এই মুহূর্তে




‘পরমাণু হুমকিতে ভয় পাই না, পাকিস্তানের ১০০ কিমি ভিতরে ঢুকে মেরেছি’, হুঙ্কার অমিতের




নিজস্ব প্রতিনিধি, গান্ধিনগর: ‘অপারেশন সিঁদুর’ অভিযানে ভারতীয় সেনা পাকিস্তানের ১০০ কিলোমিটার ভিতরে ঢুকে সন্ত্রাসীদের ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে বলে দাবি করেছেন অমিত শাহ। শনিবার (১৭ মে) গুজরাতের গান্ধিনগরে এক অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হুঙ্কার ছেড়ে বলেন, ‘আমরা পরমাণু হামলার হুমকিতে ভয় পাই না। জঙ্গিরা পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের খুন করেছিল। ভারতীয় সেনা ইটের জবাব পাথরে দিয়েছে। স্বাধীনতার পর প্রথমবার ভারতীয় সেনা পাকিস্তানের ভিতরে ১০০ কিলোমিটার ঢুকে সন্ত্রাসীদের ডেরা মাটিতে মিশিয়ে দিয়েছে। প্রত্যেক ভারতবাসী সেনাকে নিয়ে গর্বিত।’

গত ২২ এপ্রিল কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় কাপুরুষের মতো হানা দিয়ে ২৬ নিরীহ পর্যটককে খুন করেছিল পাকিস্তানি জঙ্গি সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’। ওই হামলার জবাবে গত ৭ মে মধ্যরাতে ভারতীয় সেনাবাহিনীর তিন শাখার তরফে যৌথভাবে ‘অপারেশন সিঁদুর’ অভিযান চালানো হয়। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯ জায়গায় আক্রমণ চালিয়ে লস্কর-ই-তৈয়বা, জইশ-ই-মহম্মদ এবং হিজবুল মুজাহিদিনের ডেরা গুঁড়িয়ে দেয়। শতাধিক কুখ্যাত জঙ্গিকে নিকেশ করা হয়।

এদিন গান্ধিনগরের অনুষ্ঠানে ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’ অভিযানের প্রশংসা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ‘২০১৪ সালের আগে জঙ্গিরা সীমান্ত পেরিয়ে আমাদের দেশে ঢুকে নিরীহ মানুষকে হত্যা করে চলে যেত। সরকারের তরফ থেকে সন্ত্রাসীদের কোনও জবাব দেওয়া হতো না। ২০১৪ সালের পর ছবি বদলেছে। ক্ষমতা গ্রহণের পর থেকে  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশে সংগঠিত তিনটি সন্ত্রাসী হামলার (উরি, পুলওয়ামা এবং পহেলগাঁও)উপযুক্ত জবাব দিয়েছেন। এবার অপারেশন সিঁদুরের অধীনে পাকিস্তানে অবস্থিত জইশ-ই-মহম্মদ এবং লস্কর-ই-তৈয়বার মতো সন্ত্রাসী সংগঠনগুলির সদর দফতর ধ্বংস করা হয়েছে। স্বাধীনতার পর প্রথমবারের মতো ভারতীয় সশস্ত্র বাহিনী শত্রু দেশের ১০০ কিলোমিটার গভীরে গিয়ে পাকিস্তানি সন্ত্রাসী শিবির ধ্বংস করেছে। সন্ত্রাসীরা ভেবেছিল তাদের হুমকি আমাদের ভীত করবে, কিন্তু আমাদের বাহিনীর তিনটি শাখাই উপযুক্ত জবাব দিয়েছে, যা তারা কল্পনাও করতে পারেনি তার চেয়েও শক্তিশালী। আমাদের দেশের সেনারা পাকিস্তানের বায়ুঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে। আজ ভয়ে থরহরিকম্প পাক শাসকদের। গোটা বিশ্ব দেখেছে ভারতীয় সেনার বীরত্ব।’




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘ভারত আগে ছিল, আগেই থাকবে’, বাড়ি ফেরার পথে জানিয়ে গেলেন পূর্ণম

নির্মম! গাছের নিচে ঘুমিয়ে থাকা ব্যক্তির উপর ময়লা ফেলে নৃশংসভাবে খুন পুরকর্মীর

‘ভেঙে পড়েছে ভারতের বিদেশনীতি’, বিদেশমন্ত্রী জয়শঙ্করকে তীব্র আক্রমণ রাহুল গান্ধির

জামিন মিলতেই গণধর্ষণকাণ্ডে অভিযুক্তদের নিয়ে বিজয় মিছিল, লজ্জার ঘটনা কর্নাটকে

জালিয়াতির অভিযোগে গ্রেফতার আপ বিধায়ক রমন অরোরা

সোনিয়া-রাহুলের সংস্থায় কংগ্রেস নেতাদের অনুদান দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, দাবি ইডির

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ