ভারত জোড়ো যাত্রার শেষলগ্নে প্রশ্নের মুখে রাহুলের নেতৃত্ব

Published by:
https://www.eimuhurte.com/wp-content/uploads/2021/09/em-logo-globe.png

Koushik Dey Sarkar

29th January 2023 4:28 pm | Last Update 29th January 2023 4:37 pm

নিজস্ব প্রতিনিধি: আবারও প্রশ্নের মুখে রাহুল গান্ধির(Rahul Gandhi) নেতৃত্ব। কংগ্রেস তাঁকে যতই আগামী প্রধানমন্ত্রী হিসাবে তুলে ধরুক না কেন, দেশের সব বিজেপি বিরোধী আঞ্চলিক দল যে তাঁকে এখনও সেই পদের জন্য যোগ্য দাবিদার বলে মনে করে না বা সেই পদের জন্য তাঁকে সমর্থন জানাবে না সেটা আবারও সামনে চলে এসেছে। নেপথ্যে কংগ্রেসেরই ‘ভারত জোড়ো যাত্রা’(Bharat Jodo Yatra)। গত বছর সেপ্টেম্বর মাসে দক্ষিণ ভারত থেকে শুরু হয়েছিল কংগ্রেসের(INC) এই পদযাত্রা। নেতৃত্বে অবশ্যই রাহুল গান্ধি। মাঝেমধ্যেই তাতে পা মিলিয়েছিলেন প্রিয়াঙ্কা গান্ধিও। সেই পদযাত্রা আগামিকাল কাশ্মীরের শ্রীনগরের বুকে শেষ হতে চলেছে। কিন্তু সেই শেষদিনের পদযাত্রায় সামিল হতে তথা রাহুলের পাশে থাকার জন্য কংগ্রেসের তরফে আমন্ত্রণ জানানো হয়েছিল ২১টি সমমনস্ক বিরোধী আঞ্চলিক দলকে। কিন্তু এখন জানা যাচ্ছে তাতে উপস্থিত থাকবে মোটে ১২টি দল। অনুপস্থিত থাকার কথা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে ৯টি দল। আর এখানেই প্রশ্নের মুখে পড়ে গিয়েছে রাহুল গান্ধির নেতৃত্ব।

আরও পড়ুন বাংলার বুকে জাতীয় জল জীবন মিশন প্রকল্পেও নজরদারির ব্যবস্থা কেন্দ্রের

জাতীয় রাজনীতিতে এখন যা অবস্থা তাতে কংগ্রেসকে কেন্দ্রের ক্ষমতায় ফিরতে হলে দেশের বিজেপি বিরোধী আঞ্চলিক দলগুলিকে এক ছাতার তলায় আনতেই হবে। কংগ্রেস নেতৃত্ব চাইছে ইউপিএ বা United Prograsive Alliance-কে সম্প্রসারিত ও শক্তিশালী করে তোলা। এখন এই জোটে রয়েছে শরদ পওয়ারের NCP, উদ্ধব ঠাকরের Shiv Sena, লালু প্রসাদ যাদবের RJD, নীতিশ কুমারের JD-U, হেমন্ত সোরেনের JMM। আছে আরও বেশ কিছু ছোট আঞ্চলিক দলও। কিন্তু কংগ্রেস চাইছে এই দলের সংখ্যা বাড়াতে। যাতে ২০২৪ এর আগে ইউপিএ’র ক্ষমতা বাড়ানো যায়। দেশের মানুষের কাছে বিজেপি বিকল্প হিসাবে সেই জোটকে তুলে ধরা যায়। কিন্তু দেখা যাচ্ছে আঞ্চলিক বেশ কিছু দল এখনই কংগ্রেস বা রাহুলের পাশে থাকতে চাইছে না। তাঁরা ইউপিএ জোটে সামিল হতেও চাইছে না। সবাই আরও বেশ কিছুটা সময় দেখে নিতে চাইছে। যেমন এম কে স্ট্যালিনের DMK। এরা তামিলনাড়ুতে কংগ্রেসের সঙ্গে জোট গড়েই বিধানসভা নির্বাচনে লড়াই করেছিল। কিন্তু এখনই তাঁরা নিজেদের ইউপিএ জোট সঙ্গী হিসাবে তুলে ধরতে চাইছে না। এর একটা বড় কারণ অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।

আরও পড়ুন পাহাড় নিয়ে সোমবার নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রী ও অনীত থাপার

দেশজুড়ে হওয়া নানান সমীক্ষা বলে দিচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi) ও বিজেপির জনপ্রিয়তা বেশ কমছে। কংরেসের জনপ্রিয়তাও বাড়ছে এর পাশাপাশি। কিন্তু কংগ্রেস একক ভাবে ১০০টা আসনও আগামী নির্বাচনে জিততে পারবে এমন তথ্য কোনও সমীক্ষাতেই দেখানো হয়নি। বরঞ্চ দেখানো হচ্ছে কংগ্রেসের আসন সংখ্যা ৯০ এর আশেপাশে থাকবে। ইউপিএ সেক্ষেত্রে বড্ড জোর ১৯০ এর আশেপাশে থাকবে। কিন্তু এই সংখ্যাটা কেন্দ্রে সরকার গঠনের ম্যাজিগ ফিগার ২৭২ এর থেকে অনেকটাই দূরে। একই সঙ্গে সব সমীক্ষাই একটা কথা বলছে যে, কংগ্রেসের যাত্রা ভঙ্গের একটা বড় কারণ হতে পারে মমতার নেতৃত্বে আঞ্চলিক দলের জোট। সেই জোটে সব থেকে বড় দল হিসাবে উঠে আসবে মমতার TMC। সেই সঙ্গে জোটে থাকবে অরবিন্দ কেজরিওয়ালের AAP, অখিলেশ যাদবের SP, কে চন্দ্রশেখর রাওয়ের TRS। এখন তো আবার মনে করা হচ্ছে DMK-ও সেই জোটে যোগ দিতে চলেছে। কেননা এই সবকটি আঞ্চলিক দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে রাহুল গান্ধির যোগাযোগ থাকলেও ঘনিষ্ঠতা নেই। কিন্তু মমতার সঙ্গে তাঁদের যোগাযোগ ও ঘনিষ্ঠতা দুটিই রয়েছে। মমতার নেতৃত্ব মেনে নিতে তাঁদের কোনও সমস্যাও হবে না। আর এই জোট যদি কংগ্রেস নেতৃত্বাধীন UPA বা বিজেপি নেতৃত্বাধীন NDA-কে সমর্থন দিতে না চায় তাহলে সরকার গঠন করা সমস্যার হয়ে যাবে। সেই সম্ভাব্য ছবিটাই এখন কংগ্রেসের কাছে মাথা ব্যাথার কারণ হয়ে উঠছে। বড় বড় আঞ্চলিক দলগুলি এখনই তাই রাহুলকেই মোদির বিকল্প হিসাবে মানতে রাজি হচ্ছে না, কেননা সমীক্ষাতে এটাও ধরা পড়েছে রাহুল অপেক্ষা মমতার পাল্লা ভারী পরবর্তী প্রধানমন্ত্রী পদের দৌড়ের জন্য।

More News:

Leave a Comment

Don’t worry ! Your email & Phone No. will not be published. Required fields are marked (*).

এক ঝলকে

জেলা ভিত্তিক সংবাদ

Alipurduar Bankura PurbaBardhaman PaschimBardhaman Birbhum Dakshin Dinajpur Darjiling Howrah Hooghly Jalpaiguri Kalimpong Cooch Behar Kolkata Maldah Murshidabad Nadia North 24 PGS Jhargram PaschimMednipur Purba Mednipur Purulia South 24 PGS Uttar Dinajpur

Subscribe to our Newsletter

398
মিশন দিল্লি, পিকের চাণক্যনীতি কতটা কাজ দিল মমতার?

You Might Also Like