এই মুহূর্তে




ভারত সরকারকে সম্মান জানিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট ললিত মোদির, কেন ক্ষমা চাইলেন?

নিজস্ব প্রতিনিধি: ‘‌আমরা দুই পলাতক, ভারতের সবচেয়ে বড় পলাতক’‌। এই কথাটি বুক বাজিয়ে গর্বের সঙ্গে বলতে শোনা গিয়েছিল ললিত মোদিকে। সেদিন ললিত, বিজয় মালিয়ার জন্মদিনের পার্টিতে এসে একসঙ্গে পরস্পরকে জড়িয়ে ধরে ছবি দিয়ে এমন কথা বলেছিলেন ললিত মোদি। সেই ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। জনগণ থেকে শুরু করে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের টাকা তছরুপ করে লন্ডনে ফুর্তিতে থাকা বিজয় মালিয়া–ললিত মোদির মতো দুই অর্থনৈতিক অপরাধী গলা জড়াজড়ি করে ঘুরে বেড়ানোর ছবি নিয়ে সমালোচনা চরমে ওঠে। এবার ওই মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন ললিত মোদি।

এদিকে এই ক্ষমা চাওয়া নিয়েও গুঞ্জন শুরু হয়েছে। কারণ এবার ললিত মোদি সরাসরি এমন মন্তব্যের জন্য ভারত সরকারের কাছে ক্ষমা চেয়েছেন। এমনকী তিনি ভারত সরকারকে শ্রদ্ধা–সম্মান করেন বলেও মন্তব্য করেছেন। যা নিয়ে বিতর্ক চরমে উঠেছে। কারণ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বারবার বলেছেন, কালো টাকা বিদেশ থেকে নিয়ে আসবেন। যারা দেশের টাকা তছরুপ করে বিদেশে পালিয়েছে তাদেরও ধরে নিয়ে আসা হবে এবং দেশের টাকা ফেরানো হবে। সেখানে এখনও ললিত মোদি, বিজয় মালিয়া, নীরব মোদি বা মেহুল চোকসিকে এখনও দেশে ফেরানো যায়নি। তাই কি সুর নরম করলেন ললিত?‌ উঠছে প্রশ্ন।

অন্যদিকে ভারত সরকার যদি পদক্ষেপ করে তাহলে চাপ বাড়বে ললিত মোদির উপর। এই কথা ভেবে এবার ললিত মোদি জানিয়েছেন, তাঁর বক্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে। এভাবেই সুর নরম করেছেন। ললিত মোদি আজ সোমবার এক্স হ্যান্ডেলে ললিত মোদি লেখেন, ‘‌আমি যদি কারও অনুভূতিতে আঘাত করে থাকি, বিশেষ করে ভারত সরকারের, যাদের প্রতি আমার সর্বোচ্চ শ্রদ্ধা রয়েছে, তাহলে আমি ক্ষমা চাইছি। বিবৃতিটির ভুল ব্যাখ্যা করা হয়েছে এবং এটি কখনই সেইভাবে উপস্থাপন করার উদ্দেশ্যে করা হয়নি। আবারও আমি গভীর ক্ষমা চাইছি।’‌ এই ভারত সরকারের প্রতি শ্রদ্ধা জানানো নিয়েই বিতর্ক তৈরি হয়েছে।

এছাড়া কদিন আগের ভাইরাল ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা মন্তব্যের বন্যা বইছে। নেটাগরিকরা ব্যাপকভাবে পোস্টটিকে মোদি এবং মালিয়ার সরকারের প্রতি উপহাস হিসেবে দেখছেন। বিজয় মালিয়া ভারত ছেড়েছিলেন ২০১০ সালে এবং ললিত মোদি ২০১৬ সালে। এবার এই নিয়ে বিতর্ক তৈরি হতেই বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘‌আমরা পলাতকদের ফিরিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ এবং তাদের ফিরিয়ে আনার জন্য আমরা দেশগুলির সঙ্গে যোগাযোগ করছি। সেসব প্রক্রিয়া চলছে। আপনারা জানেন যে, এই মামলাগুলির মধ্যে অনেকগুলি আইনি প্রক্রিয়ার একাধিক স্তর জড়িত।’‌

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘‌আম্মা আর নেই’‌, খালেদা জিয়ার প্রয়াণে শোকবার্তা দিলেন ছেলে তারেক

নেপালে সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী পদপ্রার্থী জেন জি আন্দোলনের পুরোধা বলেন্দ্র শাহ

আমেরিকা থেকে যুদ্ধাস্ত্র কিনতেই তাইওয়ানের চারপাশে যুদ্ধমহড়া শুরু চিনের

ফিরে দেখা ২০২৫: ‘মর্দ কে দর্দ’, নীল ড্রাম থেকে মধুচন্দ্রিমায় গিয়ে খুন

‘চপ্পল মেরেই বিদ্যুৎস্পৃষ্ট যুবকের চিকিৎসা’, আজব কাণ্ড নীতীশের বিহারে

৬০ বছরের ডিভোর্সি মহিলাকে বিয়ে চল্লিশের যুবকের, তাঁদের প্রেমকাহিনী শুনলে ভিরমি খাবেন..

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ