এই মুহূর্তে




গভীর কুয়োয় ওঠা নামা যেন বাঁহাতের খেল, দেশি স্পাইডারম্যানের কীর্তি দেখে নিন স্বচক্ষে




নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: ইন্টারনেটে প্রতিদিনই নতুন নতুন স্টান্ট ভিডিও দেখা যায়। সে’সব দেখে বহু নেটিজেনরাই মুগ্ধ হন। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যা নেট জনতাকে শুধু মুগ্ধ করেনি, অবাকও করেছে। সোশ্যাল মিডিয়া ইউজাররা তাঁকে বাস্তব দুনিয়ার স্পাইডারম্যান বলে আখ্যায়িত করেছেন।

এই ভিডিও শিবা নামে এক ব্যক্তির। তিনি পেশায় একজন ফিটনেস প্রশিক্ষক। শিবা নিজের একটি ভিডিও শেয়ার করেছেন। তাতে দেখা যাচ্ছে শুধু দু’হাত এবং দু’পায়ের ভরে একবার গভীর কুয়োতে নামছেন যুবক, আবার উঠে আসছেন। কোথাও এতটুকু বাধাপ্রাপ্ত হচ্ছে না, এমনই তাঁর স্কিল। কোনওরকম সাপোর্ট ছাড়া শিবার এই কীর্তিতে অবাক হয়ে গিয়েছে নেটদুনিয়া।

 

 

View this post on Instagram

 

A post shared by 𝐒𝐡𝐢𝐯𝐚 (@shivazfitzone)

শিবা নিজের ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। এখনও পর্যন্ত সেটি ৩০ লক্ষেরও বেশী ভিউ পেয়েছে। শুধু এটিই নয়, ইনস্টাগ্রামে @sgivazfitzone অ্যাকাউন্টটি খুললেই দেখা যাবে কোথাও বাঁশের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রয়েছেন শিবা, কোথাও বা ভারী ওজন নিয়ে শরীরের ভারসাম্য বজায় রেখে স্টান্ট করছেন।  শিবার স্টান্ট দেখে অনেক নেট জনতা যেমন খুশি হয়েছেন, কেউ কেউ আবার তাঁর জন্য চিন্তা প্রকাশ করেছেন। তাঁরা যুবককে বারণ করেছেন এমন ঝুঁকি না নিতে।

শিবা পেশায় একজন ফিটনেস প্রশিক্ষক, সেই সঙ্গে একজন ক্যালিসথেনিক্স বিশেষজ্ঞ। ক্যালিসথেনিক্স হল এমন একটি ব্যয়াম যেখানে জিমের সরঞ্জামের পরিবর্তে শুধুমাত্র শরীরের ওজন ব্যবহার করা হয়। এটি পেশির শক্তি, নমনীয়তা ও নিয়ন্ত্রণ বৃদ্ধি করে।

শিবার কঠোর পরিশ্রম ও চেষ্টা এখন হাজার হাজার মানুষের অনুপ্রেরণা হয়ে উঠেছে। তাঁর স্টাইল, শরীরের উপর নিয়ন্ত্রণ এবং আত্মবিশ্বাস দেখে মানুষ ফিটনেসকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে শুরু করেছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

প্রতিদিন আত্মহত্যা করছেন ৮ কৃষক, বিধানসভায় তাস খেলায় মগ্ন মন্ত্রী

WCL 2025 বিতর্কের মধ্যেই পাকিস্তানি রেস্তোরাঁয় হরভজন, ভাইরাল ভিডিও

‘অপারেশন সিঁদুর’ নিয়ে সংসদে আলোচনায় রাজি কেন্দ্র

হিন্দু নন, তিরুপতি মন্দির থেকে ছাঁটাই ৪ কর্মচারী, ধর্মীয় বিতর্কের মুখে TTD

একমুখী লেনে ঢুকতে বাধা! হোমগার্ডকে ৫ কিমি রাস্তা টেনে হিঁচড়ে নিয়ে গেল বেপরোয়া গাড়ি

বর্ষায় একমাসে ৮ মৃত্যু! দ্বারকেশ্বরের জলে উদ্ধার মহিলার মৃতদেহ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ