নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেশে দৈনিক সংক্রমণ অনেকটাই কমল। আক্রান্তের সংখ্যা নামল ৩০ হাজারের নীচে। রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় (শনিবার, ২৫ অগস্ট সকাল আটটা থেকে রবিবার ২৬ অগস্ট সকাল আটটা পর্যন্ত) দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২৮, ৩২৬ জন। শনিবারের তুলনায় আক্রান্তের সংখ্যা হ্রাস পেয়েছে ৪.৩ শতাংশ।
একই সময়ে সুস্থ হয়েছেন ২৬, হাজার ৩২ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ৩০২জন। রবিবারের কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বুলেটিন বলছে, বর্তমানে দেশে অ্য়াক্টিভ রোগীর সংখ্যা ৩ লক্ষ ৩ হাজার ৪৭৬ জন। সেরে উঠেছেন মোট ৩ কোটি ২৯ লক্ষ ২ ’ হাজার ৩৫১ জন। এখনও পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন চার লক্ষ ৪৬ হাজার ৯১৮ জন।
তবে সংক্রমণ কমলেও গত ২৪ ঘণ্টায় (শনিবার, ২৫ অগস্ট সকাল আটটা থেকে রবিবার ২৬ অগস্ট সকাল আটটা পর্যন্ত)সামান্য বেড়েছে করোনার অ্যাকটিভ কেসে। স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন বলছে, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩ লক্ষ ৩ হাজার ৪৭৬ জন। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ২৯ লক্ষ ২ হাজার ৩৫১ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ২৬ হাজার ৩২ জন।
এদিন নতুন করে টিকা দেওয়া হয়েছে ৬৮ লাখ ৪২ হাজার ৭৮৬ জনকে। আজ অবধি মোট ৮৫ কোটি ৬০ লাখ ৮১ হাজার ৫২৭ জনের ভ্যাকসিনেশন সম্পন্ন হয়েছে।
বিস্তারিত আসছে…