এই মুহূর্তে

বিয়েতে প্রত্যাখ্যান, এইচআর বান্ধবীর দেহ তিন টুকরো, মুণ্ডু যমুনা নদীতে ছুঁড়লেন প্রেমিক, গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক আগেই প্রেমিকাকে খুনের পর দেহ টুকরো টুকরো করে যমুনা নদীর ধারে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছিল এক যুবকের বিরুদ্ধে। উত্তরপ্রদেশের আগ্রার ওই ঘটনায় ইতিমধ্যেই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম বিনয় সিংহ। জানা গিয়েছে, তরুণী ৩২ বছর বয়সী মিঙ্কি শর্মা ও অভিযুক্ত একই অফিসে কর্মরত ছিলেন। মিঙ্কি ওই অফিসের এইচআর ম্যানেজার ছিলেন। আর বিনয় একই সংস্থায় কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করতেন। সেখানেই প্রেম হয় তাঁদের। গত ২ বছর সম্পর্ক ছিল তাঁদের। কিন্তু গত ছয় মাস ধরে তাঁদের সম্পর্কে তিক্ততা বাড়ে। অন্য পুরুষের সঙ্গে মিঙ্কি সম্পর্কে জড়িয়েছেন বলে সন্দেহ করতেন।

পুলিশের অনুমান, সেই সন্দেহে মিঙ্কিকে অফিসে ডেকে এনে কুপিয়ে খুন করেন বিনয়। এরপর প্রমাণ লোপাটের জন্যে তাঁর দেহ তিন টুকরো করে দেন। প্রেমিকার মাথা দেহ থেকে আলাদা করেন। আর দেহের অন্য টুকরোগুলি একটি বস্তায় ভরে নেন। তা নিয়ে স্কুটারে চেপে পুরো শহর ঘুরে বেড়ান বিনয়। একসময় যমুনা নদীর ব্রিজ থেকে ফেলে দেন বস্তা। ঘটনাটি ঘটেছিল ২৩ জানুয়ারি বলে জানা যায়। মিঙ্কির বাড়িতে না ফেরার কারণে তাঁর পরিবার খোঁজ শুরু করেন। পরিবারের দাবি, গত ২৩ জানুয়ারি দুপুর ২ টো নাগাদ বাড়ি থেকে বের হয়েছিলেন মিঙ্কি। কিন্তু রাত পর্যন্ত না ফেরায় পুলিশে নিখোঁজ অভিযোগ দায়ের করেন তাঁর পরিবার। এরপর পুলিশ খোঁজ শুরু করলে ২৪ জানুয়ারি রাত ১ টা নাগাদ নদীর ধারে একটি ব্যাগ খুঁজে পান। জানা যায়, ২৩ জানুয়ারি মিঙ্কির সঙ্গে তুমুল ঝামেলা হয় বিনয়ের।

এক সময় তাঁর শরীরে নারকেল কাটার দাউ দিয়ে কোপ বসায় বিনয়, দেহ যাতে কেউ চিনতে না পারে, তা নিশ্চিত করার চেষ্টায় বান্ধবীর ধড় থেকে মুণ্ড আলাদা করে ফেলেন অভিযুক্ত। বাকি দেহটি কোমর থেকে দু’টুকরো করে ফেলেন তিনি। তার পরে দেহের টুকরোগুলি একটি প্লাস্টিকের প্যাকেট ভরেন। আর প্রেমিকার মুণ্ডটি ভরেন পিঠের ব্যাগে। পরে যমুনা নদীর উপর একটি সেতুর কাছে প্লাস্টিকের বস্তা রেখে পালান অভিযুক্ত। আর মুণ্ডুটি যমুনার জলে ছুঁড়ে ফেলেন। যদিও মিঙ্কির পরনে জামাকাপড় উদ্ধার করেছে। তবে মুণ্ডুটি নদীতে ফেলেছেন কিনা তার খোঁজে পুলিশ ডুবুরি নামিয়েছে। কিন্তু খুঁজে পাওয়া যায়নি। ইতিমধ্যেই অভিযুক্তের গাড়ির নাম্বার ট্র্যাক করে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, বিনয় মিঙ্কিকে বিয়ে করতে অস্বীকৃতি জানানোর পর তাঁদের মধ্যে বিবাদ শুরু হয়েছিল। তার ফল হয় মর্মান্তিক। এদিকে মহিলার টুকরো দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে বিএনএস-এর ১০৩ (১) (হত্যা) এবং ২৩৮ (অপরাধের প্রমাণ নষ্ট করা, অথবা অপরাধীকে মিথ্যা তথ্য দেওয়া) ধারায় মামলা দায়ের করা হয়েছে। অপরাধে ব্যবহৃত ছুরি, স্কুটার এবং পোশাকও উদ্ধার করা হয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘বিস্ফোরণে ছিন্নভিন্ন অজিত পাওয়ারের দেহাংশ কম্বল চাপা দিয়েছিলাম, ভয়ঙ্কর অভিজ্ঞতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

বিজয় রুপাণী থেকে সঞ্জয় গান্ধি, অজিত পাওয়ারের আগে যে সকল নেতা-মন্ত্রীর প্রাণ কেড়েছে বিমান দুর্ঘটনা

অজিত পাওয়ারের বিমানে একাধিকবার বিস্ফোরণ, কী বলছেন প্রত্যক্ষদর্শীরা?

বিমান দুর্ঘটনায় প্রয়াত অজিত পাওয়ারের মৃত্যুতে মহারাষ্ট্রে ৩ দিনের শোক ঘোষণা

অজিত পাওয়ারের মৃত্যুতে শোক প্রকাশ অভিষেকের

বারামতী বিমান দুর্ঘটনায় অজিত পাওয়ারের মৃত্যুতে নয়া মোড়, এখন কে এনসিপির নেতৃত্ব দেবেন?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ