এই মুহূর্তে




জ্ঞানবাপি মামলার ‘কাফের’ বিচারকের হত্যাই ছিল মূল লক্ষ্য ISIS জঙ্গিদের

নিজস্ব প্রতিনিধি: ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড সিরিয়া (ISIS) এর একটি সন্ত্রাসী মডিউলের পরিকল্পনা ভেস্তে দিয়েছে দিল্লি পুলিশ। দিল্লি পুলিশের স্পেশাল সেল এর কীর্তিতে নস্যাৎ হয়ে গিয়েছে সন্ত্রাসী ষড়যন্ত্র। এই অভিযানে দুই সন্ত্রাসী গ্রেফতার হয়েছিল। তাদের মধ্যে ১৯ বছর বয়সী মহম্মদ আদনান খান ওরফে আবু মুহারিব দিল্লির বাসিন্দা। অন্যজন বছর কুড়ির আবু মহম্মদ মধ্যপ্রদেশের বাসিন্দা। এর আগেও আবু মুহারিবকে উত্তরপ্রদেশ এটিএস গ্রেফতার করেছিল। ২০২৪ সাল থেকে জামিনে ছিল সে। তারপর ফের সন্ত্রাসী কার্যকলাপেই জড়িয়ে পড়ে আবু মুহারিব। কিন্তু নজরদারি ছিল। জানা গিয়েছে এই মডিউলটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (IED) এর জন্য উপকরণ সংগ্রহ শুরু করেছিল।

জ্ঞানবাপি মামলায় ‘কাফের’ বিচারককে হত্যার হুমকি দিয়েছিল আইসিস সন্ত্রাসী মহম্মদ আদনান খান। ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে জামিনে ছিলেন। উত্তরপ্রদেশ সন্ত্রাসবিরোধী স্কোয়াড (এটিএস) তাকে সেই বছরেরই ৪ জুন  গ্রেফতার করে। মহম্মদ আদনান জ্ঞানবাপি মামলার সঙ্গে যুক্ত একজন বিচারককে হুমকি দিয়েছিল। সে ইনস্টাগ্রামে লিখেছিলেন, “দ্বীনের বিরুদ্ধে লড়াই করা লোকদের জন্য কাফিরদের রক্ত ​​হালাল।” বিচারকের ছবি দিয়ে সে এটি লিখেছিল। ছবিতে বিচারকের চোখের উপরে লাল রঙ দিয়ে “কাফির” শব্দটি স্পষ্টভাবে লিখিত ছিল।

দায়ের করা এফআইআর অনুসারে, মহম্মদ আদনান বরেলির অতিরিক্ত জেলা বিচারক (ফাস্ট ট্র্যাক কোর্ট) রবি কুমার দিবাকরের একটি ছবি শেয়ার করেছিল। রবি কুমার দিবাকর হলেন সেই বিচারক যিনি ২০২২ সালে বিতর্কিত জ্ঞানবাপি কাঠামোর ভিডিওগ্রাফিক জরিপের নির্দেশ দিয়েছিলেন।বিশেষ এনআইএ আদালতের বিচারক বিবেকানন্দ শরণ ত্রিপাঠী গত বছর ২৬শে সেপ্টেম্বর মহম্মদ আদনানকে জামিন দেন। জামিন মঞ্জুর করার দুটি প্রধান কারণ উল্লেখ করেন তিনি। প্রথমত, আদনানের বিরুদ্ধে যে অপরাধের জন্য মামলা দায়ের করা হয়েছিল তার সাজা ৭ বছরেরও কম ছিল। এদিকে আদনান ইতিমধ্যেই ২০২৪ সালের জুন থেকে কারাগারে ছিল। তাই সে জামিনযোগ্য ছিল। অন্য কারণ হিসাবে বিচারক বলেন মহম্মদ আদনান খান ওরফে আবু মুহারিবের আগে কোনও অপরাধমূলক রেকর্ড ছিল না।

আদনানের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 153A, 115 এবং 506 ধারার পাশাপাশি ইউএপিএ-র 13 ধারার অধীনে অভিযোগ আনা হয়েছিল। এই মামলায় জামিন পাওয়ার পর, সে ইউটিউব, ইনস্টাগ্রাম সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হিন্দুবিরোধী বিষয়বস্তু পোস্ট করত। পাশাপাশি তার মতোই হিন্দু বিরোধীদের নিয়োগের জন্য চ্যানেল তৈরি করে সন্ত্রাসী কার্যকলাপ পুনরায় শুরু করে বলে অভিযোগ। গ্রেফতারির পর আবু মুহারিব সিরিয়ার ISIS হ্যান্ডলার আবু ইব্রাহিম আল-কুরেশির সঙ্গে যোগাযোগের কথাও স্বীকার করে নিয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নির্দোষ ৪ জন! দিল্লি বিস্ফোরণ মামলায় ধৃত তিন চিকিৎসক ও দিনাজপুরের নিশারকে মুক্তি দিল NIA

লালুর পরিবার ভেঙে চুরমার, রোহিনীর পর পটনার বাড়ি ছাড়লেন আরজেডি সুপ্রিমোর ৩ কন্যা

বাংলার মনীষীদের কলুষিত করতে চাইছে বিজেপি, কটাক্ষ শশী পাঁজার

বিলাসবহুল হোটেলের ম্যানেজারকে নগ্ন করে ধাতব পাইপ দিয়ে মারধর, ভিডিও ভাইরাল হতেই গ্রেফতার মালিক

‘SIR-এর অতিরিক্ত কাজের চাপ’, এবার বিএলও-র ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে শোরগোল কেরলে

জন্মদিন খেয়ে গাড়ি করে বাড়ি ফিরছিলেন ৫ বন্ধু, কিন্তু মাঝপথেই ভয়াবহ দুর্ঘটনা, সব শেষ…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ