এই মুহূর্তে




তৃণমূলের চাপে পিছু হঠছে মোদি সরকার, স্বাস্থ্য বিমা থেকে GST প্রত্যাহারের সম্ভাবনা

Courtesy - Facebook and Google




নিজস্ব প্রতিনিধি: স্বাস্থ্যবিমা(Health Insurance) মানুষের প্রাণ ও চিকিৎসার জন্য করা হয়। অথচ সেই স্বাস্থ্যবিমাতেই কিনা ১৮ শতাংশ GST বসিয়ে দিয়েছিল কেন্দ্রের সরকার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ(Nirmala Sitaraman) সেই কাজটি করেছিলেন তাঁর পেশ করা বাজেটের মাধ্যমে। সেই GST প্রত্যাহারের অনুরোধ করে জাতীয় স্তরের রাজনীতিতে প্রথমে সরব হয়েছিলেন কেন্দ্রেরই মন্ত্রী নীতীন গড়কড়ি। কিন্তু সেই প্রস্তাবকে না গেরুয়া শিবির, না নির্মলা সেভাবে পাত্তা দিয়েছিলেন। তারপরেই ঘটনাটি নিয়ে ট্যুইট করেছিলেন বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সেই ট্যুইটের পাশাপাশি একই দাবি জানিয়ে আলাদা করে মমতা চিঠি দিয়েছিলেন নির্মলাকে। মমতার সেই অবস্থানকে সমর্থন জানান কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধিও। এরপর থেকেই ঘরে বাইরে চাপের মুখে পড়ে যায় মোদি সরকার(Modi Government)। শেষমেষ এখন শোনা যাচ্ছে, স্বাস্থ্যবিমা থেকে GST প্রত্যাহার করতে পারে মোদি সরকার। তবে জীবনবিমার ওপরেও যে GST লাগু হয়েছে তা প্রত্যাহার নিয়ে এখনও ভাবনাচিন্তা করছে না কেন্দ্র।

আরও পড়ুন, ধান কেনার সময় ওজন মাপা হবে E-POP Machine দিয়ে, মিলবে Slip-ও

জীবনবিমা(Life Insurance) ও স্বাস্থ্য বিমা থেকে GST প্রত্যাহারের দাবি নিয়ে মমতা যে ট্যুইট করেছিলেন সেখানে তিনি সাফ জানিয়েছিলেন, ‘ভারত সরকারের কাছে আমাদের দাবি, জীবনবিমা ও স্বাস্থ্যবিমার প্রিমিয়াম থেকে GST তুলে নিন। কারণ এগুলি সাধারণ মানুষের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়গুলির সঙ্গে জড়িত। GST বিষয়টি খারাপ কারণ, এটা মানুষের যে মৌলিক চাহিদা রয়েছে তার ওপর বিরূপ প্রভাব ফেলে। যদি জনবিরোধী GST সরকার তুলে না নেয় তবে আমরা এবার রাস্তায় নামতে বাধ্য হব।’ পরে তিনি চিঠিও লেখেন নির্মলাকে। সেখানে তিনি জানান, যে হারে GST চাপিয়ে দেওয়া হয়েছে তাতে সাধারণ মধ্যবিত্ত পরিবারে বিমার জন্য অতিরিক্ত খরচের বোঝা চাপানো হয়েছে। সাধারণ মানুষের স্বার্থে তাই এই GST প্রত্যাহার করা হোক। অবিলম্বে তা করা হোক।

আরও পড়ুন, জেলাশাসক অফিস ঘেরাও অভিযানে নেমে গ্রেফতার হলেন নিশীথ

এছাড়া, বিমার কিস্তিতে GST লাগু করাকে একটি জনবিরোধী সিদ্ধান্ত বলেও নির্মলাকে দেওয়া চিঠিতে উল্লেখ করেছিলেন মমতা৷ লিখেছিলেন, ‘নতুন কর কাঠামোর অন্তর্গত আয়কর আইনের ৮০সি এবং ৮০ডি ধারা অনুযায়ী জীবনবিমা ও স্বাস্থ্যবিমার ওপর ১৮ শতাংশ GST দিতে হবে। এই সিদ্ধান্ত জনবিরোধী। জীবনবিমা এবং স্বাস্থ্যবিমার প্রিমিয়ামে GST চাপিয়ে দেওয়া আমাকে গভীর ভাবে যন্ত্রণা দেয়। অবিলম্বে তা প্রত্যাহার করা হোক। জীবনবিমা এবং স্বাস্থ্যবিমা প্রকল্পের মূল উদ্দেশ্য হল মানুষকে আর্থিক নিরাপত্তা দেওয়া। অসুস্থতা, দুর্ঘটনা, মৃত্যুর মতো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হওয়া ব্যক্তির পরিবারের সাহায্যে এ ধরনের বিমার গুরুত্ব অপরিসীম। তাই নীতিগত ভাবে এ ধরনের বিমার প্রিমিয়াম থেকে কর আদায় করা উচিত নয়।’

আরও পড়ুন, হাওড়ার শালিমার থেকে নিউটাউনের হাতিশালা পর্যন্ত নয়া বাসরুট চালু

তৃণমূলের(TMC) এই অনড় অবস্থান জাতীয় রাজনীতিতে বিজেপিকে বেশ কিছুটা কোনঠাসা করে দিয়েছিল। আর তার জেরেই এবার স্বাস্থ্য বিমা থেকে GST প্রত্যাহার করার কথা ভাবতে হচ্ছে মোদি সরকারকে। কেননা সামনেই, হরিয়ানা এবং জম্মু-কাশ্মীরের ভোট। তারপরেই বছর শেষে ভোট হতে পারে মহারাষ্ট্র ও দিল্লিতে। এই ৪ রাজ্যেই বেশ চাপে আছে বিজেপি। ৪ রাজ্যের নির্বাচনে হারলা মোদি সরকার জাতীয় রাজনীতিতে আরও কোনঠাসা হয়ে যাবে। আর তাই সময় থাকতে থাকতেই তাঁরা স্বাস্থ্যবিমা থেকে GST প্রত্যাহারের পথে হাঁটতে চাইছে। যদিও জীবনবিমা থেকে GST প্রত্যাহার হবে কিনা তা এখনও জানা যায়নি। আগামী ৯ সেপ্টেম্বর জিএসটি কাউন্সিলের বৈঠকে স্বাস্থ্যবিমার প্রিমিয়ামে জিএসটি বাতিল করা হবে কি না এই প্রশ্ন নিয়ে আলোচনা হবে। বৈঠকে আলোচনা ফলপ্রসূ হলে আগামী দিনে স্বাস্থ্য বিমার প্রিমিয়াম থেকে GST মকুব হওয়ার জোরদার সম্ভাবনা রয়েছে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রেলওয়ে ট্র্যাকে LPG সিলিন্ডার, কানপুরে ট্রেন বিস্ফোরণের ষড়যন্ত্রে জড়িত কারা?

চিকিৎসকদের মঙ্গলবার ৫ টার মধ্যে কাজে যোগ দেওয়ার নির্দেশ প্রধান বিচারপতির

ভুলবশতঃ মেইতি এলাকায় ঢুকে পড়ায় কুকি ব্যক্তিকে পিটিয়ে খুন

চিকিৎসকদের মঙ্গলবার ৫ টার মধ্যে কাজে যোগ দেওয়ার নির্দেশ প্রধান বিচারপতির

 ফের লখনউ, মোমো খেতে বেরিয়ে গণধর্ষণের শিকার নাবালিকা

সেনাবাহিনীর বড় সাফল্য, জম্মু- কাশ্মীরে খতম ২ জঙ্গি

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর