নিজস্ব প্রতিনিধি, মুম্বই: মুম্বইয়ের কিং এডওয়ার্ড কলেজের ৩০ পড়ুয়া করোনায় আক্রান্ত। একটি সর্বভারতীয় চ্যানেলের খবর অনুযায়ী আক্রান্ত ৩০ জনের মধ্যে ২৩ জন দ্বিতীয় বর্ষের। বাকিরা প্রথম বর্ষের। আক্রান্তদের মধ্যে একজনের শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তাঁকে সেভেন হিলস হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
কিং এডওয়ার্ড কলেজের ডিন. ডাক্তার হেমন্ত দেশমুখ এই খবর দিয়ে বলেছেন, সম্প্রতি কলেজের বেশ কয়েকজন পড়ুয়ার অসুস্থ হয়ে পড়ায় তাদের করোনা পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়। পরীক্ষায় ৩০জনের রিপোর্ট পজিটিভ আসে। আক্রান্তদের মধ্যে ২৩জন দ্বিতীয় বর্ষের। বাকিরা প্রথম বর্ষের। আক্রান্ত পড়ুয়াদের সংস্পর্শে যারা এসেছিলেন, তাদেরও করোনা পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। পরিস্থিতির দিকে নজর রাখা হয়েছে। সূত্রের খবর, কলেজ কম্পাউন্ড স্যানিটাইজেশনের কাজ চলছে।
এদিকে, দেশে করোনা সংক্রমণ ফের উর্ধ্বমুখী। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের বুলেটিন বলছে, এক ধাক্কায় দেশে দৈনিক সংক্রমণ অনেকটাই বাড়ল। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় ( বুধবার, ২৯ অগস্ট সকাল আটটা থেকে বৃহস্পতিবার ৩০ অগস্ট সকাল আটটা পর্যন্ত) দেশে করোনায় সংক্রমিত হয়েছেন ২৩, ৫২৯ জন। বুধবারের তুলনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ২৪ শতাংশ। দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্য়া বেড়ে হল ৩, ৩৭, ৩৯, ৯৮০। গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৩১১ জন। এর ফলে মৃতের সংখ্য়া ৪, ৪৮, ০৬২। তবে আক্রান্তের সংখ্যা বাড়লেও দেশে সক্রিয় রোগীর সংখ্যা অনেকটাই কমেছে।