এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

কেজরির গ্রেফতারির বিরুদ্ধে সরব অমর্ত্য

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে(Arvind Kejriwal) আবগারী মামলায় গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা Enforcement Directorate বা ED। সেই ঘটনা ঘটেছে এমন একটা সময়ে যখন লোকসভা নির্বাচনের(Loksabha Election 2024) দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। স্বাভাবিক ভাবেই এই ঘটনাকে ঘিরে সরব হয়েছে আপ সহ দেশের সব বিজেপি বিরোধী দলগুলি। সকলেই একে ‘গণতন্ত্রের হত্যা’ হিসাবেই দেখছেন। এ দেশের রাজনৈতিক দলগুলি কেজরির গ্রেফতারির প্রতিবাদে সরব হওয়ার পাশাপাশি বিদেশের একাধিক রাষ্ট্রও এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এবার কেজরির গ্রেফতারির বিরুদ্ধে মুখ খুললেন বঙ্গরত্ন নোবেলজয়ী অর্থনীতিবিদ(Nobel Laureate Economist) অমর্ত্য সেন(Amartya Sen)। তিনি কেজরির এই ঘটনাকে ব্রিটিশ আমলের শাসন ব্যবস্থার সঙ্গে তুলনা করে কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদির সরকারকে তীব্র অস্বস্তিতে ফেলে দিয়েছেন। অমর্ত্য প্রশ্ন তুলেছেন, ‘বিচার ছাড়াই যে ভাবে মানুষকে জেলে ভরে দেওয়া হচ্ছে তা কী শিক্ষার নমুণা?’

ঠিক কী বলেছেন অমর্ত্য? নোবেলজয়ী অর্থনীতিবিদ এক লিখিত বিবৃতিতে জানিয়েছেন, ‘ব্রিটিশ আমলে বিচার ছাড়াই বহু মানুষকে জেলবন্দি করা হত। তাঁদের জেলে আটকে থাকতেও হত বহুদিন। কিন্তু দেশ স্বাধীন হওয়ার ৭৫ বছর পার করেও বহু মানুষকে এমনই সাজা ভোগ করতে হচ্ছে। সারা বিশ্বেই বর্তমানে কলমের কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে। প্রতিবাদের কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে। বিশ্ব জুড়ে খর্ব করা হচ্ছে স্বাধীনতা। বিচার ছাড়াই যে কোনও মানুষকে ভরে দেওয়া হচ্ছে জেলে। এ কী চলছে এ বিশ্বের এ শিক্ষিতের দুনিয়ায়? আমি তখন তরুণ। আমি আশা করতাম, যখন ভারত ব্রিটিশ শাসন ব‌্যবস্থা থেকে মুক্ত হবে, তখন হয়তো এই অন্যায় ব্যবস্থার ইতি ঘটবে! স্বাধীনতার পর যত দিন গিয়েছে, দেখেছি পরিস্থিতি ক্রমশ খারাপ হয়েছে।’

উল্লেখ্য, ভারতে গণতন্ত্র, মানবাধিকার, সংখ্যালঘুদের অধিকার নিয়ে অমর্ত্য এর আগে একাধিকবার সরব হয়েছেন। এবার এমন একটি সময়ে তিনি সরব হলেন যখন কেজরিওয়ালকে গ্রেফতার করার ঘটনায় জার্মানি ও আমেরিকার মতো দুটি দেশ কার্যত ভারতের বিচার ব্যবস্থার স্বাধীনতা এবং গণতান্ত্রিক পরিমণ্ডলের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে। একই সঙ্গে একটি যৌথ বিবৃতিতেও স্বাক্ষর করেছেন অমর্ত্য। তাতে বলা হয়েছে, ভারতে বিপুল সংখ্যায় লেখক, সাংবাদিক ও সমাজকর্মী বিনা বিচারে দীর্ঘদিন ধরে জেলে আটকে আছেন। অথচ তাদের বিরুদ্ধে কোনও গুরুতর অভিযোগ নেই। যৌথ ওই বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে অমর্ত্য সেন ছাড়াও আছেন সাহিত্যিক অমিতাভ ঘোষ, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গায়ত্রী চক্রবর্তী স্পিভাক এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিশিষ্টজনেরা।  

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

২৬ হাজার চাকরি বাতিল মামলার সুপ্রিম শুনানি সোমবার

ভোটের মধ্যেই বাংলাদেশ-সহ ৬ দেশে পেঁয়াজ রফতানির অনুমোদন কেন্দ্রের

‘বাবার ছিন্নভিন্ন দেহ নিয়ে বাড়ি ফিরেছি’, প্রচারে আবেগপ্রবণ প্রিয়াঙ্কা

মদ্যপ অবস্থায় মায়ের ওপর অত্যাচার করত বাবা, কষ্ট সইতে না পেরে  আত্মঘাতী তরুণী

২৬/১১-এর মুম্বই হামলা মামলার সরকারি আইনজীবী লড়ছেন বিজেপির হয়ে

গুজরাতের রাস্তায় ফুচকা বিক্রি করছেন হুবহু মোদির মতো দেখতে অনিল ভাই

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর