এই মুহূর্তে




‘পাকিস্তানে হামলা চালিয়ে ভারত কত বিমান হারিয়েছে’, জয়শঙ্করকে সরাসরি প্রশ্ন রাহুলের




নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: কংগ্রেস নেতা রাহুল গান্ধির তোপের মুখে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সোমবার তিনি প্রশ্ন তুলেছেন বিদেশমন্ত্রীর ‘নীরবতা’ নিয়ে। সম্প্রতি জয়শঙ্কর জানিয়েছিলেন অপারেশন সিঁদুরকে বাস্তব রূপ দেওয়ার আগে ভারতের পক্ষ থেকে পাকিস্তানকে সতর্ক করা হয়েছিল যে তাদের জঙ্গিঘাঁটিগুলিতে হামলা হবে। এই কথা শুনেই চটেছেন রাহুল। কিন্তু নীরব থেকেছেন বিদেশমন্ত্রী।

রাহুলের বক্তব্য, “বিদেশমন্ত্রী জয়শঙ্করের নীরবতা কেবল এক জঘন্য কাজের ইঙ্গিত দিচ্ছে। তাই আমি আবারও জিজ্ঞাসা করব পাকিস্তান আগে থেকে জানত বলে আমরা ঠিক কত ভারতীয় বিমান হারিয়েছি? এটি কোনও ভুল নয়, এটি অপরাধ। সমগ্র দেশ এই বিষয়ে জানতে চায়।” নিজের X হ্যান্ডেলে এভাবেই পোস্ট করেছেন রাহুল গান্ধি।

লোকসভার বিরোধীদলীয় নেতা গত সপ্তাহে কেন্দ্রকে পাকিস্তানকে ‘অবহিত’ করার বিষয়ে অভিযোগ এনেছিলেন। পরিষ্কার বলেছিলেন এই অপরাধ করার অনুমতি সরকারকে কে দিয়েছে। রাহুল জয়শঙ্করের বিরুদ্ধে প্রকাশ্যে ‘অপরাধ স্বীকারের’ অভিযোগ এনে বলেছিলেন, “আমাদের আক্রমণ শুরু হতেই পাকিস্তানকে জানানো, এটি একটি অপরাধ বই কিছু নয়। জয়শঙ্কর প্রকাশ্যে স্বীকার করেছিলেন যে ভারত সরকার এই অপরাধ করেছে। কে তাকে এই অপরাধের অনুমতি দিয়েছে? এর ফলে আমাদের বিমান বাহিনী কত বিমান হারিয়েছে?”

রায়বেরিলির সাংসদ জয়শঙ্করের একটি তারিখহীন ভিডিওও শেয়ার করেছেন যেখানে বিদেশমন্ত্রীকে বলতে শোনা গিয়েছে, “অভিযানের শুরুতেই আমরা পাকিস্তানকে জানিয়েছিলাম যে আমরা সন্ত্রাসীদের ঘাঁটিকে আঘাত করছি। আমরা সেনাবাহিনীর উপর হামলা করছি না। তাই সেনাবাহিনীর কাছে এই প্রক্রিয়ায় হস্তক্ষেপ না করার বিকল্প আছে। কিন্তু পাকিস্তান সৎ পরামর্শ গ্রহণ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।” গান্ধির বক্তব্যের প্রতিক্রিয়ায় বিদেশ মন্ত্রক (MEA) জানিয়েছে বিদেশমন্ত্রীর বক্তব্যের ভুল ব্যাখায় করা হয়েছে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

একদিনেই ৫ ড্রিমলাইনার বিমান উড়ান বাতিল এয়ার ইন্ডিয়ার, আতঙ্কিত যাত্রীরা

খামেনির দশা হবে সাদ্দাম হুসেনের থেকেও খারাপ, হুঙ্কার ইজরায়েলের

মুক্তিযুদ্ধে একাই খতম করেছিলেন ৬ রাজাকারকে, না ফেরার দেশে বীরাঙ্গনা সখিনা

বেটিং অ্যাপের বিরুদ্ধে কড়া ব্যবস্থা ইডির, নজরে হরভজন, যুবরাজ, রায়নারা

আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় মৃত্যু ভারতীয় ক্রিকেটারের! খেলতেন লিডস মডার্নিয়ান্স ক্লাবে

ফের বিমানে বোমাতঙ্ক, নাগপুরে জরুরি অবতরণ

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ