এই মুহূর্তে




‘পড়াশোনা করলে তবেই সন্ত্রাসের মোকাবিলা করতে পারবে’, ক্ষতিগ্রস্ত পুঞ্চে গিয়ে শিশুদের মনোবল বাড়ালেন রাহুল




নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের পুঞ্চে পৌঁছালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। শনিবার পৌঁছে সদ্য সমাপ্ত ভারত পাকিস্তান যুদ্ধে ক্ষতিগ্রস্ত স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন তিনি।

এক কংগ্রেস নেতা জানিয়েছেন যে রাহুল গান্ধি শনিবার সকালে জম্মু বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে হেলিকপ্টারে করে পুঞ্চে আসেন। সীমান্তবর্তী গোলাগুলিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং শোকাহত পরিবারের সাথে দেখা করেন। এখানকার স্কুলটিও পরিদর্শন করেন তিনি। শিশুদের সঙ্গে কথা বলে তাদের মনোবল বৃদ্ধি করেন। জম্মু ও কাশ্মীর কংগ্রেসের সভাপতি তারিক হামিদ কারাও এদিন রাহুল গান্ধির সঙ্গে উপস্থিত ছিলেন।

এদিন শিশুদের সঙ্গে কথা বলে লোকসভার বিরোধী দলনেতা বলেন, ‘এখন তোমরা এখানকার বিপদ এবং কিছুটা ভীতিকর পরিস্থিতি সম্পর্কে বুঝতে পেরেছো। কিন্তু চিন্তা করো না, সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। এই সমস্যা মোকাবেলা করার একমাত্র উপায় হলো প্রচুর পরিমাণে লেখাপড়া করা। তোমরা পড়াশোনার সঙ্গে সঙ্গে খেলাধুলা কর, স্কুলে অনেক বন্ধু বানাও।”

জম্মু ও কাশ্মীরের কংগ্রেস সভাপতি তারিক হামিদ কররা রাহুল গান্ধীর পুঞ্চ সফর সম্পর্কে বলেছেন, “সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে পুঞ্চে। রাহুল গান্ধি গোলাগুলিতে ক্ষতিগ্রস্ত মানুষদের সঙ্গে দেখা করেন এবং তাদের কাছ থেকে ক্ষয়ক্ষতির হিসাব নেন।”

গোলাগুলিতে পুঞ্চের যে সমস্ত স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলি পরিদর্শন করেন রাহুল গান্ধি। পাকিস্তানি গোলাগুলিতে ক্ষতিগ্রস্ত গুরুদ্বার এবং মন্দিরগুলিও পরিদর্শন করার পরিকল্পনা রয়েছে কংগ্রেস নেতার।

অপারেশন সিঁদুর অভিযান চালিয়ে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে নয়টি সন্ত্রাসী লঞ্চ প্যাড ধ্বংস করে ভারত। তারপর সীমান্তের ওপার থেকে জম্মু ও কাশ্মীরে ক্রমাগত গুলিবর্ষণ, মর্টার নিক্ষেপ করতে শুরু করে পাকিস্তান।

জম্মু ও কাশ্মীরে পাকিস্তানের গোলাবর্ষণ, ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় ৭ থেকে ১০ মে পর্যন্ত ২৮ জন নিহত হয়েছে, যার মধ্যে কেবল পুঞ্চ জেলাতেই ১৩ জন নিহত এবং ৭০ জনেরও বেশি আহত হন।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

একদিনেই ৫ ড্রিমলাইনার বিমান উড়ান বাতিল এয়ার ইন্ডিয়ার, আতঙ্কিত যাত্রীরা

খামেনির দশা হবে সাদ্দাম হুসেনের থেকেও খারাপ, হুঙ্কার ইজরায়েলের

মুক্তিযুদ্ধে একাই খতম করেছিলেন ৬ রাজাকারকে, না ফেরার দেশে বীরাঙ্গনা সখিনা

বেটিং অ্যাপের বিরুদ্ধে কড়া ব্যবস্থা ইডির, নজরে হরভজন, যুবরাজ, রায়নারা

আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় মৃত্যু ভারতীয় ক্রিকেটারের! খেলতেন লিডস মডার্নিয়ান্স ক্লাবে

ফের বিমানে বোমাতঙ্ক, নাগপুরে জরুরি অবতরণ

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ