এই মুহূর্তে




‘হাসিনা জমানার অবসানের পরে মেয়েরা নিরাপত্তাহীনতায় ভুগছে’, বিস্ফোরক স্বীকারোক্তি ইউনূসের নারী উপদেষ্টার




নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শেখ হাসিনা জমানার অবসানের পরে অর্থা‍ৎ জুলাই আন্দোলনের পরে মেয়েরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে স্বীকার করে নিলেন মোল্লা মুহাম্মদ ইউনূস সরকারের নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন মুরশিদ। গত বছরের অগস্টে দেশে রাজনৈতিক পালাবদলের পরে যেভাবে জঙ্গি ও মৌলবাদীরা নখদাঁত বের করে নেমেছে্, তা যে যথেষ্ট উদ্বেগজনক তাও স্বীকার করে নিয়েছেন তিনি। আর খোদ নারী উপদেষ্টার এমন বিস্ফোরক স্বীকারোক্তিতে যথেষ্টই অস্বস্তিতে পড়েছে পাকিস্তানি গুপ্তচর সংস্থার মদতপুষ্ঠ মোল্লা ইউনূসের সরকার।

গত ১৫ বছর প্রধানমন্ত্রী থাকাকালীন মহিলাদের ক্ষমতায়নের উপরে গুরুত্ব দিয়েছিলেন শেখ হাসিনা। সরকারের কঠোর অবস্থানের কারণে ফলে ধর্ষণ থেকে শুরু করে মহিলাদের উপরে নির্যাতনের ঘটনা অনেকাংশে হ্রাস পেয়েছিল। কিন্তু গত ৫ অগস্ট সেনা বিদ্রোহের মুখে দেশ ছেড়ে পালিয়ে দিল্লিতে আশ্রয় নেন বঙ্গবন্ধু কন্যা। তার পরেই বাংলাদেশে দাপট শুরু হয়েছে মুক্তিযুদ্ধ বিরোধী ও মৌলবাদীদের। বেড়ে চলেছে ধর্ষণ, শ্লীলতাহানি-সহ নারী নির্যাতনের ঘটনা। হেফাজতে ইসলাম-জামায়াত ইসলামীর মতো মহিলা বিদ্বেষী দলের তরফে মেয়েদের ঘরবন্দি হয়ে থাকার নিদান দেওয়া হয়েছে। ফলে আতঙ্কে সিঁটিয়ে রয়েছেন মহিলারা।

গতকাল সোমবার ‘কথা বলো নারী’ নামে একটি সামাজিক সংস্থা আয়োজিত আলোচনা সভায় মহিলা আন্দোলনের সঙ্গে জড়িত বিভিন্ন সমাজকর্মীরা দেশে নারীদের দুরবস্থা নিয়ে উদ্বেগপ্রকাশ করেন।  প্রধান অতিথির ভাষণে তদারকি সরকারের নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন মুরশিদ বলেন, ‘প্রতিটা আন্দোলনে নারীদের অবদান অনেক। একাত্তরে মুক্তিযুদ্ধ শেষে বিজয় নিয়ে যখন নারী, পুরুষ উভয়েই ঘরে ফেরেন, তখন ছেলেদের বরণ করেছিল দেশের মানুষ। কিন্তু সে সময়ে মেয়েদের লুকিয়ে রাখা হয়। তাদের বিভিন্নভাবে অপবাদ দেওয়া হয়। একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে চব্বিশের আন্দোলনে। নারীরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছে।’  শেখ হাসিনা উচ্ছেদ আন্দোলনের অন্যতম মুখ উমামা ফাতেমাও স্বীকার করেন জুলাই আন্দোলনের পরে বাংলাদেশের মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাঁর কথায়, ‘চব্বিশের আন্দোলনের পর নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। ঘরে-বাইরে সর্বত্র সহিংসতার শিকার হচ্ছে। তাই নারীদের প্রযুক্তি বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে। নিজেদেরই প্রথমে প্রতিরোধের বিষয়গুলো জানতে হবে।’




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

শেখ হাসিনার আইনজীবী হিসাবে রাজাকার সন্তানকে নিয়োগ দিল ইউনূস সরকার

জেলের মধ্যেই ধর্ষিতা তরুণীকে বিয়ে, কত ‘দিনমোহর’ দিতে হল নোবেলকে?

ফের দুই হিন্দু আমলাকে চাকরি থেকে তাড়াল মোল্লা ইউনূস সরকার

আদালতের নির্দেশে জেলের মধ্যেই ধর্ষিতা তরুণীকে বিয়ে করলেন গায়ক নোবেল

বিয়ের পর থেকেই স্ত্রীর সঙ্গে অশান্তি, ঘটককে গাছে বেঁধে মারধর স্বামীর

নাঈমের বলে ফিরলেন চান্দিমাল, রক্ষা নিশাঙ্কার

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ