31ºc, Haze
Sunday, 2nd April, 2023 6:09 pm
নিজস্ব প্রতিনিধি: মহাপঞ্চমীতে সুখবর। রাজ্যে করোনাভাইরাসের সংক্রমণ কিছুটা হলেও স্বস্তি দিল। রাস্তায় যেভাবে ভিড় উপচে পড়েছে তাতে চিন্তা বাড়ছিল চিকিৎসকদের। কিন্তু আপাতত সংক্রমণের রাশ হাতের নাগালেই রয়েছে। গত শনিবারের তুলনায় গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাস করোনার সংক্রমণ সামান্য কমেছে। একদিনে নতুন করে রাজ্যে করোনা সংক্রমিত হয়েছেন ৭৬০ জন, মৃত্যু হয়েছে ১১ জনের। কলকাতা ও উত্তর ২৪ পরগনা বাদে বাকি সব জেলায় সংক্রমণ কম। তাই কলকাতায় দৈনিক সংক্রমণ ক্রমশই উদ্বেগজনক হয়ে উঠছে।
গত কয়েকদিন ধরেই রাজ্যে চোখ রাঙাচ্ছে করোনাভাইরাসের সংক্রমণ। শুধু যে দৈনিক সংক্রমণ সাতশোর গণ্ডি ছাড়িয়ে চলেছে তাই নয়, শনাক্তের হারও ২ শতাংশ ছাড়িয়ে গিয়েছে। ফলে অনেকটাই উদ্বিগ্ন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। উৎসব ঘিরে ইতিমধ্যেই যেভাবে পথে নেমেছেন আমজনতা এবং পুজো মণ্ডপে ভিড় জমাচ্ছেন তাতে সংক্রমণ পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠতে পারে বলে তাঁদের আশঙ্কা।
রবিবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৩৫,৩৯৮ টি, যার মধ্যে পজিটিভ রিপোর্ট ২.১৫ শতাংশ। এই হার অনেকটা স্বস্তিদায়ক বলে মনে করছে স্বাস্থ্যমহল। নয়া নমুনা পরীক্ষায় ৭৬০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। যার ফলে রাজ্যে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ লক্ষ ৪৯ হাজার ৭৮৩। একদিনে করোনার মৃত্যুমিছিলে সামিল হয়েছেন ১১ জন। এ নিয়ে রাজ্যে করোনার বলি হলেন ১৮ হাজার ৯০৫ জন। গত ২৪ ঘণ্টায় ৭৬০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। যার ফলে মোট করোনা আক্রান্তের সংখ্যা রাজ্যে ছুঁল ১৫, ৭৫, ৩৩৭ জন।
পাশাপাশি রাজ্যে ক্রমশই বাড়ছে সক্রিয় করোনা রোগীর সংখ্যা। স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসকে ৭৩৪ জন। এ নিয়ে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৮.৩২ শতাংশ। এ নিয়ে রাজ্যে মহামারীর কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন মোট ১৫ লক্ষ ৪৯ হাজার ৭৮৩ জন।