এই মুহূর্তে




১০ দিনে ৫টি ধর্ষণ! ধর্ষকদের স্বর্গরাজ্য হয়ে উঠছে বিজেপি শাসিত ওড়িশা

Courtesy - Google




নিজস্ব প্রতিনিধি, কটক: দশ দিনে পাঁচটি ধর্ষণের ঘটনা। হাড়হিম করে দেওয়া এই পরিসংখ্যানে এক বিন্দুও ভুল নেই। বিজেপি শাসিত রাজ্য ওড়িশায় দশ দিনে মধ্যে পাঁচটি পৃথক ধর্ষণের ঘটনা রিপোর্ট করা হয়েছে। সাম্প্রতিকতম ঘটনাটি ঘটেছে ময়ূরভঞ্জ জেলার করঞ্জাই এলাকায়। গত ২৫ জুন বুধবার স্থানীয় মন্দিরে পুজো দিয়ে বাড়ি ফেরার সময় এক তরুণীকে গণধর্ষণের শিকার হতে হয়েছে। প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে যে তিনজন ব্যক্তি তাঁর রাস্তা আটকিয়ে জোর করে নিকটবর্তী একটি জঙ্গলে নিয়ে গিয়ে যৌন নির্যাতন চালায়। ধর্ষণের অভিযোগ পেয়ে পুলিশ মালার্পাড়া গ্রাম থেকে বিকাশ পাত্র নামে একজন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে। আরও দু’জনের খোঁজ চলছে। জুনের মাঝামাঝি থেকে রিপোর্ট হওয়া আরও চারটি ধর্ষণের ঘটনার পর এই মামলাটি সামনে আসে।

১. গোপালপুর সমুদ্র সৈকত, গঞ্জাম জেলা, ১৭ জুন: গোপালপুর সমুদ্র সৈকতের কাছে এক তরুণীকে গণধর্ষণের ঘটনায় পুলিশ দশজনকে গ্রেফতার করে। নির্যাতিতা এক পুরুষ বন্ধুর সঙ্গে সমুদ্র সৈকতে বেড়াতে গিয়েছিলেন। অভিযুক্তরা তরুণীকে গণধর্ষণ করে। বাধা দিতে গেলে প্রবল মারধর করা হয় তাঁর সঙ্গে থাকা পুরুষটিকে। দশজন সন্দেহভাজন বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে।

২. তেঁতলাপাশি গ্রাম, কেওনঝার জেলা, ১৮ জুন: ১৮ জুন সকালে বাড়ির কাছে একটি ধানক্ষেতে গাছ থেকে ঝুলন্ত অবস্থায় ১৭ বছর বয়সী এক কিশোরীর মৃতদেহ উদ্ধার করা হয়। পরিবার সূত্রে খবর, আগেরদিন সন্ধ্যা থেকেই সে নিখোঁজ ছিল। পুলিশ নিশ্চিত করেছে যে কিশোরীর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পরিবার পুলিশের অভিযোগ করেছে যে মৃত্যুর আগে তাকে যৌন নির্যাতন করা হয়েছিল। পুলিশ একটি মামলা দায়ের করে তদন্ত চালাচ্ছে।

৩. বারিপদা, ময়ূরভঞ্জ জেলা, ১৯ জুন: ৩১ বছর বয়সী এক মহিলার স্বামী ১৯ জুন বারিপদা সদর থানায় অভিযোগ দায়ের করেছেন। তিনি অভিযোগ করেছেন যে পরিবারের পরিচিত চারজন পুরুষ, যখন তিনি এবং পরিবারের অন্যান্য সদস্যরা অনুপস্থিত ছিলেন, তখন বাড়িতে এসে স্ত্রীকে ধর্ষণ করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা দায়ের করে তদন্ত করছে।

৪. বেরহামপুর, গঞ্জাম জেলা, ২৫ জুন: ১৭ বছর বয়সী এক কিশোরী অভিযোগ করে যে ২৫ জুন তাকে একটি ক্লিনিকের মালিক ধর্ষণ করেছে। অভিযোগে বলা হয়েছে যে অভিযুক্ত মেয়েটির পরিবারকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সে কিশোরীকে বিএসসি (নার্সিং) পড়াতে সহায়তা করবেন এবং বিনামূল্যে থাকার ব্যবস্থা করে দেবেন। পুলিশ একটি মামলা দায়ের করেছে এবং তদন্ত চলছে।

“এটি অত্যন্ত দুঃখ এবং লজ্জার বিষয়। নতুন সরকারের এক বছরের মধ্যে ওড়িশায় নারীদের বিরুদ্ধে অপরাধ যেভাবে বাড়ছে, তা অত্যন্ত লজ্জার বিষয়। এত বড় ঘটনার পরেও সরকার কোনও দুঃখ প্রকাশ করছে না, বা কোনও দৃঢ় পদক্ষেপ নিচ্ছে না।”- কটকের কংগ্রেস বিধায়ক সোফিয়া ফিরদৌস এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে এই তথ্য দিয়েছেন।

“রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ। কারও কোনও ভয় নেই। পুলিশ বিভাগ হোক বা আইন বিভাগ, ​​কাউকেই ভয় করছে না। অপরাধীরা এমন অপরাধ করতে সক্ষম, আমাদের সরকার অভিযুক্তদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে পারেনি। আমরা যদি ব্যবস্থা না নিই, তাহলে মানুষকে কী দেখাব? মানুষের মনে কেন ভয় থাকবে?” – প্রশ্ন তোলেন কংগ্রেস বিধায়ক। ওড়িশা পুলিশ গোপালপুর এবং করঞ্জাই মামলায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে। সমস্ত ঘটনার তদন্ত যথাযথভাবে করা হচ্ছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘দায়িত্বজ্ঞানহীন প্রতিবেদন’, এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনায় লিখে পাইলট ফেডারেশনের তোপের মুখে দুটি আন্তর্জাতিক সংবাদ সংস্থা

অসমে বাংলায় কথা বলায় হেনস্তা, ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

চরম রাজনৈতিক দ্বন্দ্ব, এসিসি-র সভা বয়কটের হুমকি ভারতের, এশিয়া কাপ নিয়ে শঙ্কা

লজ্জিত লখনউ! স্কুল ভ্যানে ধর্ষিত ৪ বছরের শিশু

ফের বিজেপি শাসিত ওড়িশায় কিশোরীকে পেট্রোল ঢেলে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা

লুটপাট ও ভাঙচুর, সলমান খানের প্রাক্তন প্রেমিকার পুণের ফার্মহাউসে চোরেদের তাণ্ডব, তদন্তে পুলিশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ