এই মুহূর্তে

‘‌তামিল সংস্কৃতির উপর আক্রমণ করা হচ্ছে’‌, বিজয়ের ছবি মুক্তির দেরি নিয়ে মোদিকে তোপ রাহুলের

নিজস্ব প্রতিনিধি: এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এবার কাঠগড়ায় তুলে রাহুল গান্ধী বলেছেন, অভিনেতা–রাজনীতিবিদ বিজয়ের জন নায়াগান সিনেমাকে আটকাতে কেন্দ্রের প্রচেষ্টা তামিল সংস্কৃতির উপর আক্রমণ। এই নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে। বিজয় সম্প্রতি তাঁর নতুন রাজনৈতিক দল, তামিলাগা ভেত্রি কাজাগম (টিভিকে) গড়ে তুলেছেন। রাজনীতির ময়দানে সর্বাত্মক ঝাঁপ দেওয়ার আগে ‘‌জন নায়াগান’‌ তাঁর শেষ ছবি হিসেবে প্রচারিত হয়েছে। এটি ৯ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিল।

এদিকে এই ঘটনার পিছনে যে কেন্দ্রীয় সরকারের হাত আছে সেটাও তোপ দেগে অভিযোগ করেছেন রাহুল গান্ধী। এই নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্টও করেছেন তিনি। রাহুল লিখেছেন, ‘‌জন নায়াগান বন্ধ করার জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রকের প্রচেষ্টা তামিল সংস্কৃতির উপর আক্রমণ। মিস্টার মোদি, আপনি কখনই তামিল জনগণের কণ্ঠস্বর দমন করতে সফল হবেন না।’‌ এই নিয়ে এখন জাতীয় রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। রাহুল গান্ধী এই অভিযোগ তোলায় চাপে পড়ে গিয়েছে বিজেপি শীর্ষ নেতৃত্ব।

অন্যদিকে জন নায়াগান ছবিটি ১৮ ডিসেম্বর সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের কাছে জমা দেওয়া হয়। ছবিটি পরীক্ষা করে দেখে কমিটি বেশ কিছু সমস্যা চিহ্নিত করে এবং ২৭টি কাটছাঁটের সুপারিশ করেছে। সিনেমা তৈরির টিম এই কাটছাঁটগুলি করে। ২২ ডিসেম্বর কমিটি একটি ইউ/এ সার্টিফিকেটের সুপারিশ করে। যার অর্থ হল, ছবিটি বারো বছরের কম বয়সী শিশুদের জন্য অভিভাবকদের নির্দেশের সাপেক্ষে, অবাধে প্রকাশ্যে প্রদর্শনের জন্য উপযুক্ত। সুতরাং তা সঠিক সময়ে হাতে পাওয়ার কথা। সেখানে কেন দেরি হল?‌ এই প্রশ্ন উঠতে শুরু করেছে। আর তা নিয়ে সরব হয়েছেন সাংসদ রাহুল গান্ধী।

এছাড়া সুপারিশ করার পরও কমিটি সার্টিফিকেট জারি করেনি বলে অভিযোগ। আর তার ফলে মুক্তি বিলম্বিত হয়। গত ৫ জানুয়ারি, সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন একটি অভিযোগের প্রেক্ষিতে ছবিটিকে একটি সংশোধন কমিটির কাছে পাঠায়। এরপরই শুরু হয় খেলা। এরপর ছবিটির নির্মাতারা মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হন এবং দ্রুততার সঙ্গে সার্টিফিকেশনের জন্য আবেদন করেন। ৯ জানুয়ারি সিঙ্গল বেঞ্চের বিচারক সিবিএফসিকে ছবিটিকে ইউ/এ সার্টিফিকেট দেওয়ার জন্য নির্দেশ দেয়। আর তার কয়েক ঘন্টার মধ্যেই সিবিএফসি এই রায়ের বিরুদ্ধে আপিল করে এবং ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের নির্দেশ স্থগিত করে। জন নায়াগনের নির্মাতারা এখন সুপ্রিম কোর্টে ডিভিশন বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করেছেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘‌আমি ধর্ষক নই’‌, মহাকুম্ভ খ্যাত হর্ষা আধ্যাত্মিকতা থেকে দূরে সরে যাওয়ার ঘোষণা করলেন, কেন?

প্রচারে যাওয়ার পথে বাধা, আমেদাবাদে নামতে পারল না ইমরানের বিমান, কী হয়েছে?

টাইগার শ্রফ অতীত! পঞ্জাবি গায়ের প্রেমে হাবুডুবু খাচ্ছেন দিশা, প্রেমিক কেন মুখ দেখান না?

প্রতিটি কুকুরের কামড়ের জন্য মোটা অঙ্কের ক্ষতিপূরণ দিতে হবে রাজ্যগুলিকে: সুপ্রিম কোর্ট

পূর্ণতা পাচ্ছে ‘অসমবয়সী’ প্রেম, ফেব্রুয়ারিতে গাঁটছড়া বাঁধছেন রণজয়-শ্যামৌপ্তি

‘অপারেশন সিঁদুর’ অভিযানে খতম হয়েছে ১০০ পাকিস্তানি সেনা, দাবি সেনাপ্রধান দ্বিবেদির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ