এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

৩ রাজ্যের মুখ্যমন্ত্রী বাছতে গিয়ে ল্যাজেগোবরে মোদি-শাহ

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সদ্য সমাপ্ত বিধানসভা ভোটে মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও রাজস্থানে ক্ষমতা দখল করেছে বিজেপি। কিন্তু ভোটের ফল প্রকাশের পর পাঁচদিন পেরিয়ে গেলেও ওই তিন রাজ্য চালানোর দায়িত্ব কার হাতে ছাড়া হবে তা নিয়ে সিদ্ধান্ত নিতে গিয়ে ল্যাজেগোবরে হচ্ছেন নরেন্দ্র মোদি-অমিত শাহরা। গত তিন দিন ধরে দফায়-দফায় বৈঠক চলছে। কিন্তু মুখ্যমন্ত্রীর কুর্সিতে কাকে বসানো হবে, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হতে পারেননি বিজেপির শীর্ষ নেতারা। বৃহস্পতিবার রাতে ঠিক হয়েছে, তিন রাজ্যেই নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে কথা বলতে পাঠানো হবে পর্যবেক্ষকদের। তাঁরাই কথা বলে রিপোর্ট দেবেন। ওই রিপোর্টের ভিত্তিতেই বেছে নেওয়া হবে মুখ্যমন্ত্রীদের।

বিজেপি সূত্রে খবর, তিন রাজ্যের মধ্যে বিধায়কদের সংখ্যার নিরিখে শুধুমাত্র মধ্যপ্রদেশেই দল স্বস্তিতে। কেননা, সরকার গঠনের জন্য ওই রাজ্যে মোট ১১৬ বিধায়কের সমর্থন দরকার। সদ্য সমাপ্ত ভোটে জিতেছেন ১৬৩ বিধায়ক। অর্থা‍ৎ ৪৭ জন বিধায়ক অতিরিক্ত রয়েছেন। তাই দলের একাংশ বিদ্রোহ করলেও কোনও ক্ষতি হবে না। কিন্তু ছত্তিশগড় এবং রাজস্থানে ততটা স্বস্তি নেই। কেননা, রাজস্থানে সরকার গঠনের জন্য দরকার ১০০ বিধায়কের। দলের বিধায়ক সংখ্যা ১১৫। তার মধ্যে ২৪ থেকে ২৫ জন বসুন্ধরা রাজে সিন্ধিয়ার কট্টর সমর্থক। ঢোলপুরের মহারানিকে মুখ্যমন্ত্রীর কুর্সিতে না বসালে তাঁরা বিদ্রোহ করতে পারেন। সেক্ষেত্রে সরকারের স্থায়িত্ব প্রশ্নের মুখে পড়বে।

ছত্তিশগড়েও একই অবস্থা। বিজেপির এক শীর্ষ নেতা জানিয়েছেন, আদিবাসী অধ্যুষিত রাজ্যে মুখ্যমন্ত্রী হিসেবে কেন্দ্রীয় মন্ত্রী রেণুকা সিংকে পছন্দ মোদি-শাহের। কিন্তু নিজের দাবি ছাড়তে নারাজ প্রাক্তন রমন সিং। ওই রাজ্যে দলের মোট বিধায়ক সংখ্যা ৫৪। সরকার গড়তে প্রয়োজন ৪৬ বিধায়কের। যদি ১০ বিধায়ক কোনও কারণে বিগড়ে যান, তাহলে রাজ্য হাতছাড়া হতে পারে। তাই হিসাব কষেই তিন রাজ্যে মুখ্যমন্ত্রী বেছে নিতে হচ্ছে। তবে তিন রাজ্যের সঙ্গে যে দুই রাজ্যে বিধানসভা ভোট হয়েছিল, সেখানে মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে ধোঁয়াশা দূর হয়েছে। এদিনই তেলঙ্গানার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন কংগ্রেসের রেবন্থ রেড্ডি। আগামিকাল শুক্রবার মিজোরামের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিচ্ছেন জোরাম পিপলস মুভমেন্টের লালডুয়োমা। ফলে তিন রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করতে বিজেপি শীর্ষ নেতৃত্বের উপরে চাপ বেড়ে চলেছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

উদ্ধার ২৩০ কোটি টাকার মাদক, গ্রেফতার ১৩

জেএমএমের তারকা প্রচারকের তালিকায় ‘জেলবন্দি’ হেমন্ত সোরেন

২৬ হাজার চাকরি বাতিল মামলার সুপ্রিম শুনানি সোমবার

ভোটের মধ্যেই বাংলাদেশ-সহ ৬ দেশে পেঁয়াজ রফতানির অনুমোদন কেন্দ্রের

‘বাবার ছিন্নভিন্ন দেহ নিয়ে বাড়ি ফিরেছি’, প্রচারে আবেগপ্রবণ প্রিয়াঙ্কা

মদ্যপ অবস্থায় মায়ের ওপর অত্যাচার করত বাবা, কষ্ট সইতে না পেরে  আত্মঘাতী তরুণী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর