-273ºc,
Friday, 9th June, 2023 3:36 am
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পণ্য ও পরিষেবা কর বাবদ মার্চে রেকর্ড পরিমাণ টাকা জমা পড়ল কেন্দ্রের কোষাগারে। ২০২২-২৩ অর্থ বর্ষের শেষ মাসে জিএসটি বাবদ আদায় হয়েছে এক লক্ষ ৬০ হাজার ১১২ কোটি টাকা। গত ফেব্রুয়ারি মাসে আয় হয়েছিল এক লক্ষ ৪৯ হাজার ৫৭৭ কোটি টাকা। অর্থাৎ ফেব্রুয়ারির তুলনায় আয় বেড়েছে ১৩ শতাংশ। মার্চ মাসে জিএসটি আদায় দ্বিতীয় সর্বোচ্চ। গত বছরের এপ্রিলে জিএসটি বাবদ আয় হয়েছিল ১ লক্ষ ৬৮ হাজার কোটি টাকা। সেটাই পণ্য ও পরিষেবা কর বাবদ আদায়ে সর্বকালীন রেকর্ড।
শনিবার কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘২০২৩ সালের মার্চ মাসে জিএসটি বাবদ ১ লক্ষ ৬০ হাজার ১২২ কোটি টাকা কোষাগারে জমা পড়েছে। যার মধ্যে সরাসরি কেন্দ্রের ঘরে এসেছে ২৯ হাজার ৫৪৬ কোটি টাকা (CGST) রাজ্যগুলির (SGST) আয় হয়েছে ৩৭ হাজার ৩১৪ কোটি টাকা। সমন্বিত জিএসটি বাবদ (IGST) আয় হয়েছে ৮২ হাজার ৯০৭ কোটি টাকা। আর সেস বাবদ আয় হয়েছে ১০ হাজার ৩৫৫ কোটি টাকা।’ যার মধ্যে আবার আমদানিকৃত পণ্যের উপর বসানো কর থেকে আয় হয়েছে ৪২ হাজার ৫০৩ কোটি টাকা।’
অর্থ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত অর্থ বর্ষে অর্থাৎ ২০২২ সালের এপ্রিল থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত জিএসটি বাবদ আয় হয়েছে ১৮ লক্ষ ১০ হাজার কোটি টাকা। অর্থাৎ গড়ে মাসে দেড় লক্ষ কোটি টাকার বেশি সরকারের কোষাগারে জমা পড়েছে।