রদূতকে তলব ইউনূস সরকারের

‘বিএসএফকে বেড়া নির্মাণ করতে দেওয়া হবে না’, দিল্লিকে খুল্লামখুল্লা চ্যালেঞ্জ ইউনূসের স্বরাষ্ট্র উপদেষ্টার

দীর্ঘদিন ধরে বাংলাদেশের মর্গে ৮ ভারতীয় বন্দির দেহ, তালিকায় বাংলার ১

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর