নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ধুলোয় মিশল ভারতের মান সম্মান। মার্কিন জনপ্রিয় পত্রিকা নিউ ইয়র্ক টাইমস জানিয়ে দিয়েছে তাঁদের নাম ব্যবহার করে মোদির নামে প্রচার মিথ্যে করা হয়েছে।
ঠিক কী হয়েছে?
আমেরিকা সফর সেরে ভারতে ফেরার পরই নেটমাধ্যমে একটি ছবি দেখা গিয়েছে। ছবিটি আমেরিকার বহুল পঠিত দৈনিক সংবাদপত্র দ্য নিউ ইয়র্ক টাইমসয়ের প্রথম পাতার ছবি। ছবিতে দেখা গিয়েছে, নরেন্দ্র মোদিকে। সেখানে তাঁকে ‘দুনিয়ার শেষ, সর্বোৎকৃষ্ট ভরসাস্থল’ হিসেবে অভিহিত করা হয়েছে।
নিউ ইয়র্ক টাইমসের মতো নামজাদা একটি পত্রিকার প্রথম পাতার এই ছবি নিয়ে শুরু হল তোলপাড়। সোশ্যাল মিডিয়ায় এই ছবি শব্দের চেয়েও দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে। নড়েচড়ে বসে নিউ ইয়র্ক টাইমস কর্তৃপক্ষ। তারা বিবৃতি দিয়ে জানায়, তাদের নাম ব্যবহার করে মোদীকে নিয়ে এই প্রচার মিথ্যে। এমন কোনও সংবাদ তাঁরা পরিবেশন করেনি।
ভুলটা ধরা পড়ল কী ভাবে? পত্রিকার মাস্টহেডের ওপরে ইংরেজিতে সেপ্টেম্বর বানানটি লক্ষ্য করুন। কী দেখতে পাচ্ছেন। Setpember। বানান অনুসারে উচ্চারণ হওয়ার কথা সেটপেম্বর। শুধু তাই নয়, পত্রিকায় ব্য়বহৃত মোদির ছবিটিও তাঁর আমেরিকা সফরের নয়। যে ছবিটি পত্রিকার প্রথম পাতায় প্রকাশিত হয়েছে, সেটা ১২ মার্চ সবরমতী আশ্রম থেকে গুজরাতে ‘আজাদি কা অমৃত মহোৎসব’-এর সূচনার সময় তোলা। যখন আশ্রম ঘুরে দেখার পর ভিজিটর্স বুকে স্বাক্ষর করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। সেই ছবি এ ভাবে ব্যবহৃত হওয়ার সত্য জানাজানি হতেই নেটমাধ্যমে শুরু হয়ে গিয়েছে কটূক্তি ও ব্যঙ্গের বন্যা।