নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ‘ইন্ডিয়া’ যে অতীত, ‘ভারত’-ই বর্তমান, ফের একবার বুঝিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার জি-২০ সম্মেলনে প্রধানমন্ত্রীর সামনে দেশের যে ‘নামচিত্র’ বা নেমপ্লেট রাখা হয়েছে, তাতে লেখা রয়েছে ‘ভারত’। অর্থাৎ আন্তর্জাতিক মঞ্চে বিশ্বের তাবড় রাষ্ট্রপ্রধানদের সামনে দেশের নাম বদলের স্পষ্ট ইঙ্গিত দিয়ে রাখলেন প্রধানমন্ত্রী। অর্থাৎ বিশ্ব দরবারে এখন থেকে ‘ইন্ডিয়া’ যে ‘ভারত’ হিসেবেই পরিচিত হবে তা বুঝিয়ে দেওয়া হল।
দেশের নাম বদল নিয়ে গত কয়েকদিন ধরেই বিতর্কের ঝড় উঠেছে। বিতর্কের সূচনা হয়েছিল জি-২০ সম্মেলনে আগত বিদেশি রাষ্ট্রপ্রধানদের সম্মানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আয়োজিত নৈশভোজের আমন্ত্রণপত্র ঘিরে। ওই আমন্ত্রণপত্রে রাষ্ট্রপতির পরিচয় দেওয়া হয়েছিল ‘প্রেসিডেন্ট অফ ভারত’ হিসেবে। শুধু তাই নয়, জি-২০ সম্মেলন উপলক্ষে বিদেশি প্রতিনিধিদের কাছে যে পুস্তিকা বিলি করা হয়েছে তাতেও দেশের নাম বদলে ‘ইন্ডিয়া’র পরিবর্তে ‘ভারত’ রাখা হয়েছিল।
রাতারাতি দেশের নাম বদলের জন্য মোদি সরকারের উদ্যোগের সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা। তাঁদের অভিযোগ, ‘রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) চাপেই দেশের নাম বদলের পথে হাঁটছে বিজেপি সরকার।’ যদিও সেই সমালোচনাকে গুরুত্ব দিতে নারাজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাই ‘ইন্ডিয়া’ বনাম ‘ভারত’ বিতর্কে মুখ না খোলার জন্য কেন্দ্রীয় মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন তিনি। জাতিসঙ্ঘের পক্ষ থেকে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে, ‘ইন্ডিয়া’র পরিবর্তে ‘ভারত’ হলে তাদের কোনও আপত্তি নেই। দেশের নাম বদলের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ সম্পূর্ণ হলেই আনুষ্ঠানিকভাবে ‘ভারত’কে স্বীকৃতি দেওয়া হবে।