এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

‘কেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন না?’ লখিমপুরকাণ্ডে প্রশ্ন মমতার

নিজস্ব প্রতিনিধি: লখিমপুর কৃষক হত্যা যে পূর্বপরিকল্পিত সেটা মঙ্গলবার সকালেই নিজেদের রিপোর্টে উল্লেখ করেছে বিশেষ তদন্তকারী দল তথা সিট। সুপ্রিম কোর্টের নির্দেশেই এই বিশেষ তদন্তকারী দল গঠন হয়েছিল।  এই প্রসঙ্গে তৃণমূলের সংসদীয় দল আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগ দাবি করে। মঙ্গলবার বিকেলে গোয়ার পাঞ্জিমে এক জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে উঠে এল সেই প্রসঙ্গ। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন। সেই সঙ্গে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথেরও পদত্যাগ দাবি করেছেন। পাঞ্জিমের জনসভা থেকে তিনি বলেন, লখিমপুরে কৃষকদের উপর গাড়ি চালিয়ে খুন করে দিল মন্ত্রীর ছেলে, আজ সিট রিপোর্ট দিয়েছে, রিপোর্টে পরিস্কার বলা হয়েছে এটা পরিকল্পিত খুন। এরপরই তৃণমূল নেত্রী সুর চড়িয়ে প্রশ্ন তোলেন, ‘তাহলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ইস্তফা দেওয়া উচিৎ নয় কী? এ নিয়ে তো প্রধানমন্ত্রীর কথা বলা উচিত’।

লখিমপুরকাণ্ডে প্রধান অভিযুক্ত হিসাবে ইতিমধ্যেই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্র এবং কয়েকজন বন্ধুকে গ্রেফতার করেছে উত্তরপ্রদেশ পুলিশ। যদিও কেন্দ্রীয়মন্ত্রী এবং তাঁর ছেলে দুজনেরই দাবি করছেন এই ঘটনার সঙ্গে তাঁদের কোনও যোগ নেই। কিন্তু আদালতের নির্দেশে গঠিত সিটের তদন্তে উঠে এল উল্টো চিত্র। সিটের দাবি, লখিমপুরের খেরিতে যে কৃষক মৃত্যুর ঘটনা ঘটেছে, যেখানে আশিস মিশ্রের গাড়ির ধাক্কায় ৫ জন কৃষকের মৃত্যু হয়েছে এবং ঘটনা পরবর্তী হিংসায় আরও ৪ জনের মৃত্যুর পুরো ঘটনাই আগে থেকে সাজানো ছিল। সকালে সিটের রিপোর্ট সামনে আসতেই বিজেপি ও স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ শুরু করে তৃণমূল সাংসদরা। বিকেলে তৃণমূল নেত্রী নিজেও অমিত শাহ-সহ যোগী আদিত্যনাথের পদত্যাগ দাবি করলেন গোয়ার জনসভা থেকে।

প্রসঙ্গত, মঙ্গলবার গোয়ায় দুটি জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বছরই গোয়ায় বিধানসভা নির্বাচন। ক্ষমতাসীন দল বিজেপিকে চ্যালেঞ্জের মুখে ফেলে গোয়ায় নিজেদের শক্তি বাড়িয়েই চলেছে তৃণমূল। দুই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ইতিমধ্যেই দলে টেনেছে তৃণমূল। এবার জনসভায় বিজেপিকে তুমুল আক্রমণের পাশাপাশি এদিন বাংলায় তৃণমূল সরকারের সাফল্যও তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। আমরা পশ্চিমবঙ্গে দুর্গাপুজোর আগে ক্লাবগুলোকে ৫০ হাজার টাকা অনুদান দিয়েছি, বিজেপি পেরেছে দিতে? কোথাও শুনেছেন এমন কথা? এরপরই তিনি গোয়াবাসীকে আশ্বস্ত করে বলেন, আপনাদের সবচেয়ে বড় উৎসব আসন্ন। সামনেই বড়দিন ও নববর্ষ, তাই আপনারাও প্রাণ খুলে উৎসবে ভাসুন। তৃণমূল এই রাজ্যে ক্ষমতায় এলে উৎসবে অনুদান দেবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মোদির বিরুদ্ধে দাঁড়ানোর স্বপ্নভঙ্গ কৌতুকশিল্পী শ্যাম রঙ্গিলার, বাতিল মনোনয়নপত্র

১০ বছর ধরে ধর্মীয় মেরুকরণের রাজনীতি করছেন মোদি, তোপ প্রিয়ঙ্কার

৩৭ কোটি উদ্ধারের ঘটনায় ঝাড়খণ্ডের মন্ত্রী আলমগীর আলমকে গ্রেফতার করল ইডি

সিএএ’তে নাগরিকত্ব শংসাপত্র পেলেন দিল্লির ১৪ বাসিন্দা

মনোনয়ন জমা দিলেন পবন সিংয়ের মা, আচমকা কী হল?

রাজস্থানে খনির লিফটের তার ছিঁড়ে দুর্ঘটনা, নিহত ১

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর