নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: নির্মীয়মান স্টেডিয়ামের দেওয়ালের একাংশ ভেঙে পড়ে মর্মান্তিকভাবে প্রাণ হারালেন তিন শ্রমিক। গুরুতর জখম হয়েছেন আরও ১০ শ্রমিক। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা সঙ্কটজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে প্রশাসনের আশঙ্কা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রঙ্গা রেড্ডি জেলার মইনাবাদে একটি স্টেডিয়াম নির্মাণের কাজ চলছিল। সোমবার আচমকাই নির্মীয়মাণ স্টেডিয়ামের একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ওই সময়ে কাজে ব্যস্ত ছিলেন কমপক্ষে ২০ শ্রমিক। হুড়মুড়িয়ে নির্মাণকার্যের একাংশ ভেঙে পড়ায় নিজেদের বাঁচানোর সুযোগ পাননি ওই শ্রমিকরা। ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে যান তারা।
দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ও দমকল কর্মীরা। ধ্বংসস্তুপ সরিয়ে দু’জনের নিথর দেহ উদ্ধার করেন। বাকিদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও এক শ্রমিক মৃত্যুর কোলে ঢলে পড়েন। দুর্ঘটনার খবর পেয়েই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়েই নির্মাণকার্য চালাচ্ছে ঠিকাদার সংস্থা। একাধিকবার স্থানীয় প্রশাসনের কাছে নালিশ জানানো হলেও টনক নড়েনি। পুলিশের এক মুখপাতর জানিয়েছেন, নির্মাণকার্যে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে কিনা, তা তদন্ত করে দেখা হবে।