এই মুহূর্তে




জম্মুর কাঠুয়ায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহিদ ৩ পুলিশ কর্মী




নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: জম্মুর কাঠুয়ায় জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে প্রাণ হারালেন তিন পুলিশ কর্মী। গুরুতর জখম হয়েছেন আরও দুই পুলিশ কর্মী। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশের সুরক্ষার জন্য আত্মবলিদান দেওয়ার আগে দুই জঙ্গিকে নিকেশ করেছেন শহিদ তিন পুলিশ কর্মী। সূত্রের খবর, ঘটনাস্থলে লুকিয়ে রয়েছে আরও তিন থেকে চার জঙ্গি। পুরো এলাকা ঘিরে রেখেছে সেনা ও পুলিশ কর্মীরা। ঘন জঙ্গল হওয়ায় জঙ্গিদের নিকেশ করতে খানিকটা হিমশিম খেতে হচ্ছে নিরাপত্তা বাহিনীর সদস্যদের।

গত রবিবার সন্ধ্যায় কাঠুয়ার হীরানগরে জম্মু-কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের সঙ্গে গুলির লড়াই চলাকালীন চম্পট দিয়েছিল পাঁচ জঙ্গি। গত পাঁচদিন ধরে ওই জঙ্গিদের খোঁজে বিশেষ তল্লাশি অভিযান শুরু করেছিল পুলিশ। তল্লাশি অভিযানে সামিল হয়েছিল বিএসএফ সিআরপিএফ ও ভারতীয় সেনাও ড্রোনের সাহায্যে আকাশ পথে নজরদারি চালানোর সময়েই হীরানগর থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত রাজবাগের ঘাটি ঝুঠানার জাখোলি গ্রামের কাছে পাঁচ জঙ্গির সন্ধান পায় স্পেশাল অপারেশন গ্রুপের সদস্যরা। এদিন সকালে জঙ্গিদের ডেরা ঘিরে ধরে নিরাপত্তা রক্ষীরা। জঙ্গিদের আত্মসমর্পণ করার নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ না মেনে উল্টে নিরাপত্তা রক্ষীদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। প্রত্যুত্তরে পাল্টা গুলি চালায় নিরাপত্তা রক্ষীরাও। দুপক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলিতে গোটা এলাকা কেঁপে ওঠে। বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দও পান গ্রামবাসীরা।

বেশ কয়েক ঘন্টা গুলিযুদ্ধ চলার পরে দুই জঙ্গিকে নিকেশ করতে সক্ষম হয় স্পেশাল অপারেশন গ্রুপ-সহ নিরাপত্তা বাহিনীর সদস্যরা।  বাকি জঙ্গিদের খোঁজে পুরো এলাকা নাকাবন্দি করে তল্লাশি চলছে। জম্মু-কাশ্মীর পুলিশের এক আধিকারিক জানিয়েছেন জঙ্গিদের ছোঁড়া গুলিতে তিন পুলিশ কর্মী ঘটনাস্থলেই শহিদ হয়েছেন। এক ডেপুটি পুলিশ সুপার পদমর্যাদার আধিকারিক-সহ পাঁচ পুলিশ কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। তাঁদের উদ্ধার করে কাঠুয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খতম দুই জঙ্গি কুখ্যাত জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের সঙ্গে জড়িত।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

২২ ঘণ্টা হেঁটে বৈসরনে পৌঁছেছিল জঙ্গিরা, তদন্তে বিস্ফোরক তথ্য

পহেলগাঁওকাণ্ড: পাকিস্তানের বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইক, বাণিজ্যিক সম্পর্ক ছেদের ঘোষণা ব্যবসায়ী সংগঠনের

স্কুল ভ্যানে ৪ বছরের শিশুকে যৌন নির্যাতন, অভিযুক্ত চালক গ্রেফতার

ভারত ছাড়ার ধুম, কেন্দ্রের দাওয়াইয়ে হাজার হাজার লোক ফিরছেন পাকিস্তানে

ফাঁকা আসন নিয়ে শ্রীনগর যাচ্ছে বিমান, সন্ত্রাস বিধ্বস্ত ভূস্বর্গের ছবি পোস্ট করলেন অতুল

শেষ মুহুর্তের প্রস্তুতি, রাজনাথের সঙ্গে বৈঠকে সেনাবাহিনীর তিন শাখার সর্বাধিনায়ক

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর