এই মুহূর্তে




যুদ্ধবিরতির জেরে শান্তির আবহ ভারত-পাক সীমান্তে




নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : পহেলগাঁওতে সিঁদুর মোছার বদলা নিয়েছে ‘অপারেশন সিঁদুর’। ভারত-পাকিস্তানের সম্পর্কে উত্তেজনা চরমে পৌঁছেছিল। কিন্তু যুদ্ধবিরতি শনিবার থেকে শুরুর পর রবিবার শান্তির রাত কাটিয়েছে সীমান্তের বাসিন্দারা। বিগত কয়েকদিন ধরে টানা মিশাইল, ড্রোন হামলার পর শান্ত হয়েছে সীমান্ত। শনিবার যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার পর তা লঙ্ঘন করেছিল পাকিস্তান। উপত্যকার পাশাপাশি গুজরাতেও পাক ড্রোন দেখতে পাওয়া গিয়েছিল। একাধিক জায়গা ব্ল্যাকআউট করে দেওয়া হয়েছিল।

শনিবার কিছু জায়গায় অশান্তি ছড়ালেও রবিবারের রাত মোটের ওপর শান্তিতেই কেটেছে সীমান্তে।  কোনওরকম হামলার খবর শোনা যায়নি। ইতিমধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার আগে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও ৩ বাহিনীর প্রধানদের নিয়ে বৈঠক নিজের বাসভবনে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

যুদ্ধবিরতি নিয়ে দুপক্ষের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে বর্তমানে সীমান্তে শান্তি পরিস্থিতি বজায় রয়েছে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, যুদ্ধবিরতি সীমান্তে শান্তি পরিস্থিতি ফিরিয়ে এনেছে। এরপরেই দেশের শেয়ার বাজারও ঊর্ধ্বমুখী হয়েছে।

শনিবার প্রাথমিকভাবে কিছু যুদ্ধবিরতি লঙ্ঘনের পর রবিবার রাতভর কোনও বিস্ফোরণের খবর পাওয়া যায়নি। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, শান্তিপূর্ণ রাত কাটিয়েছে সীমান্তের মানুষ। যদিও স্কুলগুলো বন্ধ রয়েছে। ভারত ও পাকিস্তান সোমবার ডিজিএমও পর্যায়ে দ্বিতীয় দফা আলোচনায় বসার কথা রয়েছে। দুপুর ১২টায় এই বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু বিশেষ কারণবশত তার সময় পিছিয়ে দেওয়া হয়েছে। এই আলোচনার মূল লক্ষ্যই হল বর্তমান পরিস্থিতির মোকাবিলা করা। ভারতের পক্ষে আলোচনার নেতৃত্ব দেওয়ার কথা রয়েছে ডিজিএমও লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই এবং তাঁর উল্টোদিকে পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন মেজর জেনারেল কাসিফ আবদুল্লা।

অপারেশন সিঁদুরের পরে পাকিস্তান ভারতের সামরিক ও বেসামরিক এলাকায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। সবকটিকেই প্রতিহত করতে সক্ষম হয়েছে ভারত। পাকিস্তান এই সকল বিষয় অস্বীকার করেছে। পাকিস্তান নতুন করে অশান্তি ছড়ানোর চেষ্টা করলে ফল ভালো হবে না, সেটা ভারতের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব ভারতীয় বাণিজ্যে, প্রবল ক্ষতির আশঙ্কায় চাল ব্যবসায়ীরা

বোকারোতে অস্ত্র তৈরির কারখানার হদিশ পাওয়া গেলেও ‘মূল মাস্টারমাইন্ড’ পলাতক, খুঁজছে পুলিশ

গভীর কুয়োয় ওঠা নামা যেন বাঁহাতের খেল, দেশি স্পাইডারম্যানের কীর্তি দেখে নিন স্বচক্ষে

‘মে ডে…’, ফের ককপিট থেকে ‘কল’ পাইলটের, বেঙ্গালুরুতে জরুরি অবতরণ ইন্ডিগোর বিমানের

টানা দুই বছর ধরে ১৪ জনের ধর্ষণের শিকার ১৫ বছরের দলিত কিশোরী, ভয়ঙ্কর ঘটনা অন্ধ্রে

Kanishka bombing: চার দশক পর শনাক্ত এয়ার ইন্ডিয়া বোমা হামলার পরিকল্পনাকারী ‘মিস্টার X’

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ